অবশেষে আমরা দুজন খুব খুশি হই, শুরু হয় নতুন জীবন
সানন্দে বুঝতে পারি প্রেম এসে কড়া নাড়ে, আহা কী আপন
আগে পিছে ডানে বায়ে চারদিকে ছড়িয়ে যায় গোলাপী সুবাস
হঠাত মোড়ে মোড়ে রটে যায় আগমনী ফাগুন বাতাস
এসেছে মুগ্ধতার কাল, শুরু হয়ে গেছে নব সূর্যস্নান
আমরা কজন অনুরাগী পরস্পরের চোখে দেখি আহ্বান;
মানুষের লড়াই প্রেম ব্যর্থতা হাহাকারের পোস্টমর্টেম দেখে,
আমরা দুজনে দুজনকে সারাদিন জীবনের সূর্যালোক মেখে
সব পথ এসে মিশে যাই যে চোখে, সেই চোখ দেখি;
আমাদের বাঁচবার শক্তিময় তীব্রতম ইচ্ছেগুলো বড্ড বেশি সুখী
দুটো মৌলিক ক্ষুধার তাড়নায় আমরা ছটফট করতে থাকি
অবশেষে হই খুশি, প্রেম এসে জড়াল নিজেকে
পথের শেষে খুঁজে ফিরি নতুন পথ, যদি পথ পাই নিজে থেকে,
মাঝে মাঝে পথ তৈরি করি, পথ পার্শ্বে কুঁড়েঘরও বানাই
যদি পথ শেষ হয়! কত শত এলোমেলো ধানাইপানাই
শেষ হলে বুঝবো, অনেক শক্তি ছিলো আজকের দিনে
একটি দিন সৃষ্টিশীল হতে পারে সহযোগিতার কাল গুণে;
একটি দুপুর আর একটি বিকেল কেটে যায় যুক্তিহীনতায়
দুটি জীবন মিশে যায় অবিরত নাগর দোলার দোলনায়।
হে গভীর বেদনাহত নিঃস্ব রিক্ত মৃত্যুময় অন্ধকার সময়
তুমি ব্যথা দাও আমাদের, আমাদের বুকে কষ্ট দাও
জীবনের দহনে দগ্ধ আমরা বুঝেছি বাঁচতে হলে প্রেম প্রয়োজন
এসবের বাইরের জগতে আমরা দেখি বিপ্লব বিদ্রোহ আয়োজন;
ভরসার ঘুড়ি ছাদ থেকে, মাঠ থেকে ওড়ে আকাশে, বাড়ে প্রত্যাশা
আশারও আলো থাকে, আলোর থাকে অবিরত তেজ
আস্থা রাখা যায় তাতে, হওয়া যায় মুক্ত সতেজ
এরপর বহু আলোকিত দিন আমরা ঘাসফুল ছিঁড়ে পাবো
কোকিলের গানের সাথে আমরা আজ রবীন্দ্রগান গেয়ে যাবো
পাখিদের ইতিহাস লেখা কঠিন, আর আমাদের ইতিহাস সংগ্রামী
আমাদের পরস্পরের সম্পর্কগুলো ইস্পাতের ন্যায় দৃঢ় আর দামি
আমাদের কথা, ক্লান্তি কষ্ট আর কারুকাজের শেষে
সৌন্দর্য ভরপুর পৃথিবীর রূপ জমা থাকে হৃদয়ের পাশে
আমাদের কষ্ট ব্যথা আর সহযোগিতার শেষে বেদনা মধুর হয়
আর ঠোঁটে ঠোঁট রেখে অতীতের চেয়ে সুন্দর পৃথিবীর জন্ম হয়
জিহ্বা যেসব কথা বলে তা আধুনিক কবিতার চেয়ে শক্তিশালী
আমাদের স্পর্শে যে ঝড় উঠে তা উড়িয়ে নেয় পৃথিবীর ধুলোবালি
আমাদের সম্পর্কের শুদ্ধতার আগুনে পুড়ে খাঁটি হয় পৃথিবীর প্রাণ
আবেগের উচ্ছলতায় শরীরের ভাঁজগুলো হয়ে যায় কামনা বাগান
অনুভূতির স্পর্শে কবিতারা বদলে হয় বাতাসে উড়ে চলা চুলের সুঘ্রাণ
তোমার সমস্ত দেহে সমুদ্রের নোনা জল পূর্ণিমায় ঢেউ খেলে উঠে
পৃথিবীর আবেগের সাথে আমার কামনারা উল্কার বেগে যায় ছুটে
তোমার ঘোরাফেরায় আমার কলম দেয় মুখভরা কথা
যুক্তি আর বিষয়হীনতার শেষ প্রান্তে জন্ম হয় অমর কবিতা
জীবনের সব গাছের সব ডালে ফুটে থাকে একঝাঁক বেদনার ফুল
সেইসব ফুল হতে ফল হয় তার কিছু কিছু সহজাত ভুল
ভুলের পরেও তাই সব জীবনেই পাওয়া যায় সমুদ্র স্নান
যে সূর্য হতে চাই সেই সূর্যই গ্রহজুড়ে থাকছে অম্লান
লাল লড়াকু সেই সূর্যটি আমাদের কাঁধ বেয়ে উঠবে আকাশে
আমরা করবো লড়াই লাল টকটকে দিন আনবার অভিলাষে
স্পার্টাকাসের সাথে মিলে আমরা সবাই শ্রমিক লড়াই করে যাবো
আগামি শতকে আমরা প্রেম দিয়ে জনগণের শহর বানাবো
তখনো থাকবে জেনো যন্ত্রণা আর এক বুক না পাবার বেদনা
আমরা পেয়েছি কিছু আমরা পাইনি কিছু এই ইতিহাস ভোলা যাবে না
কষ্টগুলো ফাগুনের ফুল হয়ে ঝরবে নতুন পৃথিবীতে
শহর পর শহর পেরিয়ে সুবাস দেবে তারা প্রেম আর আগুনেতে।
আরো পড়ুন
- ৫৬,০০০ বর্গমাইল
- পরাজিত শ্রমিক
- স্বদেশ শ্মশান
- সমাজতন্ত্র আকাশ থেকে পড়ে না
- আমাদের আশাগুলোর বয়স বাড়ে না
- একটি নাটাবটের একটি তিতির হবে একটি সেতু
- ভিখারিনী থেকে জ্যান্ত পুঁজির দানব, কলকাতা
- হাজার বছর পরে মুক্তির উৎসব
- যৌথতার গান
- জীবনের নব সূর্যস্নান
- আমাদের অম্লান চেতনা
- আমার হৃদয় কোনো দেয়াল মানে না
- পিতৃভূমি, তোমার হৃদয়ে আলো জ্বেলে আমাদের ক্রমমুক্তি হবে
- তুমি আসবেই আমার শ্রেণিহীন রক্তে
- আমরা সেদিন, বহুদিন তারপর কিছুদিন জীবনের গল্প বলেছি
০৯ মার্চ ২০০৮
আজিমপুর, ঢাকা
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক ও গবেষক। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা এগারটি। ২০০৪ সালে কবিতা গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি পাঠকের সামনে আবির্ভূত হন। ‘সমাজতন্ত্র’ ও ‘মার্কসবাদ’ তাঁর দুটি পাঠকপ্রিয় প্রবন্ধ গ্রন্থ। সাহিত্য ও রাজনীতি বিষয়ে চিন্তাশীল গবেষণামূলক লেখা তাঁর আগ্রহের বিষয়।