“স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে” কাব্যগ্রন্থের সাম্যবাদী সমাজের জয়গান ফুটে উঠেছে
সৈয়দা নাজনীন আখতার লেখক ও কবি তরুণ কবি দোলন প্রভার চিন্তা চেতনার গভীরতা মহাসাগরের মতো। তিনি তাঁর কবিতার ভুবন নির্মাণ করেছেন বাস্তবতার সুকঠিন উপকরণে। তাঁর ‘স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে’ আমার হাতে এসেছে প্রায় আট মাস আগে। কাব্যগ্রন্থটি পড়ে আমি বিমোহিত। কারণ যেমন তার নির্মেদ নির্মোহ ভাষার বুনন, তেমনি তার চিন্তার প্রাখর্য। নানা ব্যস্ততার কারণে … Read more