সুন্দর নান্দনিক সমতাঘর

একটি সকাল জানিয়েছে একটি শালিককে
আজ পূর্ণিমা!
মাঘের স্বচ্ছ রূপালি রাতে
যে শিশুরা পরিচয়হীন
তারা মাতাপিতার ভালবাসাবঞ্চিত
যে সংসারী নরনারীদের সংসার ভেঙেছে ইদানীং
তারা দৈনন্দিন কর্মবঞ্চিত
যে বৃদ্ধদের আর্থ সামাজিক নিশ্চয়তা নেই
তারা শীতের যন্ত্রণায় অর্ধমৃত
যেসব তরুণ তরুণীরা সঙ্গীবিহীন
তারা যৌবনের উত্তেজনায় কর্মক্লান্ত
যে মানুষটি ক্ষুধার্ত
সে সেঁকা রুটির কাল্পনিক ঘ্রাণ নিয়ে ঘুমোতে যাচ্ছে।

আর সেই পরিবারগুলো
যাদের ঘরবাড়ি হারিয়েছে পোড়ো ছাইয়ের স্তুপে
তারা জানে শীতের রাতে
পারিবারিক ভালবাসার কথামালা
চাঁদের চিন্তামালা
নদীর রূপালি জলের বহুবর্ণিল বর্ণমালা
আগুনের বিদ্যাচর্চা
রক্তের নোনা স্বাদে সভ্যতা নির্মাণের লড়াই
অহোরাত্র পরিশ্রমের পর বিশ্রামের ব্যর্থতা
খোশগল্পের শুরুতে সিগারেটের সুখটান এবং
আরো অনেক কিছুর মধ্যে
মাঘের রাতে বেঁচে থাকতে হলে
আমাদের অনেকগুলো সুন্দর নান্দনিক সমতাঘর দরকার।

আরো পড়ুন

০৯ ফেব্রুয়ারি, ২০০৯
গফরগাঁও ময়মনসিংহ

Leave a Comment

error: Content is protected !!