উইকিমিডিয়া কমন্সে দোলন প্রভার কাজের অভিজ্ঞতা
আমি ২৩ জুলাই ২০১৬ সালে বাংলা উইকিপিডিয়াতে সম্পাদনা শুরু করেছি। সেই সময় থেকে উইকিমিডিয়া কমন্সের ছবি ব্যবহার করি। বিভিন্ন নিবন্ধের তথ্যছকে ছবি যুক্ত করাসহ চিত্রশালাতে একাধিক ছবি ব্যবহার করেছি। বর্তমানে আমি ৫০০টির বেশী ছবি যুক্ত করেছেন কমন্সে। আমি ১৬ অক্টোবর ২০১৬ সালে কমন্সে প্রথম ছবি আপলোড করেন। ময়মনসিংহ শহরে অবস্থিত একটি মিউজিয়াম ও রেল স্টেশনের … Read more