যৌথতার গান

তোমাকে দেখিনি আমি কোনোদিন মুখোমুখি পটভূমিতে
তবুও বুঝেছি আমি আছো তুমি হৃদয়ের অলিতেগলিতে
প্রভাবিত আমি তাই, কথা আর কবিতার শব্দমায়াজালে
এতো এতো সুর, মনে যৌথতার গান, ভুলবো না কোনোকালে
কেউ ভোলে না কিছু, আমিও ভুলি না কিছু, যে তুমি আমার সঞ্চয়
প্রত্যাশারা বেঁচে থাকে আশায় আশায়, আমি এগোই নিশ্চয়
এমন রূপালি দিন কখনো কী এসেছিলো এই পৃথিবীতে
একটি দিনের আলো ধীরে ধীরে উড়ে গেল সকালের শীতে
অনেক কথার ভীড়ে তৈরি হয় আমাদের নিজ পথ চলা
আমরা মিলিত হলে নিজদেশে শুরু হয় ছোটগল্প বলা।

হে আমার প্রিয়তমা, একদিন যদি আমি পাইগো তোমারে,
জীবনের গান আমি তোমার সঙ্গে গাবো মৃত্যুকে পরাজিত করে
হে আমার প্রিয়তমা, তুমি যদি ভুল বোঝো, একটু কষ্ট পাবো
দিন আর রাতগুলো কাজেকর্মে শেষ হলে, গান গেয়ে যাবো
সেইসব গানগুলো ইতিহাস ছুঁয়ে ছুঁয়ে হয়ে যাবে শেষ
কোথা হতে এলো তারা, কোন সে পথহারা হবে না নিকেশ
সময়তো কিছু নয় সময়ের চেয়ে বড় জনমের ভালোবাসা
তারও চেয়ে বড় আছে তার চেয়ে বেশি, সাম্যবাদের আশা
দিন তবু বদলায় তবু বদলায় না যৌবনের গান
মিছিলে শ্লোগানে এসে শুদ্ধতম রূপ নিয়ে হয় অগ্নিস্নান
বদলায় না যারা তারাই থাকতে পারে সুখী মিছামিছি
বদলাতে পারে যারা তারাই হতে পারে অগ্নিস্নানে শুচি
শক্তির ব্যবহারে বদলাতে পারে এই পৃথিবীর কদর্যতা
অনুভবে পাল্টে যেতে পারে সব চিন্তাধারা, ধারাবাহিকতা
আমিও বদলে যাবো আর বদলাতে হবে আমাদের চারপাশ
সাহসে ভরসা পাবো সাহসেই মুছে ফেলা হবে দীর্ঘশ্বাস
আমাদের বার্তা বিনিময়ে বদলে যায় এই পৃথিবীর গতিবিধি
হও তুমি সর্বব্যাপী শক্তিময় সাধনায় জানাও প্রণতি
সেসব মানুষ যারা শ্রমে ঘামে বানিয়েছে, তোমায় সাধক
মানুষের আশাগুলো আমরা দুজনে মিলে করবো সার্থক
যদি না পারি আমি গণমানুষের সাথে পাললিক হয়ে থাকতে
কোনোদিন হাঁটবো না তোমার হাত ধরে সমুদ্র সৈকতে
গণ মানুষের কাছে এসে আজ পেয়েছি আমি নতুন জীবন
পাহাড়ের বুক চিরে দেখেছি সূর্যোদয় আলোর ভুবন
মুক্তির মহাকাব্যে দেখেছি মানুষের দীর্ঘ পথ হাঁটা
দেখেছি সনেটগুচ্ছ পল্লবিত গাছপালা ফুল ফল কাঁটা
মিছিলে মিছিলে আর শ্লোগানে শ্লোগানে আমি মিলিয়েছি গলা
আমার প্রাণের বাঁশি তোমার মনের ঘরে দিয়ে গেছে দোলা
যদি না আসতে তুমি মিছিলের মাঝখানে, হে আমার প্রিয়তমা
হয়তো হতো না আমাদের দেখা

তুমি আজ কাছে নেই তাই বলে আমি আজ হবো না তো একা।।

আরো পড়ুন

০৪ জুন ২০০৮
গফরগাঁও ময়মনসিংহ

Leave a Comment

error: Content is protected !!