আধুনিক মানুষের ধারাবাহিক গল্প কবিতাগ্রন্থের আলোচনা
২০০৫ সালে এই কবিতাগ্রন্থে ‘উন্মাদনামা’ কবিতা থেকে শুরু করে মোট ১৭টি কবিতা লিখেছেন অনুপ সাদি। কবিতাগ্রন্থটি ২০০৫ সালের অক্টোবর মাস লেখা হয়েছিল। ২০০৫ থেকে মার্চ থেকে ২০০৬ সালের ডিসেম্বরের ভেতর বইটি ফটোকপি করে প্রায় ৮০ কপি বের করা হয়েছিল। বইটি প্রথম প্রকাশ হয়েছে ১৯ ডিসেম্বর, ২০০৬। এরপরে পরিচিতদের মতামত পাওয়ার পরে বইটির দ্বিতীয় মুদ্রণ বের … Read more