দোলন প্রভার সাংস্কৃতিক অনুষ্ঠানপঞ্জির তালিকা

দোলন প্রভার সাংস্কৃতিক অনুষ্ঠানপঞ্জি বা দোলন প্রভার অংশগ্রহণকৃত সাংস্কৃতিক অনুষ্ঠানের তালিকা হচ্ছে সাংগঠনিকভাবে বিভিন্ন মঞ্চে নাচ, গান, কবিতা, নাটকে অংশগ্রহণের দিন তারিখের একত্রিত প্রকাশ। তিনি গত এক দশকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে কাজ করেছেন। সেইসময় সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে যৌথ ও এককভাবে নিজের সাংস্কৃতিক কাজ উপস্থাপন করেছেন। এইসব সাংস্কৃতিক কর্মকান্ডের বেশিরভাগ তথ্য তিনি নিজে সংরক্ষণ করেছেন।  

দোলন প্রভা (জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯) কবি ও অনলাই ওয়েব সাইটে পরিবেশের উপর বিভিন্ন লেখালেখি করেন। এছাড়াও সাংস্কৃতিক কর্মশালায় অংশগ্রহণসহ সাংগঠনিক দক্ষতা অর্জন করেন। এর প্রতিফলন স্বরূপ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন; নিজেও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মঞ্চে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন। নিম্নে তাঁর অংশগ্রহণকৃত অনুষ্ঠানের তালিকার প্রদান করা হলো।

দোলন প্রভার সাংস্কৃতিক অনুষ্ঠানপঞ্জি-র নৃত্য অংশ

১. নবীন বরণ: [১৫.০৫.২০১৩] আয়োজক- সমাজতান্ত্রিক ছাত্রফন্ট; গান- ধাধিনা নাতিনা (শিল্পীঃ লোপামুদ্রা মিত্র); নৃত্য নির্দেশক- মিশুক দত্ত; নৃত্য পরিবেশনায়- কণিত কণা, দোলন প্রভা, জয়া; স্থান- মুসলিম ইনিস্টিউট, ময়মনসিংহ।

২. রবীদ্র-নজরুল জন্মজয়ন্তী: [২৭.০৬.২০১৩] আয়োজক- চারণ সাংস্কৃতিক কেন্দ্র; গান- এসো নিপো বনে; নৃত্য নির্দেশক- মিশুক দত্ত; নৃত্য পরিবেশনায়- কণিত কণা, দোলন প্রভা, পপি; স্থান- মুসলিম ইনিস্টিউট, ময়মনসিংহ।

৩. শিক্ষাশিবির: [৩০.০৮.২০১৩] আয়োজক- বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী); গান- কবিতা- সামান্য ক্ষতি  ও ধাধিনা নাতিনা (কবিঃ রবীন্দ্রনাথ ঠাকুর ও শিল্পীঃ লোপামুদ্রা মিত্র); নৃত্য নির্দেশক- মিশুক দত্ত; নৃত্য পরিবেশনায়- কণিত কণা, দোলন প্রভা; স্থান- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

৪. বিজয় দিবস: [১৬.১২.২০১৩] আয়োজক- বাংলা নাট্যাঙ্গন; নৃত্য- আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়; নৃত্য নির্দেশক- কণিত কণা; পরিবেশনায়- কণিত কণা ও দোলন প্রভা; স্থান- আনন্দ মোহন কলেজ অডিটোরিয়াম, ময়মনসিংহ।

৫. উদ্বোধনী: [০৯.০৩.২০১৪] আয়োজক- উত্থান সাংস্কৃতিক সংগঠন; ধরন- নৃত্য (কবিতাঃ আমি সেই মেয়ে); পরিবেশনায়- একক নাচ,  স্থান- মুসলিম ইনিস্টিউট, ময়মনসিংহ।

৬. প্রতিষ্ঠাবার্ষীকি: [১৬.০৪.২০১৬] আয়োজক- বেস্ট স্টুডেন’স ফোরাম; ধরন- নাচ (নিমন্ত্রণ, শিল্পী- ন্যন্সি ও তপু); স্থান- লাইসিয়াম স্কুল, জামতলা, ময়মনসিংহ।

৭. সংবর্ধনা: [১.০৯.২০২১] গান: নীল দিগন্তে, নৃত্য পরিচালনায়: সাজেদুল হাসান সাজু সংগঠন: স্ব-ভূমি সাংস্কৃতিক একাডেমী পরিবেশনায়: লিয়া, রুমি, দোলন প্রভা, চৈতি, মনিষা, বর্নি স্থান: জেলা শিল্পকলা একাডেমী, ময়মনসিংহ।

