উইকি সম্মেলন ভারত ২০২৩-এ দোলন প্রভার অভিজ্ঞতা

উইকি সম্মেলন ভারত ২০২৩ (WCI 2023) এ বছর ২৮ থেকে ৩০ এপ্রিল হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে। এটি সম্মেলনটি মূলত ভারতীয় এবং দক্ষিণ এশীয় উইকি অবদানকারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

তিনদিনের এই সম্মেলনে বিভিন্ন সম্প্রদায় নিজেদের কাজের বিবরণ দিয়েছে। এছাড়াও ২০৩০ সালে উইকিমিডিয়া কোন পর্যায়ে যাবে সেই ধরনের পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। নানা ভাষাভাষী, সংস্কৃতির উইকিপিডিয়ানরা একত্রিত হবার জন্য এটি একটি সুন্দর প্লাটফর্ম ছিলো। প্রথম দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে; সেটা ছিলো এই সম্মেলনের এক নতুন সংযোগ।

প্রায় দুই শতাধিক উইকিপিডিয়ান তিন দিনব্যাপী সম্মেলনটিতে অংশ নিয়েছেন। ভারত, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কার অংশগ্রহণকারীরা ২০১৬ সালের পর ২০২৩ সালে আবার মিলিত হয়েছিল। বাংলাদেশ থেকে সাতজন উইকিপিডিয়া অংশ নিয়েছিল। আমি এবং অনুপ সাদি একটি সমন্বিত আলোচনায় অংশগ্রহণ করে সকলের সাথে আমাদের ছবি তোলার অভিজ্ঞতা ও কার্যক্রম ভাগ করেছিলাম।

Leave a Comment

error: Content is protected !!