পরাজিত শ্রমিক

হেঁটে হেঁটে পেরিয়ে গেছি সীমান্তের হালকা কাঁটাতার।

আড়মোড়া ভেঙে ভেঙে দিনগুলো হারিয়ে গেলে
পদতলে থেঁতলে গেছে আমূল পাথর;
এই ভাঙা পথে বুঝি পড়ে থাকে জ্ঞানবৃক্ষের কাঁচাপাকা ফল?

কোন পথে হেঁটে গেলে চিবুকের নিচে দাগ হয়?
কোন পথে প্রাণেদের সাড়া পড়ে অবিরাম?

বহুকোষী টাকাগুলো শ্রমিকের ঘাড়ে চড়ে চেঁচিয়ে বলে
‘পরমাণু বোমা হলো মানুষের বাপ’!!!

আরো পড়ুন

২৫ আগস্ট, ২০১৩;
চৌরঙ্গী মোড়, ময়মনসিংহ।

Leave a Comment

error: Content is protected !!