সেলেব্রেটেড উইকিমিডিয়ান দোলন প্রভা 

  • মাসুম-আল-হাসান রকি, উইকিপিডিয়ান ও পেশাগত জীবনে একজন উন্নয়ন কর্মী

বাংলাদেশের উইকিপিডিয়ানদের মধ্যে নারীদের সংখ্যা খুবই কম এবং দীর্ঘ সময় ধরে নিয়মিত অবদান রেখে চলেছেন এমন নারী উইকিপিডিয়ান নাই বললেই চলে। বাংলাদেশ থেকে দীর্ঘ সময় ধরে সক্রিয়ভাবে বাংলা উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার অন্যান্য প্রকল্পে অবদান রাখছে এমন নারীদের তালিকা করা হলে দোলন প্রভার নাম একদম উপরের দিকেই থাকবে। 

দোলন ২০১৬ সাল থেকে উইকিপিডিয়ায় অবদান রাখা শুরু করলেও ২০১৭ সালের দিকে এসে তিনি বিশেষভাবে আমার নজরে আসেন। সেসময় তিনি ক্রমাগত নতুন নিবন্ধ তৈরি করে যাচ্ছিলেন। বিশেষ করে মাছ বিষয়ক নিবন্ধের কথা আমার মনে পড়ছে। বাংলা উইকিপিডিয়ায় মাছ বিষয়ক উল্লেখযোগ্য সংখ্যক নিবন্ধের প্রণেতা তিনি। এছাড়া ফুল, প্রত্নতাত্ত্বিক স্থাপনা, নারীদের জীবনী বিষয়ক উল্লেখযোগ্য সংখ্যক নিবন্ধ তিনি তৈরি করেছেন। এখন পর্যন্ত প্রায় চার শতাধিক নিবন্ধ তৈরি করেছেন তিনি। 

২০১৬ সাল থেকে তাকে একজন উইকিপিডিয়ান হিসেবে চিনলেও, খুব সম্ভবত প্রথম সাক্ষাৎ হয় ভারতের বেঙ্গালুরুতে ২০১৯ সালে ‘উইকিমিডিয়া এডুকেশন’ সার্ক কনফারেন্সে’। সেখানে সার্কের বিভিন্ন দেশ থেকে উইকিমিডিয়ানরা অংশ নিয়েছিল। বাংলাদেশ থেকেও কয়েকজন অংশ নিয়েছিল। সেই দলে আমরাও ছিলাম। যাইহোক সেখান থেকে ঘুরে আসার পর তার মধ্যে অফউইকি কার্যক্রমে ব্যাপক আগ্রহ লক্ষ করি এবং এসব কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন আলাপ আমাদের মধ্যে চলতে থাকে। যতদূর মনে পড়ে দোলন প্রভার সাথে আমার প্রথম সহকার্যক্রম ছিল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অনলাইন এডিটাথন, যা ২০২০ সালে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতাসহ অনেক কার্যক্রমেই আমাদের এক সাথে কাজ করার সুযোগ হয়েছে। তিনি ঢাকায় বসবাস না করলেও, ঢাকার বিভিন্ন প্রোগ্রমেও তাকে আমরা নিয়মিত পেয়েছি। আর যখনই আমাদের দেখা হয়েছে তখনই আমাদের মধ্যে ব্যপক আলাপ হয় এবং আমাদের আলাপের প্রায় পুরোটা জুড়েই থাকে উইকি সম্পর্কিত বিভিন্ন পরিকল্পনা বা কার্যক্রম। এছাড়া ফোনে বা অনলাইন আড্ডায় তার সাথে যখন কথা হয় সেখানেও কথার একামাত্র বিষয়বস্তু থাকে উইকিপিডিয়া। (সাধারণত একজন উইকিপিডিয়ান আরেকজন উইকিপিডিয়ানের সাথে দেখা বা কথা হলে যা হয় আরকি!) তার মুক্ত জ্ঞান প্রসারে তার এই নিবেন আমাকেও অনেক ক্ষেত্রে উৎসাহিত করে।       

