
ছোট থেকে বড় হয়েছি,
তোমায় দেখে খালামনি
তুমি ছিলে অনুপ্রেরণার
সবার মধ্যমনি।
বুকের মাঝের কষ্টটাকে
মাটি চাপা দিয়ে
জয় করেছ সুখটাকে
ভালোবাসা দিয়ে।
তোমার স্নেহ ভালোবাসা
আজো মনে পড়ে,
বারবার তাই ছুটে যাই
তোমার ছোট ঘরে।
পরম যত্নে আদর করে
আগলে রাখতে ছায়াতলে
সব ধরনের আবদারগুলো
করতাম তোমার কাছে।
কষ্ট পেলে তোমার কাছে
নিমিষেই যেতাম চলে
তুমি তখন ভালোবেসে
দূর করতে কষ্টটাকে।
খালামনি হলেও তুমি
ছিলে মায়ের মতো
তোমার কাছে মাথা রাখলে
পরান জুড়ায় যেত।
দুই ছেলেকে ক্যাডার করে
দেখিয়েছো এই সমাজটাকে
কষ্টটাও তোমার কাছে
নত হয়ে হার মেনেছে।
আজ তুমি আমাদের ছেড়ে
তারা হলে দূর আকাশে
তোমার দ্যুতি ছড়িয়ে পড়লো
এই জগত সংসারে।
শাহেরা খাতুন ছোট্ট নামে
তোমায় এখন সবাই চেনে
রত্নগর্ভা মা হয়ে
থাকবে তুমি সবার মনে।
ফুলকিবাজ ডট কমে অতিথি লেখক হিসেবে রাজনৈতিক বিশ্লেষণ, কলাম, অনুবাদ, নিবন্ধ ও প্রবন্ধ লেখায় সম্মতি জ্ঞাপন করেছেন পূরবী সম্মানিত, ইভান অরক্ষিত, রনো সরকার, দিল আফরোজ, অনাবিলা অনা এবং রণজিৎ মল্লিক। এছাড়াও আরো অনেকের লেখা এখানে প্রকাশ করা হয়।