হারিয়ে যাওয়া শিকড় খুঁজতে এসে দেখি
নদীর ঢালে কাতরাচ্ছে একটি তিতির পাখি,
শিকড়ের টানে খুঁটে খুঁটে খাচ্ছে
কোনো এক ঘাসফল, একটি নাটাবটের,
মাত্র আধা মাইল পথ পাড়ি দিয়ে এসেছে
এ কোন ফলের সন্ধানে?
এতো তীব্রতা থাকে কোন হৃদয়ের টানে
দীর্ঘ ছয় দশক পর পরবর্তী প্রজন্মের এক অর্ধভগ্ন তরুণ আমি
ফিরেছি পিতামাতার শৈশবের মাঠে;
শুরু থেকে শেষ রেখা পর্যন্ত মানুষ ক হাজার মাইল পথ হাঁটে?
ফেলে আসা কলকাতা,
ঢাকা চাটগাঁ কিংবা ঠাকুরগাঁ
বা এসবের থেকে আরো দূরে
ছোট একটি স্টেশন সামসি
অর্থহীন অনুপ্রাসে পূর্ণ এই স্টেশনের তীরে মালদহ
যেন শিয়ালদহ, শিলাইদহ, ঝিনাইদহ, পোড়াদহ’র
পাশে সমগ্র বাংলাদেশ ছুঁয়ে দেখি এই সামসিতে
কেন ট্রেনগুলো এইখানে হাহাকার করে উঠে?
ভালবাসা মানুষকে আদৌ আটকে রাখতে পারে?
ঘৃণা মানুষকে কত দূরে ঠেলতে পারে?
কুত্তা জিন্নাহ আর গান্ধীপোকার গণহত্যার খেসারত দেয় কারা?
হায়রে দেশভাগ!
ঋত্বিক ঘটক, তোমার যন্ত্রণা কী খুব বেশি ছিলো?
আমার পিতার চেয়েও তুমি কী খুব কষ্ট পেয়েছিলে?
আমার পিতার মুখে যন্ত্রণার ক্ষত ছিলো,
যেন খুবলে খেয়েছে কোনো মাংসাশী প্রাণি আমার পিতার মুখ
যে বাঙলায় জন্মায় সে দুটো বাংলা পায় কেন?
মানুষের শক্তি বেশি নাকি ইতিহাসের, নাকি ভাইরাসের?
হে আগামি দিনের ইতিহাস?
তুমি কি জানো এইসব ভাঙচুরের শেষ কোথায়?
রাষ্ট্র টুকরো হলে কেন গরিবের কষ্ট বাড়ে?
রাষ্ট্র ভাঙলে কেন অভাবী অভাবে পড়ে?
রাষ্ট্র কেন নিপীড়ক সাজে?
তাই আজো আমি দেখি জীবনের শক্তিতে
দণ্ডায়মান কিছু মানুষ
আর ভাবি
একটি নাটাবটের একটি তিতির হবে একটি সেতু
দুই বাঙলার মাঝখানে;
যে সেতু মানুষের তৈরি বিভেদকে নিশ্চিহ্ন করে দেবে।
আরো পড়ুন
- ৫৬,০০০ বর্গমাইল
- পরাজিত শ্রমিক
- স্বদেশ শ্মশান
- সমাজতন্ত্র আকাশ থেকে পড়ে না
- আমাদের আশাগুলোর বয়স বাড়ে না
- একটি নাটাবটের একটি তিতির হবে একটি সেতু
- ভিখারিনী থেকে জ্যান্ত পুঁজির দানব, কলকাতা
- হাজার বছর পরে মুক্তির উৎসব
- যৌথতার গান
- জীবনের নব সূর্যস্নান
- আমাদের অম্লান চেতনা
- আমার হৃদয় কোনো দেয়াল মানে না
- পিতৃভূমি, তোমার হৃদয়ে আলো জ্বেলে আমাদের ক্রমমুক্তি হবে
- তুমি আসবেই আমার শ্রেণিহীন রক্তে
- আমরা সেদিন, বহুদিন তারপর কিছুদিন জীবনের গল্প বলেছি
২৬ সেপ্টেম্বর ২০০৮
বমপাল, সামসি, মালদহ, পশ্চিমবঙ্গ
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক ও গবেষক। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা এগারটি। ২০০৪ সালে কবিতা গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি পাঠকের সামনে আবির্ভূত হন। ‘সমাজতন্ত্র’ ও ‘মার্কসবাদ’ তাঁর দুটি পাঠকপ্রিয় প্রবন্ধ গ্রন্থ। সাহিত্য ও রাজনীতি বিষয়ে চিন্তাশীল গবেষণামূলক লেখা তাঁর আগ্রহের বিষয়।