এফোঁড় ওফোঁড় হয়ে ছুটে চলে যারা,
কল্পনার কল্লোলিনী তিলোত্তমার বুকে
ব্যর্থ কলকাতায়,
তোমার অভ্যর্থনার সময় কোথায়
কে তোমার জীবনে এলো আর কে হারিয়ে গেলো
দেখার ফুরসত নাই তোমার।
সর্বক্ষণ তোমার রক্তে চলে তুমুল কোলাহল
অজস্র সংগীতের সুরে তোমার মূর্ছনা
সবকিছুর মাঝখানে উঁকি দেয় বাঁচবার আকুলতা
এ জীবনের ছিন্নভিন্ন এক টুকরো অংশে
তবুও তো আমাদের কলকাতা আছে
ফুটপাথ, পথের খাবার, ঝুপড়ি ঘর, দোকানপাট, ট্রাম বাস মেট্রো
ঘুরে ঘুরে শোভাবাজার বউবাজার শ্যামবাজার কালীঘাট হাওড়া
বেলগাছিয়া চিতপুর ভবানিপুর আলীপুর খিদিরপুর
ঘুরে ঘুরে তোমাকে স্পর্শ করি
কেন তুমি বলো, তোমার ঠোঁটে আছে অর্ধেক পৃথিবী,
যাকে তুমি চুমো দাও, আলিঙ্গন করো!
হে কলকাতা, ভিখারিনী থেকে শুরু করে জ্যান্ত পুঁজির দানব
সবাইকে ঠাঁই ঠাই দাও তুমি
টাকার পাহাড়ে তুমি এতো সুখী
তবুও সময়,
জীবনানন্দের চিন্তার মতো অতো ধূসর নয়
তাই নিজেদের কিছু হবে জীবন পালটে যাবে এই আশায়
মুক্তাদুর, মতিউর অমলেন্দু মিলনেরা হৈ হৈ ঘুরে বেড়ায়
সমাজকে পালটানোর সংগ্রামে
সলিল মানিক বিপুলেরা বাতিঘর জ্বালিয়ে রাখে
আমরা সেই বাতির আলোয় দেখি
বাঙলার ক্রমমুক্তি।
আরো পড়ুন
- ৫৬,০০০ বর্গমাইল
- পরাজিত শ্রমিক
- স্বদেশ শ্মশান
- সমাজতন্ত্র আকাশ থেকে পড়ে না
- আমাদের আশাগুলোর বয়স বাড়ে না
- একটি নাটাবটের একটি তিতির হবে একটি সেতু
- ভিখারিনী থেকে জ্যান্ত পুঁজির দানব, কলকাতা
- হাজার বছর পরে মুক্তির উৎসব
- যৌথতার গান
- জীবনের নব সূর্যস্নান
- আমাদের অম্লান চেতনা
- আমার হৃদয় কোনো দেয়াল মানে না
- পিতৃভূমি, তোমার হৃদয়ে আলো জ্বেলে আমাদের ক্রমমুক্তি হবে
- তুমি আসবেই আমার শ্রেণিহীন রক্তে
- আমরা সেদিন, বহুদিন তারপর কিছুদিন জীবনের গল্প বলেছি
২৫ সেপ্টেম্বর ২০০৮
নিউ মার্কেট, কলকাতা।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক ও গবেষক। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা এগারটি। ২০০৪ সালে কবিতা গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি পাঠকের সামনে আবির্ভূত হন। ‘সমাজতন্ত্র’ ও ‘মার্কসবাদ’ তাঁর দুটি পাঠকপ্রিয় প্রবন্ধ গ্রন্থ। সাহিত্য ও রাজনীতি বিষয়ে চিন্তাশীল গবেষণামূলক লেখা তাঁর আগ্রহের বিষয়।