মমতাময়ী বটবৃক্ষের মতো নানী

সেলিমুল হাসান

ভব মায়া ছেড়ে
চলে গেছো ওপারে
মোরে একা করে
আপনি ছিলে মোর
মাতা পিতা আপন পর
সর্ব থেকে অধিকতর।

মোর হৃদয় ভিতরে
তোমার বসবাস সর্ব জুড়ে
কি করে ভুলব তোমারে
সুখে দুঃখে সর্ব ক্ষণে
ছিলে তুমি মোর সনে
দৃঢ় আস্থার ছাতি বুনে
যতই দুঃখ আসুক নেমে
সুখ পায় আস্থার শিকড়ে গিয়ে
নানী নামের বটবৃক্ষ তলে।

আজি মোরে নিঃস্ব করে
নিষ্ঠুর ধরণী মাঝে
চলে গেলে কোন না ফেরার দেশে
এখন করিব কি
দুঃখ যদি আসে হয়ে জীবন সঙ্গী
ওগো মমতাময়ী নানী।

Leave a Comment

error: Content is protected !!