দোলন প্রভার অনেক গঠনমূলক কার্যক্রম থাকলেও এখানে ২/১ টি বিষয় বিশেষভাবে তুলে ধরতে চাই যা তাকে অনন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছে। প্রথমেই কোভিড-১৯ মহামারীর সময়ের কথা বলতে হয়। তখন সব স্থবির হয়ে পড়লেও দোলন প্রভার সাংগঠনিক প্রতিভা প্রকাশ পায় এবং তিনি মহামারীর পুরোটা সময় বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার উদ্যোগ এবং নিয়িমিত প্রচেষ্টার ফলে ২০২১ সালে ‘ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়’ সম্প্রদায় প্রতিষ্ঠা লাভ করে, যার প্রদান সমন্বয়কের দায়িত্বও তিনি পালন করছেন। উইকিমিডিয়া বাংলাদেশের স্বীকৃতিপ্রাপ্ত সম্প্রদায়গুলোর মধ্যে স্বীকৃতপ্রাপ্ত নবীনতম সম্প্রদায় হচ্ছে এটি এবং বর্তমানে  সবচেয়ে সক্রিয়ও বটে। এই সম্প্রদায় থেকে নিয়মিত বিভিন্ন কার্যক্রম যেমন: কর্মশালা, ফটোওয়াক, আড্ডা ইত্যাদি আয়োজন করে যাচ্ছেন। এছাড়া বাংলাদেশ থেকে উইকিমিডিয়া আন্দোলনে নারীদের সক্রিয়তা বাড়াতে তিনি বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উইকিপিডিয়ার পাশাপাশি তিনি উইকিমিডিয়া কমন্সেও সক্রিয়ভাবে অবদান রেখে চলেছেন। তিনি সহস্রাধিক ছবি বা মিডিয়া কমন্সে আপলোড করেছেন। আপলোডকৃত ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক উদ্ভিদ ও প্রত্নতাত্ত্বিক স্থাপনার ছবি রয়েছে। তিনি একটি নিবন্ধ তৈরি করলে সেখানে যদি কোন মুক্ত লাইসেন্সের কোন ছবি না থাকে, উনার বরাবর চেষ্টা থাকে সে সম্পর্কিত ছবি যুক্ত করা বা আপলোড করার। সে জন্য অনেক সময় তিনি একা বা দলগতভাবে ক্যামেরা হাতে নেমে পড়েন। এছাড়া দেশ ও দেশের বাইরে উইকি সম্পর্কিত প্রায় সকল অনুষ্ঠানেই তাকে নিবেদিত ফটোগ্রাফার হিসেবে পেয়েছি। এ সুযোগে বিভিন্ন সময় আমার অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দেয়ার জন্য ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানাতে চাই। 

তার এসব গঠনমূলক কাজের স্বীকৃতি স্বরূপ ২০২৩ সালের অক্টোবরে তিনি সেলেব্রেটেড উইকিমিডিয়ানের স্বীকৃতি লাভ করেন। ভারতের দিল্লীতে অনুষ্ঠিত উইকি ওমেন ক্যাম্প ২০২৩-এ তার নাম ঘোষণা করা হয়। শুধু নারীদের জন্য আয়োজিত এই বিশেষ এই ক্যাম্পটিতে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি অংশ নেন। তাকে নিয়ে উইকিমিডিয়া সম্প্রদায়ের ব্লগ সাইট ডিফেতে একটি ব্লগ প্রকাশিত হয়। এছাড়া উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিভিন্ন সোশ্যাল সাইটে তাকে হাইলাইট করে গত নভেম্বরে একটি পোস্ট দেয়া হয়। এটি শুধু তার একার অর্জন নয়, আমি মনে করি এটি বাংলাদেশের পুরো উইকি সম্প্রদায়েরই অর্জন। এটি নিশ্চয় ভবিষ্যতে নারী উইকিপিডিয়ানদের উৎসাহিত করবে। 

সামগ্রিকভাবে বলতে গেলে দোলন প্রভা বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলন সামনের দিকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং উল্লেখযোগ্য অবদানকারীদের মধ্যে একজন। বাংলা ভাষায় মুক্ত জ্ঞান প্রসারে নিরলসভাবে  ‘ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর’ কাজ দক্ষভাবেই চালিয়ে যাচ্ছেন বলা যায়। তার সক্রিয়তা, উদ্যম, এবং নেতৃত্বের গুণাবলী অনুসরণযোগ্য। তার এই পথ চলা আরও দীর্ঘ ও সাফল্যমন্ডীত হোক এই কামনা করি। 

Leave a Comment

error: Content is protected !!