উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে দোলন প্রভার কাজের তালিকা

আমি দোলন প্রভা, এটি আমার অবদান বা উইকিমিডিয়ায় বিভিন্ন প্রকল্পের কাজের তালিকা। এটাতে আমার অংশগ্রহণকৃত উইকিমিডিয়ায় কাজের তালিকা (ইংরেজি: Timeline dolon prova wikimedia projects) যেমন- বিভিন্ন ধরনের মিটআপ, ফটোওয়াক, সম্মেলন, সেমিনার ও কর্মশালায় উপস্থিতি। আমার হোম উইকি বা প্রধান উইকি হল বাংলা উইকিপিডিয়া এবং আমি উইকিমিডিয়ার অন্যান্য প্রকল্পেও কাজ করছি। আমার ক্রিয়াকলাপগুলি অনলাইন এবং অফ-লাইনে উভয়ই ক্ষেত্রে আছে। আমি ২৩ জুলাই ২০১৬ তারিখে বাংলা উইকিপিডিয়ায় আমার অ্যাকাউন্ট তৈরি করেছি।

আমি ৬ বছরেরও বেশি সময় ধরে নিবন্ধগুলি সম্পাদনা করছি এবং সরঞ্জামগুলি ব্যবহার করছি। আমি প্রজেক্ট টাইগার প্রতিযোগিতা, বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতার ২০১৬, মহিলা স্বাস্থ্য বিষয়ক নিবন্ধ অভিযান ২০১৮,  উইকিগ্যাপ এডিটাথন ২০১৯, বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯,  আন্তর্জাতিক মহিলা সহযোগিতা সম্পাদনা ২০২০-এর আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এছাড়াও বিশ্ব পরিবেশ দিবস ২০২০ এবং ২০২১-এ পরিবেশ সংক্রান্ত এডিটাথনে আয়োজন ও অংশগ্রহণ করেছি। আমি বাংলা উইকিপিডিয়ার উন্নতির উদ্দেশ্যে কিছু বই কিনেছি, সেই বইগুলো আমাকে রেফারেন্স যোগ করতে সাহায্য করে। বাংলা উইকিপিডিয়ায় আমি ৪০০ টিরও বেশি নিবন্ধ যুক্ত করেছি।

দোলন প্রভা উইকিমিডিয়ায় কাজের তালিকা

কর্মশালা:

বাংলাদেশে উইকিমিডিয়া ও উইকিপিডিয়ার আয়োজনে যেসব কর্মশালায় অংশ নিয়েছি তার তালিকা। এই সব কর্মশালার আয়োজনে আমি নিজেও যুক্ত থেকেছি।

১. উইকি আঞ্চলিক কর্মশালা: [৩ সেপ্টেম্বর, ২০১৯] আয়োজক- ময়মনসিংহ সম্প্রদায়; ধরণ- উইকিমিডিয়া এডুকেশন প্রোগ্রাম, পরিবেশন- প্রবন্ধ উপস্থাপক, প্রবন্ধের শিরোনাম: উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম কি, এর সাথে কিভাবে যুক্ত হওয়া যায়, এর লক্ষ্য ও উদ্দেশ্য, বাংলা বিভাগ, নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা বাংলাদেশ।

২. উইকি শিক্ষা কার্যক্রমের কর্মশালা: [১৬ অক্টোবর, ২০১৯] আয়োজক- ময়মনসিংহ সম্প্রদায়; ধরণ- উইকিমিডিয়া এডুকেশন প্রোগ্রাম, পরিবেশন- নিবন্ধে কীভাবে তথ্যযুক্ত করা যায়, স্থান: বাংলার নেত্র অফিস, নেত্রকোনা বাংলাদেশ।

সম্মেলন:

দেশের ভেতর বা বিদেশে উইকিমিডিয়ার আয়োজনে যেসব সম্মেলনে অংশগ্রহণ করেছি তার তালিকা।   

