সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা বা সমকালীন রাষ্ট্রচিন্তা হচ্ছে উনিশ ও বিশ শতকের গোটা দুনিয়ায় প্রচারিত ও অনুশীলনকৃত রাষ্ট্রচিন্তার বহুবিধ উপাদানসমূহ। এই সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা বিষয়টি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পঠিত বিষয়।
বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের কোর্স নং ৩১১৯০১-এর সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা (ইংরেজি: Recent Political Thought) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক কালের রাষ্ট্রচিন্তা ও সমাজচিন্তা বিষয়ক সিলেবাস অনুসারে এই পাতাটি সাজানো হয়েছে। তবে সাধারণ পাঠকদের কথা চিন্তা করেও এখানে আলোচনা করা হয়েছে। আপনারা প্রতিটি লেখার লিংকে ক্লিক করে বিস্তারিত পড়তে পারবেন।
সাম্প্রতিক বা সমকালীন রাষ্ট্রচিন্তার অন্তর্ভুক্ত বিষয়সমূহ হচ্ছে সাম্প্রতিককালের ভাববাদী দার্শনিক কান্ট এবং হেগেলের রাষ্ট্রচিন্তা। এছাড়াও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের অনুশীলন হতে উদ্ভূত কার্ল মার্কস, ফ্রিডরিখ এঙ্গেলস, ভি আই লেনিন, জোসেফ স্তালিন এবং মাও সেতুংয়ের রাষ্ট্রচিন্তাসমূহ সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার অন্তর্ভুক্ত। সংশোধনবাদী নেতা বের্নস্তাইনের সংশোধনবাদী চিন্তা, জ্যাঁ পল সার্ত্রের অস্তিত্ববাদ, বার্ট্রান্ড রাসেল, কার্ল কাউটস্কি এবং সিমোন দ্য বুভুয়ার চিন্তা সাম্প্রতিক রাষ্ট্রচিন্তাকে প্রভাবিত করেছে। গণতন্ত্র, সমাজতন্ত্র এবং উত্তর আধুনিকতাবাদের সাম্প্রতিক প্রবণতা এই বিষয়টির ধারনা গঠনে প্রভাব ফেলেছে।
অন্তর্ভুক্ত বিষয়সমূহ
ভাববাদ
- ভাববাদ কী,
- ভাববাদী দর্শন,
- বস্তুবাদ প্রসঙ্গে
- বস্তুবাদ ও ভাববাদ
ইমানুয়েল কান্ট
ফ্রিডরিখ হেগেল
- ফ্রিডরিখ হেগেলের জীবনী,
- হেগেলের রাষ্ট্রচিন্তা বা রাষ্ট্রচিন্তায় হেগেলের অবদান,
- হেগেলের রাষ্ট্রচিন্তার মূল্যায়ন,
- হেগেলবাদ কী, হেগেলবাদের গুরুত্ব ও তাৎপর্য আলোচনা,
- হেগেলের সাথে সক্রেটিস, মার্কস ও এঙ্গেলসের দ্বন্দ্ববাদ বিষয়ক আলোচনা,
- হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতি বা দ্বন্দ্ববাদ,
- হেগেলের জাতীয় রাষ্ট্রের ধারণা,
- হেগেলবাদী রাষ্ট্রতত্ত্ব,
- হেগেলীয় রাষ্ট্র,
- হেগেলের আইনতত্ত্ব,
- স্বাধীনতা সম্পর্কে হেগেলের ধারণা,
- সংবিধান, সার্বভৌমত্ব ও সরকার সম্পর্কে হেগেলবাদী মতের আলোচনা,
- হেগেলের রাষ্ট্রদর্শনে ব্যক্তির স্থান,
- ফ্রিডরিখ হেগেলের সুশীল সমাজ ধারণাটির ব্যাখ্যা,
- হেগেলের সুশীল সমাজ সংক্রান্ত ধারণার প্রভাব,
সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা ও বৈজ্ঞানিক সমাজতন্ত্র
- কল্পলৌকিক সমাজতন্ত্র
- বৈজ্ঞানিক সমাজতন্ত্র বা সমাজতন্ত্র
- ইতিহাসের বস্তুবাদী ধারণা বা ঐতিহাসিক বস্তুবাদ
কার্ল মার্কস
- কার্ল মার্কসের জীবনী,
- মার্কসবাদ কী?
- মার্কসবাদী দর্শন-এর একটি সাধারণ রূপরেখা,
- মার্কসবাদের তিনটি উৎস: যথা: ক. ধ্রুপদী জার্মান দর্শন, খ.ফরাসি কল্পলৌকিক সমাজতন্ত্র ও গ. ব্রিটিশ রাজনৈতিক অর্থনীতি।
- মার্কসবাদের তিনটি উপাদান, যথা: ক. দ্বান্দ্বিক বস্তুবাদ, খ.শ্রেণিসংগ্রাম ও গ. উদ্বৃত্ত মূল্য তত্ত্ব।
- ধ্রুপদী জার্মান দর্শনের সমালোচনা।
ফ্রিডরিখ এঙ্গেলস
ভি আই লেনিন
- ভি আই লেনিনের জীবনী,
- লেনিন রচনাবলী: ক. রাশিয়ায় পুঁজিবাদের বিকাশ, খ. কী করতে হবে? গ. বস্তুবাদ ও প্রত্যক্ষ-বিচারবাদ, ঘ. এপ্রিল থিসিস, ঙ. রাষ্ট্র ও বিপ্লব।
- লেনিনবাদ কাকে বলে?
- লেনিনবাদের ভিত্তি ও প্রকৃতি,
লেনিনবাদী পার্টি
- লেনিনবাদী বলশেভিকবাদী কমিউনিস্ট পার্টি,
- গণতান্ত্রিক কেন্দ্রীকতাবাদ কাকে বলে?
- ভ্যানগার্ডবাদ বা ভ্যানগার্ড পার্টি,
- সাম্যবাদী প্রচারণা সম্পর্কে নীতি,
- পার্টি শৃঙ্খলা সম্পর্কে,
মার্কসবাদের বিকাশে লেনিন
জোসেফ স্তালিন
মাও সেতুং
সংশোধনবাদ
সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা ও অস্তিত্ববাদ
জ্যাঁ পল সার্ত্রে
বার্ট্রান্ড রাসেল
কার্ল কাউটস্কি
সিমোন দ্য বুভুয়া