ভারতীয় রাষ্ট্রচিন্তা

ভারতীয় রাষ্ট্রচিন্তা (ইংরেজি: Indian Political Thought) বলতে বোঝানো হয় ভারতের অভ্যন্তরে গত আড়াই হাজার বছরে যেসব রাষ্ট্রচিন্তক রাষ্ট্রচিন্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাঁদের চিন্তাধারাকে। ভারতের রাষ্ট্রচিন্তায় সামন্তবাদ প্রতিষ্ঠার পরে থেকে অবদান রেখেছেন কোটিল্য। তাঁর দণ্ডনীতি ও সপ্তাঙ্গ তত্ত্ব নিয়ে আলোচনা রয়েছে। অর্থশাস্ত্র তাঁর গুরুত্বপূর্ণ গ্রন্থ। সামন্তবাদী ভারতের রাষ্ট্রচিন্তায় সার্বভৌম শক্তি ও রাজতন্ত্রের তত্ত্ব এবং রাষ্ট্র ও প্রশাসন নিয়ে আলোচনা রয়েছে।

রামমোহন রায়ের উদার দৃষ্টিভঙ্গি এবং স্বামী বিবেকানন্দের মানুষ সৃষ্টি, জাতি তৈরি ও সমাজতান্ত্রিক চিন্তাধারা ভারতের রাষ্ট্রচিন্তায় গুরুত্বপূর্ণ সংযোজন। রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধী পাশ্চাত্য সভ্যতা ও রাষ্ট্রের সমালোচনা করেছেন। জওহরলাল নেহরু এবং সুভাষচন্দ্র বসু গণতন্ত্র ও সমাজতন্ত্র নিয়ে আলোচনা করেছেন। স্যার সৈয়দ আহমদ খান আলোচনা করেছেন জাতীয়তাবাদ প্রসঙ্গে। বি আর আম্বেদকর আলোচনা করেছেন বিকল্প জাতীয়তাবাদ নিয়ে। এসব বিষয় নিয়েই গড়ে উঠছে ভারতীয় রাষ্ট্রচিন্তা ও তার বিভিন্ন রূপ।

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালইয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্সের দ্বিতীয় সেমিস্টারের ভারতীয় রাষ্ট্রচিন্তা (ইংরেজি: Indian Political Thought) এবং নেতাজী সুভাষ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভারত ও দক্ষিণ এশিয়ার রাষ্ট্রচিন্তা ও সমাজচিন্তা বিষয়ক সিলেবাস অনুসারে এই পাতাটি সাজানো হয়েছে। তবে সাধারণ পাঠকদের কথা চিন্তা করেও এখানে আলোচনা করা হয়েছে। আপনারা প্রতিটি লেখার লিংকে ক্লিক করে বিস্তারিত পড়তে পারবেন।

কৌটিল্য

২. সামন্তবাদী ভারতের রাষ্ট্রচিন্তা: সার্বভৌম শক্তি ও রাজতন্ত্রের তত্ত্ব; রাষ্ট্র ও প্রশাসন

রামমোহন রায়

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৪. স্বামী বিবেকানন্দ: মানুষ সৃষ্টি; জাতি তৈরি ও সমাজতন্ত্র

রবীন্দ্রনাথ ঠাকুর

মোহনদাস গান্ধী

জওহরলাল নেহরু

সুভাষচন্দ্র বসু

৭. সৈয়দ আহমদ খান: জাতীয়তাবাদ

৮. বি আর আম্বেদকর: বিকল্প জাতীয়তাবাদ।

error: Content is protected !!