মাঝখানে ব্রহ্মপুত্র নদী, ঐ পারে তোমাদের বাড়ি
এপারে রুগ্ন বাংলাদেশ ঐ পারে স্বপ্নগতিগাড়ি
গাড়ি ডাকে যাবি চল ছেড়ে দাও বন্দিশালা ঘর
কোলাহলে হল্লাবোলে ভরে দাও গ্রাম ও শহর
কিছু দূরে তোমার বসতি সার্বভৌম নিদয়ার চর
সেই চরে বসত করে আশা আর সংগ্রামী আলো
হাঁটা পথ লড়াইয়ের মাঠে সেও বুঝি ভালো
কে যায় কে যায়, মনে পড়ে সেই যাওয়া আসা
কোন সে অচিন তিথি, পড়ে থাকে কার ভালোবাসা
কী খবর নিয়ে ঘোরাফেরা, কোন সে নতুন বছর
অতিথি পাখিরা আসে আরো আসে সূর্যের স্বর
গান গাও ছবি আঁকো আরো আঁকো বাড়ি বেদনার
সে বাড়ি জ্বালুক আলো তাড়িয়ে ফিরুক অন্ধকার
দাও দাও দাও দাও, পাল্টাও পুরনো শ্লোগান
কাকে ভালোবাসো আর কার কণ্ঠে বাজে নয়া গান
সে কি বাজে, সে কি পাজি, সে বলে নোংরা কথা
নতুন প্রযুক্তি আনো, ঝেড়ে ফেল পুরনো নৈতিকতা
বানাও নতুন নীতি, গড়ে তোলো লড়াইয়ের নতুন কৌশল
আমাদের গোলাঘরে নতুন সময় আসুক
নতুন কালের নব কলেবরে নতুন দিনের ফলাফল।
আরো পড়ুন
- সুন্দর নান্দনিক সমতাঘর
- তোমার বিজয় সমতার জয়
- ঐ পারে স্বপ্নগতিগাড়ি
- আমরা দুজনে স্বপ্নের আবছা আলো দেখি
- শোনা যায় সেই ডাক, ভালোবাসি
- সম্পর্ক, মানে শক্তির নিত্যতা
- তুমি আসবেই আমার শ্রেণিহীন রক্তে
- আমরা সেদিন, বহুদিন তারপর কিছুদিন জীবনের গল্প বলেছি
- প্রত্যাশার স্বাপ্নিক আমরা ফেরি করি আশার আলো
- বেদনার নীল রঙে রাঙানো কষ্টগুলো
- সৃষ্টির শব্দে মুখরিত আমাদের যৌথ খামার
- সরসী
- On First Looking into Chapman’s Homer কবিতার মূলভাব ও সারমর্ম
- ফ্যানির প্রতি, জন কিটসের Ode To Fanny কবিতার অনুবাদ
০১ জানুয়ারি ২০০৯
গফরগাঁও ময়মনসিংহ
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক ও গবেষক। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা এগারটি। ২০০৪ সালে কবিতা গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি পাঠকের সামনে আবির্ভূত হন। ‘সমাজতন্ত্র’ ও ‘মার্কসবাদ’ তাঁর দুটি পাঠকপ্রিয় প্রবন্ধ গ্রন্থ। সাহিত্য ও রাজনীতি বিষয়ে চিন্তাশীল গবেষণামূলক লেখা তাঁর আগ্রহের বিষয়।