১. উইকি কনফারেন্স: [৫-৭ আগস্ট ২০১৬] আয়োজক: উইকিমিডিয়া ইন্ডিয়া; ধরন: উইকিকনফারেন্স ইন্ডিয়া ২০১৬; স্থান- চণ্ডীগড় গ্রুপ অফ কলেজেস, ল্যান্ডারন, চণ্ডীগড়, ভারত।

২. উইকি সার্ক সম্মেলন: [২০-২২ জুন ২০১৯] আয়োজক- উইকিমিডিয়া ইন্ডিয়া; ধরণ- উইকিমিডিয়া এডুকেশন সার্ক কনফারেন্স, স্কলারশিপ প্রাপক; স্থান- ক্রাইস্ট বিশ্ববিদ্যালয়, ব্যাঙ্গালুরু, ভারত।

৩. অনলাইন কফারেন্স: [১৩-১৭ আগস্ট, ২০২১] আয়োজক- উইকিমিডিয়া ফাউন্ডেশন; ধরণ-উইকিম্যানিয়া ২০২১, অনলাইন আন্তর্জাতিক বার্ষিক কনফারেন্স, অংশগ্রহণকারী, স্থান-অনলাইন মাধ্যম, বাংলাদেশ থেকে অংশগ্রহণ।

৪. উইকিম্যানিয়া ২০২২: [১২ আগস্ট ২০২২] আয়োজক- উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টার; ধরণ- উইকিম্যানিয়া ২০২২, আন্তর্জাতিক বার্ষিক সম্মেলন, অংশগ্রহণকারী: বাংলাদেশের বিভিন্ন জেলার উইকিপিডিয়ানগণ, স্থান- ব্র্যাক সেন্টার, মহাখালী, ঢাকা।

ফটোওয়াক:

১. ময়মনসিংহ উইকিপিডিয়া ফটোওয়াক: [২৫ জুন ২০২২] আয়োজক- ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়; ধরণ- আলোকচিত্র তোলা; কাজ-  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর আভ্যন্তরীণ ছবি তোলা; স্থান: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, বাংলাদেশ।

২. ময়মনসিংহ উইকিপিডিয়া ফটোওয়াক: [১৬ ডিসেম্বর ২০২২] আয়োজক- ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়; ধরণ- আলোকচিত্র তোলা; কাজ- রোয়াইলবাড়ী দুর্গসহ অন্যান্য প্রত্নত্বাত্তিক স্থাপনার ছবি সংগ্রহ ও কমন্সে আপলোড; স্থান: রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন, কেন্দুয়া উপজেলা, নেত্রকোণা, বাংলাদেশ।

অফলাইন মিটআপ ও অন্যান্য:

১. উইকি শিক্ষা কার্যক্রমের মিটআপ: [৬ মার্চ, ২০২০] আয়োজক- ময়মনসিংহ সম্প্রদায়; ধরণ- উইকিমিডিয়া এডুকেশন প্রোগ্রাম, পরিবেশন- একাউন্ট তৈরি ও তথ্যযুক্ত, স্থান: দাড়া রোড (সপ্তসুর), নেত্রকোনা বাংলাদেশ।

২. ঢাকা উইকিপিডিয়া মিটআপ: [২৭ ডিসেম্বর, ২০১৯]  আয়োজক- উইকিমিডিয়া বাংলাদেশ; ধরণ- আড্ডা; পরিবেশন- উইকিবার্তা নিয়ে আলোচনা, পরবর্তী কর্মশালা ইত্যাদি, স্থান: সুফিয়া কামাল জাতীয় গ্রন্থাগার (ঢাকা পাবলিক লাইব্রেরি), ঢাকা, বাংলাদেশ।

