আজকের দুপুর ও বিকেলের আলো, আর সন্ধ্যারাতের তারাগুলো
আমাদের জন্য আর আগামি বছরগুলো আমাদের সহযোদ্ধাদের জন্য;
এসব সহজ কথা ছাড়াও আমরা আরো অনেক কিছু ভাবি
বন্যা উষ্ণায়ন মার্কসবাদ বিশ্বায়ন আন্দোলন খাদ্যাভাব
নিয়ে কথাবার্তা হয়;
মায়ের কাছে যেমন তার খোকাখুকুর বয়স বাড়ে না
তেমনি আমাদের আশাগুলোর বয়স বাড়ে না।
আমরা ঘরে দেখি ছেলেমানুষি, রাস্তায় শুনি শ্লোগান
কানে বাজে উদ্ধত কথা আর বুঝি ছোটদের ভালোমানুষি
নিরুদ্বেগ নেতার সংগে আমরা আদিগন্ত আলোচনায় দিনযাপন করি
এসবের বাইরে টানাপোড়েন, ক্লান্তি, জ্বর হতাশা
ব্যর্থতার ফিরিস্তিও কখনো কখনো শুনতে হয়;
তবুও বাণিজ্যে হেরফের ঘটে, ডলার শক্তিশালী হয়
আমরা পড়শির ঘুমদেশ ভ্রমণ করি, অভিজ্ঞতা বাড়ে
বামের হৃদয়গুলো শক্তিশালী হয় কতিপয় দেশে
একটু একটু করে আলোচনা এগোয়
সহসা কিছু ঘটে না।
আমরা কেউ কেউ অল্প আলোতে আমাদের আশাগুলো নিয়ে
টেলিফোনে কথা বলি, কাজ ও জনসংযোগ বাড়ে
রাতের পর রাত, দিনের পর দিন
বই খাতা পত্রিকা আত্মসমালোচনা চলে
সারা পৃথিবীর জঞ্জাল সাফ করবো বলে শপথ নিই
আমরা আরো কয়েকজন বহুপথে শামিল হই।
যারা পৃথিবীকে শোষণ ও মুনাফার বেড়াজালে রেখে দেবে
আমরা তাদের বুকে পাথরচাপা দিয়ে
পৃথিবীকে সুন্দর করে সাজাবার পরিকল্পনা করি;
আর এর বাইরে বর্তমান বাংলাদেশে
অজস্র প্রচলিত পত্রিকা টিভি খবরে
সাধারণ মানুষকে তোষামোদ করে করে, তাদের অস্থির করে তোলে।
আর আমরা কজন সহযোদ্ধা এমন কিছু করবো যাতে
গাছ পাখি আর নদীরা ঘাসে সমুদ্রে আর বেহালায় কথা বলবে
গান শুনবে খেলা করবে, শিশুদের খেলা;
আর গল্পচ্ছলে শোনাবে সেসব হাস্যকর কাহিনি
যেগুলো শুধুমাত্র কবিরাই বলতে পারে
জীবনের গভীরতর সত্য দিয়ে।
আরো পড়ুন
- ৫৬,০০০ বর্গমাইল
- পরাজিত শ্রমিক
- স্বদেশ শ্মশান
- সমাজতন্ত্র আকাশ থেকে পড়ে না
- আমাদের আশাগুলোর বয়স বাড়ে না
- একটি নাটাবটের একটি তিতির হবে একটি সেতু
- ভিখারিনী থেকে জ্যান্ত পুঁজির দানব, কলকাতা
- হাজার বছর পরে মুক্তির উৎসব
- যৌথতার গান
- জীবনের নব সূর্যস্নান
- আমাদের অম্লান চেতনা
- আমার হৃদয় কোনো দেয়াল মানে না
- পিতৃভূমি, তোমার হৃদয়ে আলো জ্বেলে আমাদের ক্রমমুক্তি হবে
- তুমি আসবেই আমার শ্রেণিহীন রক্তে
- আমরা সেদিন, বহুদিন তারপর কিছুদিন জীবনের গল্প বলেছি
০৭ অক্টোবর ২০০৮;
কুষ্টিয়া, বাংলাদেশ।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক ও গবেষক। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা এগারটি। ২০০৪ সালে কবিতা গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি পাঠকের সামনে আবির্ভূত হন। ‘সমাজতন্ত্র’ ও ‘মার্কসবাদ’ তাঁর দুটি পাঠকপ্রিয় প্রবন্ধ গ্রন্থ। সাহিত্য ও রাজনীতি বিষয়ে চিন্তাশীল গবেষণামূলক লেখা তাঁর আগ্রহের বিষয়।