তোমার বিজয় সমতার জয়

পৌষের পূর্ণিমা রাতে ভরা চাঁদ হতে যে আলো আসে
তেমনি সুন্দর খবরটি আমাকে ছড়িয়ে দেয় তোমার চারপাশে।
যে পৃথিবী আন্দোলিত হয় তার উপগ্রহ চাঁদের আলোয়
তারও চেয়ে পুলকিত আমি আজ তোমার সখ্যমেলায়।
সূক্ষ্ম সুতার মতো আকাশ হতে যে কুয়াশা ঝরে পড়ে
তারও চেয়ে সূক্ষ্মতম ঘটনা আমাদের জীবনে উড়াউড়ি করে।

যে মধুর শব্দে বাজে বাঁশি আর পিয়ানোর সুর
তোমার সংবাদের ধ্বনি তারও চেয়ে অতি সুমধুর
প্রত্যাশিত যে বিজয় আসেনি আজো সর্বহারা
তাদের আকাঙ্ক্ষাতে বিজয় মিলবে আজকে তোমার
যে বঙ্গসাগরে আজ উঠেছে তীব্রতম জোয়ারের বেগ
তারও চেয়ে গতিময় আজ তোমার ছোট্ট আবেগ
যে মানুষ বহুদিন নির্বাক থাকার পরে কথা বলে উঠে
তার শব্দময় ধ্বনিপুঞ্জের চেয়েও তুমি গতির রকেটে
যে গান বাঙলার গায়েন গেয়ে চলে একতারা দোতারায়
সে গানের চেয়েও সুরেলা আমার গান তোমার গলায়।

তুমি আজ যা কিছু বল না কেন আমি রাগ করব না
আমি শুধু শুনবো তোমার সেইসব স্বপ্নের স্বর্ণজালবোনা
যে কথা শুধু বিজয়ীরাই বলতে পারে বিজয়ের পরক্ষণে
তাই আজ আমিও স্বপ্ন দেখি তোমার বিজয়ের অংশগ্রহণে
একদিন এই দেশে হয়তো তোমার আজকের বিজয়
এনে দেবে একদিন আমাদের প্রত্যাশিত সমতার জয়।

আরো পড়ুন

১০ জানুয়ারি ২০০৯
গফরগাঁও ময়মনসিংহ

Leave a Comment

error: Content is protected !!