রাত্রি — ওলে সোয়েঙ্কা
আমার কপালে, রাত্রি, তোমার ভারী হাত।আমি মেঘের মতো পারদ হৃদয় সহ্য করি না,তোমার সূক্ষ্ম কর্ষণকে অধিক জটিল করবার সাহসও করি না। নারী যেন এক ঝিনুক, সমুদ্রের ধারে আধেক চাঁদ।আমি দেখলাম তোমার ঈর্ষান্বিত চোখ সমুদ্রের আলোক বিচ্ছুরণনিভিয়ে ফেলছে, অবিরাম নাচছে তরঙ্গের নাড়ি। এবং আমি দাঁড়ালাম,শিকড়ে ফিরে যাওয়া সমর্পিত নিষ্কাশিতবালি, রক্ত ও নুনের মতো। রাত্রি, তুমি বৃষ্টির … Read more