
ভব মায়া ছেড়ে
চলে গেছো ওপারে
মোরে একা করে
আপনি ছিলে মোর
মাতা পিতা আপন পর
সর্ব থেকে অধিকতর।
মোর হৃদয় ভিতরে
তোমার বসবাস সর্ব জুড়ে
কি করে ভুলব তোমারে
সুখে দুঃখে সর্ব ক্ষণে
ছিলে তুমি মোর সনে
দৃঢ় আস্থার ছাতি বুনে
যতই দুঃখ আসুক নেমে
সুখ পায় আস্থার শিকড়ে গিয়ে
নানী নামের বটবৃক্ষ তলে।
আজি মোরে নিঃস্ব করে
নিষ্ঠুর ধরণী মাঝে
চলে গেলে কোন না ফেরার দেশে
এখন করিব কি
দুঃখ যদি আসে হয়ে জীবন সঙ্গী
ওগো মমতাময়ী নানী।
ফুলকিবাজ ডট কমে অতিথি লেখক হিসেবে রাজনৈতিক বিশ্লেষণ, কলাম, অনুবাদ, নিবন্ধ ও প্রবন্ধ লেখায় সম্মতি জ্ঞাপন করেছেন পূরবী সম্মানিত, ইভান অরক্ষিত, রনো সরকার, দিল আফরোজ, অনাবিলা অনা এবং রণজিৎ মল্লিক। এছাড়াও আরো অনেকের লেখা এখানে প্রকাশ করা হয়।