৮. শুটিং: [৩০.১০.২০২১] গান: আদারে বাদারে ঝিঙা; পরিচালনায়: সাজেদুল হাসান সাজু সংগঠন: স্ব-ভূমি সাংস্কৃতিক একাডেমী, ক্যামেরায়- শাকিল আহমেদ; পরিবেশনায়: লিয়া, রুমি, দোলন প্রভা, চৈতি, রোজা স্থান: কেওয়াটখালি, ময়মনসিংহ।

৯. বার্ষিক সভা: [০৫.১১.২০২১] আয়োজক: লায়ন্স ক্লাব; গান: আনন্দলোকে মঙ্গলালোকে (রবীন্দ্রসঙ্গীত); পরিচালনায়: সাজেদুল হাসান সাজু; সংগঠন: স্ব-ভূমি সাংস্কৃতিক একাডেমী, পরিবেশনায়: লিয়া, রুমি, দোলন প্রভা, স্থান: কারিতাস, ময়মনসিংহ।

১০. বিজয় দিবস: [১৬.১২.২০২১]  (বিকাল) আয়োজক: জেলা শিল্পকলা একাডেমী; গান: বুকের ভেতর লেখা আছে বাংলাদেশের নাম; পরিচালনায়: সাজেদুল হাসান সংগঠন: স্ব-ভূমি সাংস্কৃতিক একাডেমী, পরিবেশনায়: রুমি, দোলন প্রভা, চৈতি, মনীষা, বর্নি, স্থান: স্টেডিয়াম মাঠ, ময়মনসিংহ।

১১. বিজয় দিবস: [১৬.১২.২০২১]  (সন্ধ্যা) আয়োজক: নোঙর সংগঠন; গান: বুকের ভেতর লেখা আছে বাংলাদেশের নাম; পরিচালনায়: সাজেদুল হাসান সংগঠন: স্ব-ভূমি সাংস্কৃতিক একাডেমী, পরিবেশনায়: রুমি, দোলন প্রভা, চৈতি, মনীষা, বর্নি, স্থান: স্টেডিয়াম মাঠ, ময়মনসিংহ।

১২. বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পুর্তি: [২৪.১২.২০২১]  আয়োজক: জেলা শিল্পকলা একাডেমী; গান: নৃত্য অলেখ্যো (১৭৫৭-১৯৭১০); পরিচালনায়: সাজেদুল হাসান সাজু; সংগঠন: স্ব-ভূমি সাংস্কৃতিক একাডেমী; পরিবেশনায়: রুমি, দোলন প্রভা, চৈতি, মনীষা, বর্নি, নিহা, জোসনা, মাসুদ, নিত্য, বৃত্ত; স্থান: জেলা শিল্পকালা একাডেমী, ময়মনসিংহ।

১৩. শিল্পের শহর ময়মনসিংহ: [১৮.০২.২০২২] আয়োজক: জেলা শিল্পকলা একাডেমী; গান: একদিন ঝড় থেমে যাবে, নৃত্য পরিচালনায়: সাজেদুল হাসান সাজু সংগঠন: স্ব-ভূমি সাংস্কৃতিক একাডেমী পরিবেশনায়: নুসরাত জাহান রুমি, দোলন প্রভা, চৈতি, মনিষা, বর্নি স্থান: জেলা শিল্পকলা একাডেমী, ময়মনসিংহ।

১৪. বই মেলা: [২৯.০৩.২০২২] আয়োজক: ময়মনসিংহ সিটি কর্পোরেশন; গান: একদিন ঝড় থেমে যাবে, নৃত্য পরিচালনায়: সাজেদুল হাসান সাজু সংগঠন: স্ব-ভূমি সাংস্কৃতিক একাডেমী পরিবেশনায়: নুসরাত জাহান রুমি, দোলন প্রভা, চৈতি, মনিষা; স্থান: শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক (বৈশাখী মঞ্চ) ময়মনসিংহ।

১৫. প্রকাশনা উৎসব, ২০২২: [০১.০৪.২০২২] আয়োজক: বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম; গান: মহুয়া পালা, অংশগ্রহণ:  দলীয় নৃত্যাংশ (সাপ ধরা মোর জাতেরও পেশা); নৃত্য পরিচালনায়: সাজেদুল হাসান সাজু সংগঠন: স্ব-ভূমি সাংস্কৃতিক একাডেমী পরিবেশনায়: নুসরাত জাহান রুমি, দোলন প্রভা, লিয়া, মনিষা, পারিসা স্থান: বাংলাদেশ জাতীয় জাদুঘর অডিটোরিয়াম, ঢাকা।

