সুন্দর নান্দনিক সমতাঘর
একটি সকাল জানিয়েছে একটি শালিককেআজ পূর্ণিমা!মাঘের স্বচ্ছ রূপালি রাতেযে শিশুরা পরিচয়হীনতারা মাতাপিতার ভালবাসাবঞ্চিতযে সংসারী নরনারীদের সংসার ভেঙেছে ইদানীংতারা দৈনন্দিন কর্মবঞ্চিতযে বৃদ্ধদের আর্থ সামাজিক নিশ্চয়তা নেইতারা শীতের যন্ত্রণায় অর্ধমৃতযেসব তরুণ তরুণীরা সঙ্গীবিহীনতারা যৌবনের উত্তেজনায় কর্মক্লান্তযে মানুষটি ক্ষুধার্তসে সেঁকা রুটির কাল্পনিক ঘ্রাণ নিয়ে ঘুমোতে যাচ্ছে। আর সেই পরিবারগুলোযাদের ঘরবাড়ি হারিয়েছে পোড়ো ছাইয়ের স্তুপেতারা জানে শীতের রাতেপারিবারিক ভালবাসার … Read more