৩. ময়মনসিংহ উইকিপিডিয়া মিটআপ: [১৫ জানুয়ারি ২০২২] আয়োজক- ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়; ধরণ- আড্ডা; পরিবেশন- সম্প্রদায়ের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নির্ধারণ, মুক্ত আলোচনা; স্থান: শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক (পাবলিক গ্রন্থাগার) সামনের চত্বরে, ময়মনসিংহ, বাংলাদেশ।

৪. ময়মনসিংহ উইকিপিডিয়া সমাবেশ: [২১ ফেব্রুয়ারি, ২০২৩] আয়োজক- ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়; ধরণ- সমাবেশ; পরিবেশন- ব্যানার নিয়ে দাঁড়ানো; স্থান: শহীদ মিনার ও বকুলতলা, নেত্রকোনা, ময়মনসিংহ, বাংলাদেশ।

কয়েকটি নাচ দেখুন

অনলাইন আড্ডা:

১. বাংলা উইকিপিডিয়ার সপ্তদশ জন্মদিন উদযাপন: [২৭ জানুয়ারি, ২০২১]  আয়োজক- উইকিমিডিয়া বাংলাদেশ; ধরণ- আড্ডা; পরিবেশন- লক্ষ এডিটাথনের সংক্ষিপ্ত পরিসংখ্যান, কর্মপরিকল্পনা , স্থান: জুম, বাংলাদেশ।

২. ময়মনসিংহ উইকিপিডিয়া মিটআপ: [১৩ ফেব্রুয়ারি, ২০২১] আয়োজক- ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়; ধরণ- আড্ডা; পরিবেশন- আঞ্চলিক সম্প্রদায় গঠন সম্পর্কিত আলোচনা, স্থান: জুম, বাংলাদেশ।

৩. ময়মনসিংহ উইকিপিডিয়া মিটআপ: [০২ মার্চ, ২০২১] আয়োজক- ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়; ধরণ- আড্ডা; পরিবেশন- আঞ্চলিক সম্প্রদায় গঠন সম্পর্কিত আলোচনা, ময়মনসিংহ বিভাগের স্কুল ও কলেজ-এর নামে নতুন নিবন্ধ তৈরি ও সম্প্রসারণ; স্থান: জুম, বাংলাদেশ।

৪. উইকিপিডিয়ানদের অনলাইন নিরাপত্তা ও তথ্যগত সুরক্ষা সংক্রান্ত আলোচনা সভা: [১৯ মে, ২০২১]  আয়োজক- উইকিমিডিয়া বাংলাদেশ; ধরণ- আড্ডা; পরিবেশন- উইকিপিডিয়ায় ও এ সংক্রান্ত ওয়েবসাইটগুলোতে অনলাইন নিরাপত্তা, ব্যক্তিগত গোপন তথ্যের সুরক্ষা; স্থান: জুম, বাংলাদেশ।

৫. বাংলা উইকিপিডিয়া অনলাইন আড্ডা: [৩ জুলাই ২০২১]  আয়োজক- উইকিমিডিয়া বাংলাদেশ; ধরণ- আড্ডা; পরিবেশন- বাংলা উইকিপিডিয়ার বর্তমান এবং ভবিষ্যত কার্যক্রম নিয়ে আলোচনা; স্থান: জুম, বাংলাদেশ।

৬. বাংলা উইকিপিডিয়া অনলাইন আড্ডা: [২ আগস্ট ২০২১]  আয়োজক- উইকি পাতায় চিত্র যোগ প্রতিযোগিতার খবরাখবর, উইকি বার্তার পরবর্তী সংখ্যার পরিকল্পনা, উইকিম্যানিয়া ২০২১ সংক্রান্ত আলাপ, উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ড নির্বাচন প্রসঙ্গউইকিপিডিয়ার বর্তমান এবং ভবিষ্যত কার্যক্রম নিয়ে আলোচনা; স্থান: জুম, বাংলাদেশ।