১৬. পহেলা বৈশাখ, ১৪২৯: [১৪.০৪.২০২২] আয়োজক: জেলা প্রশাসক; গান: টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, মহুয়া পালার অংশ, সামাল সামাল সামাল ধরে গানের মিশ্রণ; নৃত্য নির্দেশক: সাজেদুল হাসান সাজু ;পরিবেশনায়: সাজেদুল হাসান সাজু, রুমি, দোলন, মনিষা, নাহিদ, মনি, নিত্য, জয়িতা। সংগঠন: স্ব-ভূমি সাংস্কৃতিক একাডেমী; আলোকচিত্রী: অনুপ সাদি; স্থান: শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক, ময়মনসিংহের বৈশাখী মঞ্চে দলীয় নৃত্যের একটি স্থির চিত্র।

১৭. সাংস্কৃতিক সন্ধ্যা: [১৪.৬.২০২২] আয়োজক: বেক্সিমকো; গান: অচেনা কে এক বাজিয়ে যায় শুধু তার বাঁশি; নৃত্য নির্দেশক: সাজেদুল হাসান সাজু; পরিবেশনায়: রুমি, দোলন। সংগঠন: ময়মনসিংহ সম্প্রীতি সংস্থা; আলোকচিত্রী: ; স্থান: সিলভার ক্যাসেল, ময়মনসিংহ।

১৮. সাংস্কৃতিক সপ্তাহ: [১২.১২.২০২২]  আয়োজক: জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ; গান: নৃত্য আলেখ্য ; পরিচালনায়: সাজেদুল হাসান সাজু; সংগঠন: স্ব-ভূমি সাংস্কৃতিক একাডেমী; আলোক চিত্রী: অনুপ সাদি, সাজেদুল হাসান সাজু; পরিবেশনায়: রুমি, দোলন প্রভা, ওমর ফারুক, মাসুদ, সুমন; স্থান: ছোট বাজার মুক্তমঞ্চ, ময়মনসিংহ।

১৯. ময়মনসিংহ বইমেলা: [২২.১২.২০২২]  আয়োজক: জেলা প্রশাসন; গান: নৃত্য; পরিচালনায়: সাজেদুল হাসান সাজু; সংগঠন: লোককৃষ্টি সাংস্কৃতিক গোষ্ঠী; ভিডিওগ্রাফি: অনুপ সাদি; পরিবেশনায়: রুমি, দোলন প্রভা, প্রার্থণা, মাসুদ; স্থান: সার্কিট হাউজ মাঠ, ময়মনসিংহ।

২০. প্রতিযোগিতা: [১২.১২.২০২২]  আয়োজক: ছায়ানট; গান: সাধারণ নৃত্য- বাঁশরী বাজো না ও লোক নৃত্য- লালে লালে পলাশ বন; পরিচালনায়: সাজেদুল হাসান সাজু; সংগঠন: স্ব-ভূমি সাংস্কৃতিক একাডেমী; বিচারক: তাপস ও রতন; স্থান: লোককৃষ্টি সাংস্কৃতিক গোষ্ঠির কার্যালয়, ময়মনসিংহ।

কবিতা

১. আবৃত্তি কর্মশালা: [২৬.০১.২০১৩] আয়োজক: শিল্পকলা একাডেমী; কবিতা- অন্তর মম বিকশিত করো ও ত্রাণ; কবি- রবীন্দ্রনাথ ঠাকুর; পরিবেশনায়- কর্মশালায় অংশগ্রহণকারীগণ; স্থান- জেলা শিল্পকলা একাডেমী, ময়মনসিংহ।

২. সাংস্কৃতিক সপ্তাহ: [১৪.০৩.২০১৩] আয়োজক- আনন্দ মোহন কলেজ বাংলা বিভাগ; কবিতা- ছবি, আবু হেনা মোস্তফা কামাল; পরিবেশনায়- একক আবৃত্তি; স্থান- আনন্দ মোহন কলেজ, বাংলা বিভাগ, ময়মনসিংহ।

৩. কর্মশালা: [৬ এপ্রিল ২০১৪] আয়োজক- ফুলকি; ধরন- একক কবিতা আবৃত্তি (কবিতাঃ জননী জন্মভূমি, সুভাষ মুখোপাধ্যায়); স্থান- চট্টগ্রাম শহর, ফুলকি কার্যালয়।

৪. বৈশাখ বরণ: [১৪.০৪.২০১৪] আয়োজক- আনন্দ মোহন কলেজ; কবিতা- অন্তর মম বিকশিত কর; পরিবেশনায়- একক আবৃত্তি; স্থান- আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ।

৫. উদ্বোধনী: [০৯.০৩.২০১৪] আয়োজক- উত্থান সাংস্কৃতিক সংগঠন; ধরন- আবৃত্তি (কবিতাঃ জননী জন্মভূমি, সুভাষ মুখোপাধ্যায়); স্থান- মুসলিম ইনিস্টিউট, ময়মনসিংহ।

