ঐ পারে স্বপ্নগতিগাড়ি

মাঝখানে ব্রহ্মপুত্র নদী, ঐ পারে তোমাদের বাড়ি
এপারে রুগ্ন বাংলাদেশ ঐ পারে স্বপ্নগতিগাড়ি
গাড়ি ডাকে যাবি চল ছেড়ে দাও বন্দিশালা ঘর
কোলাহলে হল্লাবোলে ভরে দাও গ্রাম ও শহর
কিছু দূরে তোমার বসতি সার্বভৌম নিদয়ার চর
সেই চরে বসত করে আশা আর সংগ্রামী আলো
হাঁটা পথ লড়াইয়ের মাঠে সেও বুঝি ভালো
কে যায় কে যায়, মনে পড়ে সেই যাওয়া আসা
কোন সে অচিন তিথি, পড়ে থাকে কার ভালোবাসা
কী খবর নিয়ে ঘোরাফেরা, কোন সে নতুন বছর
অতিথি পাখিরা আসে আরো আসে সূর্যের স্বর
গান গাও ছবি আঁকো আরো আঁকো বাড়ি বেদনার
সে বাড়ি জ্বালুক আলো তাড়িয়ে ফিরুক অন্ধকার
দাও দাও দাও দাও, পাল্টাও পুরনো শ্লোগান
কাকে ভালোবাসো আর কার কণ্ঠে বাজে নয়া গান
সে কি বাজে, সে কি পাজি, সে বলে নোংরা কথা
নতুন প্রযুক্তি আনো, ঝেড়ে ফেল পুরনো নৈতিকতা
বানাও নতুন নীতি, গড়ে তোলো লড়াইয়ের নতুন কৌশল
আমাদের গোলাঘরে নতুন সময় আসুক
নতুন কালের নব কলেবরে নতুন দিনের ফলাফল।

আরো পড়ুন

০১ জানুয়ারি ২০০৯
গফরগাঁও ময়মনসিংহ

Leave a Comment

error: Content is protected !!