৭. ময়মনসিংহ উইকিপিডিয়া মিটআপ: [১৮ সেপ্টেম্বর ২০২১] আয়োজক- ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়; ধরণ- আড্ডা; পরিবেশন- ময়মনসিংহে আঞ্চলিক সম্প্রদায়ের সমন্বয় কমিটি চূড়ান্তকরণ, সম্প্রদায়ের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নির্ধারণ,  মুক্ত আলোচনা; স্থান: জুম, বাংলাদেশ।

অনলাইন প্রতিযোগিতা:

১. বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতা: [২০ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর ২০১৬] আয়োজক- উইকিমিডিয়া বাংলাদেশ; ধরণ- বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ তৈরি প্রতিযোগিতা স্থান: অনলাইন।

২. মহিলা স্বাস্থ্য বিষয়ক নিবন্ধ অভিযান: [১ অক্টোবর থেকে ২৪ নভেম্বর ২০১৮] আয়োজক- উইকি উইমেন ফর উইমেন ওয়েলবিয়িং টিম; ধরণ- নারীর স্বাস্থ্য সম্পর্কিত নিবন্ধ; স্থান: অনলাইন।

৩. উইকি লাভস ওমেন: [১০ ফেব্রুয়ারি – ৩১ মার্চ ২০১৯] আয়োজক- ভারতীয় বাংলা উইকিপিডিয়া; ধরণ- প্রেম, নারী, নারীবাদ, উৎসব অনুষ্ঠান এবং লিঙ্গ বৈষম্য সম্পর্কিত নিবন্ধ; স্থান: অনলাইন।

৩. উইকিগ্যাপ এডিটাথন: [৩ মে থেকে ১৭ মে ২০১৯] আয়োজক- সুইডিশ দূতাবাস, ঢাকা এবং উইকিমিডিয়া বাংলাদেশ; ধরণ- জেন্ডারভিত্তিক অসমতা সংশ্লিষ্ট নিবন্ধ এবং নারী বিষয়ক যেকোন নতুন নিবন্ধ; স্থান: অনলাইন।

৪. নিবন্ধ প্রতিযোগিতা: [১ জুলাই থেকে ৩১ আগস্ট ২০১৯] আয়োজক- উইকিমিডিয়া বাংলাদেশ; ধরণ- তালিকাভুক্ত বাংলা নিবন্ধ ইংরেজি থেকে অনুবাদ; স্থান: অনলাইন।

৫. আন্তর্জাতিক মহিলা সহযোগিতা সম্পাদনা: [২০ অগাস্ট – ২০ সেপ্টেম্বর, ২০২০] আয়োজক- আর্মেনিয়া, আর্জেন্টিনা এবং ইতালি উইকিপিডিয়ান; ধরণ- তালিকাভুক্ত নিবন্ধ ইংরেজি থেকে অনুবাদ; স্থান: অনলাইন।

৬. বিশ্ব পরিবেশ দিবস: [৫ জুন, ২০২০] আয়োজক- উইকিমিডিয়া বাংলাদেশ; ধরণ- পাখি, সাপ-এর নিবন্ধ ইংরেজি থেকে অনুবাদ ও সম্প্রসারণ; স্থান: অনলাইন।

৭. বিশ্ব পরিবেশ দিবস: [৫-৬ জুন, ২০২০] আয়োজক- ডেটলি উইকিপিডিয়া; ধরণ- ফুল, উদ্ভিদ-এর নিবন্ধ ইংরেজি থেকে অনুবাদ ও সম্প্রসারণ; স্থান: অনলাইন।

৮. বিশ্ব পরিবেশ দিবস: [৫ জুন, ২০২১] আয়োজক- উইকিমিডিয়া বাংলাদেশ; ধরণ- পাখি, সাপ-এর নিবন্ধ ইংরেজি থেকে অনুবাদ ও সম্প্রসারণ; স্থান: অনলাইন।

আরো পড়ুন

Leave a Comment

error: Content is protected !!