ময়মনসিংহে উইকিপিডিয়া সম্প্রদায়ের প্রথম অফলাইন মিটআপ অনুষ্ঠিত

ময়মনসিংহে বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের প্রথম অফলাইন মিটআপ অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ জানুয়ারি শনিবার বিকাল ৩টায় ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার সামনের চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নানা ধরনের কার্যক্রমের পরে এটিই ছিলো ময়মনসিংহ সম্প্রদায়ের প্রথম অফলাইন সাক্ষাতপর্ব। কোভিড ১৯ মহামারির কারণে এই সম্প্রদায়ের ৩টি মিটআপ অনলাইনে গুগল মিট ও জুমে করা হয়েছিলো।

২০০৪ খ্রিস্টাব্দের ২৭ জানুয়ারি বাংলা উইকিপিডিয়া প্রথম যাত্রা শুরু করে। বাংলা ভাষায় বিশ্বকোষের সব বিষয় নিয়ে নানা নিবন্ধ তৈরি হতে থাকে। দেশের বিভিন্ন জেলা থেকে উইকিপিডিয়ানগণ যুক্ত হন এবং ক্ষুদ্র ক্ষুদ্র অবদান রাখেন। বর্তমানে বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগে বাংলা উইকিপিডিয়ার সম্প্রদায় আছে। ময়মনসিংহ শহরে গত বছর বাংলা উইকিপিডিয়ার সম্প্রদায় কাজ শুরু করেছিল এবং চলতি বছর অফলাইন কাজ জানুয়ারি মাস থেকে শুরু হলো।

১৫ জানুয়ারি ময়মনসিংহে উইকিপিডিয়া সম্প্রদায়ের মিটআপে উপস্থিত ছিলেন সমন্বয়ক দোলন প্রভা, সহ-সমন্বয়ক নাহিয়ান, স্বেচ্ছাসেবক লেখক অনুপ সাদি ও ব্যবহারকারী সম্পাদক গালিব হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন কবি সরকার আজিজ, গল্পকার হান্নান কল্লোল, ছাত্রী জাকিয়া সুলতানা মুন্নি, ছাত্র আব্দুল খালেক ও মাইব।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলেই নিজেদের মধ্যে পরিচিত হন। উপস্থিত উইকিপিডিয়ানগণ বাংলা উইকির সাথে পরিচয় কীভাবে হয়েছে সেটা নিয়ে কিছুক্ষণ আলোচনা করেন। তারা জানান, একটু একটু করে নিজেদের পছন্দের ও প্রয়োজনীয় নিবন্ধগুলোতে তথ্য যুক্ত করা, বানান সংশোধন, ছবি যুক্ত করা ইত্যাদি কাজের মাধ্যমে অবদান রাখতে শুরু করেন অনেকেই। এই উইকিপিডিয়া নিয়ে নিজেদের ছোট ছোট অভিজ্ঞতার কথাও তারা প্রকাশ করেন। এছাড়াও বাংলা উইকিপিডিয়াকে কীভাবে সমৃদ্ধ করা যায় সেই বিষয়েও সাক্ষাত পর্বে বেশ কিছু কথা হয়।

শনিবারে অনুষ্ঠিত ময়মনসিংহে উইকিপিডিয়া সম্প্রদায়ের এই মিটআপটি ছিলো উন্মুক্ত, তাই যারা উইকিপিডিয়া সম্পর্কে স্বচ্ছ ধারনা রাখেন না, তারাও অংশ নিয়েছিলেন। বাংলা উইকিপিডিয়াতে দীর্ঘ এক দশক কাজ করা অভিজ্ঞ উইকিপিডিয়ান অনুপ সাদি উইকিপিডিয়ায় সম্পাদনা করা সম্পর্কে প্রাথমিক ধারণা দেন। সহজে তথ্যকে পাঠকের মাঝে কীভাবে ছড়িয়ে দেওয়া যায় তা নিয়েও তিনি আলোচনা করেছেন।

বাংলা উইকিপিডিয়ায় কীভাবে তথ্য যুক্ত করা যায় এবং উইকিমিডিয়া কমন্সে ছবি আপলোড বিষয়ে আলোচনা করেছেন দোলন প্রভা। বাংলা উইকিপিডিয়ায় বৈচিত্র্যপূর্ণ নিবন্ধ তৈরির অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন নাহিয়ান। আরো উপস্থিত যারা ছিলেন তাঁদের কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন প্রাবন্ধিক অনুপ সাদি।

ময়মনসিংহে উইকিপিডিয়া সম্প্রদায়ের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে উক্ত সাক্ষাতপর্বে বেশ কিছু কথা হয়। ময়মনসিংহ জেলা সদরদপ্তরের আশেপাশের উপজেলাগুলোর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর ছবি তোলা; সেইসব স্থাপনা থেকে তথ্য সংগ্রহ করে বাংলা উইকিপিডিয়ায় যুক্ত করে নিবন্ধকে সুন্দর করার বিষয়ে আলোচনা করা হয়। প্রত্যেকের প্রশ্ন, উত্তর ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্যে দিয়ে একটি প্রাণবন্ত সাক্ষাতপর্ব পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অনুষ্ঠিত হয়।

Leave a Comment

error: Content is protected !!