স্বদেশ শ্মশান

এলোমেলো লাশ
বাংলার আকাশ
কে দিতে পারে
সজীব বাতাস

এক গলা দুঃখ
মার খালি বুক
লুট হওয়া প্রাণ
স্বদেশ শ্মশান

আগুনের শিখা
রাখে নাক লিখা
রাখে পোড়া ছাই
বোঝে না ধানাই

এখনো কী আছে
একফোঁটা ভালো
এনে দিতে পারে
যা কিছু জ্বালালো।।

আরো পড়ুন

২৫ নভেম্বর, ২০১২;
ময়মনসিংহ; বাংলাদেশ।

Leave a Comment

error: Content is protected !!