৬. কবিতা পাঠের আসর: [৩১.০৮.২০১৮] আয়োজক- অবরুদ্ধ সময়ের কবিতা; ধরন- আবৃত্তি (কবিতাঃ স্বরচিত কবিতা- মগজের রোগ সেরে গেলে ); স্থান- মুসলিম ইনিস্টিউট, ময়মনসিংহ।

৭. কবিতা পাঠের আসর: [৩০.০৩.২০১৯] আয়োজক- অবরুদ্ধ সময়ের কবিতা; ধরন- আবৃত্তি (কবিতাঃ স্বরচিত কবিতা- মগজের রোগ সেরে গেলে ); স্থান- পাবলিক লাইব্রেরি অডিটোরিয়াম, খুলনা।

উপস্থাপনা

১. নবীন বরণ (বিতর্ক প্রতিযোগিতা ও আবৃত্তি): [০৫.০৮.২০১২] আয়োজক- সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট; ধরন- উপস্থাপনা; স্থান- মুসলিম ইনিস্টিউট, ময়মনসিংহ।

২. বর্ষাযাপন: [২৫.০৬.২০১৪] আয়োজক- আর্লি রাইজ স্টুডেন’স ফোরাম; ধরন- উপস্থাপনা; স্থান- লাইসিয়াম স্কুল, জামতলা, ময়মনসিংহ।

৩. কবিতা পাঠ: [৩০.০৩.২০১৯] আয়োজক- অবরুদ্ধ সময়ের কবিতা; ধরন-উপস্থাপনা (দোলন প্রভা ও রুহুল আমিন); স্থান- পাবলিক লাইব্রেরি অডিটোরিয়াম, খুলনা।

দোলন প্রভার সাংস্কৃতিক অনুষ্ঠানপঞ্জি-র গীতিনাট্য অংশ

১. বসন্ত বরণ: [২৩.০৪.২০১৪] আয়োজক- উত্থান; গম্ভীরাতে নানার ভূমিকায় অভিনয় করেন বাবুল পাঠান, নাতির ভূমিকায় বিদ্যুৎ ভদ্র অভি। গানে দোলন প্রভা, হারমোনিয়ামে নাসিমা আক্তার, তবলায় সবুজ আর রূপসজ্জায় রুবেল, ভিডিও হাসান জামিল ও ছবি বিজন সম্মানিত। নির্দেশনায় দোলন প্রভা। স্থান- মুসলিম ইনিস্টিউট, ময়মনসিংহ।

২. বর্ষাযাপন: [২৫.০৬.২০১৪] গম্ভীরাটি মঞ্চায়ন হয় উত্থানের পক্ষ থেকে ২৫ জুন ২০১৪ আর্লি রাইজ স্টুডেন’স ফোরামের বরষাযাপন অনুষ্ঠানে। গম্ভীরাতে নানার ভূমিকায় অভিনয় করেন বাবুল পাঠান, নাতির ভূমিকায় বিদ্যুৎ ভদ্র অভি। গানে দোলন প্রভা, নাবিলা, শিউলি সাজিয়া আর রূপসজ্জায় রুবেল। নির্দেশনায় দোলন প্রভা; স্থান- লাইসিয়াম স্কুল, জামতলা, ময়মনসিংহ।

নাটক

১. উদ্বোধনী: [০৯.০৩.২০১৪] আয়োজক- উত্থান সাংস্কৃতিক সংগঠন; নাটক- ঝিলিমিলি; লেখক- কাজী নজরুল ইসলাম; নির্দেশনায়- প্রশান্ত সরকার পরিবেশনায়- নায়ক (প্রশান্ত সরকার), নায়িকা (কণিত কণা), বাবা (বাবুল পাঠান), মা (দোলন প্রভা)। ডক্তার (বিদ্যুৎ ভদ্র অভি)  স্থান- মুসলিম ইনিস্টিউট, ময়মনসিংহ।

২. নজরুল জন্মজয়ন্তী: আয়োজক- নজরুল মঞ্চ; নাটক- দ্রোহ; লেখক- কাজী নজরুল ইসলাম; নাট্যরূপ ও নিদেশনায়ঃ এস এম রনি পরিবেশনায়- খাইরুল, তন্দ্রা, দোলন প্রভা, মাসুম, হৃদয়, সোহেল, কনক। সংগঠন: বাঙলানাট্যাঙ্গন, বাংলা বিভাগ ,আনন্দমোহন কলেজ ময়মনসিংহ। স্থান- নজরুল মঞ্চ, দরিরামপুর ত্রিশাল ময়মনসিংহ।

বি. দ্র: নিবন্ধে ব্যবহৃত ছবিটি তুলেছেন: অনুপ সাদি

Leave a Comment

error: Content is protected !!