একটি সকাল জানিয়েছে একটি শালিককে
আজ পূর্ণিমা!
মাঘের স্বচ্ছ রূপালি রাতে
যে শিশুরা পরিচয়হীন
তারা মাতাপিতার ভালবাসাবঞ্চিত
যে সংসারী নরনারীদের সংসার ভেঙেছে ইদানীং
তারা দৈনন্দিন কর্মবঞ্চিত
যে বৃদ্ধদের আর্থ সামাজিক নিশ্চয়তা নেই
তারা শীতের যন্ত্রণায় অর্ধমৃত
যেসব তরুণ তরুণীরা সঙ্গীবিহীন
তারা যৌবনের উত্তেজনায় কর্মক্লান্ত
যে মানুষটি ক্ষুধার্ত
সে সেঁকা রুটির কাল্পনিক ঘ্রাণ নিয়ে ঘুমোতে যাচ্ছে।
আর সেই পরিবারগুলো
যাদের ঘরবাড়ি হারিয়েছে পোড়ো ছাইয়ের স্তুপে
তারা জানে শীতের রাতে
পারিবারিক ভালবাসার কথামালা
চাঁদের চিন্তামালা
নদীর রূপালি জলের বহুবর্ণিল বর্ণমালা
আগুনের বিদ্যাচর্চা
রক্তের নোনা স্বাদে সভ্যতা নির্মাণের লড়াই
অহোরাত্র পরিশ্রমের পর বিশ্রামের ব্যর্থতা
খোশগল্পের শুরুতে সিগারেটের সুখটান এবং
আরো অনেক কিছুর মধ্যে
মাঘের রাতে বেঁচে থাকতে হলে
আমাদের অনেকগুলো সুন্দর নান্দনিক সমতাঘর দরকার।
আরো পড়ুন
- সুন্দর নান্দনিক সমতাঘর
- তোমার বিজয় সমতার জয়
- ঐ পারে স্বপ্নগতিগাড়ি
- আমরা দুজনে স্বপ্নের আবছা আলো দেখি
- শোনা যায় সেই ডাক, ভালোবাসি
- সম্পর্ক, মানে শক্তির নিত্যতা
- তুমি আসবেই আমার শ্রেণিহীন রক্তে
- আমরা সেদিন, বহুদিন তারপর কিছুদিন জীবনের গল্প বলেছি
- প্রত্যাশার স্বাপ্নিক আমরা ফেরি করি আশার আলো
- বেদনার নীল রঙে রাঙানো কষ্টগুলো
- সৃষ্টির শব্দে মুখরিত আমাদের যৌথ খামার
- সরসী
- On First Looking into Chapman’s Homer কবিতার মূলভাব ও সারমর্ম
- ফ্যানির প্রতি, জন কিটসের Ode To Fanny কবিতার অনুবাদ
০৯ ফেব্রুয়ারি, ২০০৯
গফরগাঁও ময়মনসিংহ
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক ও গবেষক। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা এগারটি। ২০০৪ সালে কবিতা গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি পাঠকের সামনে আবির্ভূত হন। ‘সমাজতন্ত্র’ ও ‘মার্কসবাদ’ তাঁর দুটি পাঠকপ্রিয় প্রবন্ধ গ্রন্থ। সাহিত্য ও রাজনীতি বিষয়ে চিন্তাশীল গবেষণামূলক লেখা তাঁর আগ্রহের বিষয়।