দোলন প্রভার বাংলা উইকিপিডিয়া সম্পাদনা ও অন্যান্য কাজের অভিজ্ঞতা

দোলন প্রভা বাংলা উইকিপিডিয়ায় একজন সক্রিয় সম্পাদক। উইকিপিডিয়ায় তার সম্পাদনা, ছবি আপলোড, এডিটাথনের আয়োজন ইত্যাদিতে ছোট ছোট আবদান বাংলা ভাষাসহ উইকির অন্যান্য প্রকল্পকে সমৃদ্ধ করে। অন্যান্য উইকিপিডিয়ানগণের ন্যায় তাঁর স্বেচ্ছা শ্রমের মাধ্যমে করা এসব কাজ অনলাইনে জ্ঞানকে সহজলভ্য করে।

বাংলা উইকিপিডিয়াতে যে ক’জন সক্রিয় অবদানকারী আছেন দোলন প্রভা তাদের মধ্যে একজন। তিনি প্রধান কাজ বাংলা উইকিপিডিয়ায়। এছাড়া আমি অন্যান্য উইকিমিডিয়া প্রকল্পেও অনলাইন কাজ করেন। তিনি ৬ বছরের বেশি সময় ধরে বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধগুলি সম্পাদনা করছি এবং সরঞ্জামগুলি ব্যবহার করে আসছেন। বাংলা উইকিপিডিয়ায় তিনি ৪২৪টি নিবন্ধ যুক্ত করেছি। কমন্সে ৩৫০টি ছবি আপলোড করেছেন। বাংলা উইকিতে প্রায় ২০০০০ সম্পাদনাসহ উইকির অন্যান্য প্রকল্পে ৩০০০০ সম্পাদনা সম্পন্ন করেছেন।

তিনি অনলাইনে বিভিন্ন নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নেন। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতা, প্রজেক্ট টাইগার প্রতিযোগিতা, মহিলা স্বাস্থ্য বিষয়ক নিবন্ধ অভিযান ২০১৮, উইকিগ্যাপ এডিটাথন ২০১৯, বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯, আন্তর্জাতিক মহিলা সহযোগিতা সম্পাদনা ২০২০ এবং পরিবেশ বিষয়ক এডিটাথনে অংশগ্রহণ এবং আয়োজন করেছেন। বাংলা উইকিপিডিয়ার উন্নতির উদ্দেশ্যে কিছু বই কিনে সেখান থেকে রেফারেন্স যোগ করেছেন।

কমন্সে ছবি যোগ করার জন্য, বাংলাদেশের অনেক এলাকা ভ্রমণ করেছেন। আমি কমন্সে ৩৫০ টিরও বেশি ছবি আপলোড করেছি। এই ছবির মধ্যে বিভিন্ন প্রজাতির ফুল, খাবার, স্থাপনা ও উইকির বিভিন্ন কর্মশালা, সেমিনারের ছবি যুক্ত করেছেন। সেসব ছবি উইকিপিডিয়ার নিবন্ধসহ বিদেশী কিছু ওয়েবসাইট ব্যবহার করেছেন।

দোলন প্রভার উইকিপিডিয়া সম্পর্কিত একটি ভিডিও দেখুন

২০১৬ সালে বাংলা উইকিপিডিয়ায় তিনি অবদান রাখা শুরু করেন। সেই সময় বাংলাদেশ ও ভারতের নারী রাজনীতিবিদ ও বিপ্লবীদের উপর খুব কম প্রবন্ধ বিদ্যমান ছিল। তিনি বিভিন্ন পেশা ও কাজে যুক্ত নারীদের নিয়ে প্রায় ১০০ টিরও বেশি জীবনী অন্তর্ভুক্ত করেছেন। এছাড়া বাংলাদেশের উদ্ভিদ, প্রাণী, স্বাস্থযবিষয়ক বেশ কিছু নিবন্ধ তৈরি করেছি। প্রায় ২৫০টি স্বাদুপানির মাছের নামে নিবন্ধ তৈরি করেছি। প্রত্নত্বাত্তিক স্থাপনা নিয়ে নিবন্ধ তৈরি করেছি। এইসব কাজের জন্য প্রকাশিত বই এবং বিখ্যাত ওয়েবসাইট থেকে রেফারেন্স ব্যবহার করেন এবং এই রেফারেন্সগুলো বাংলা উইকিপিডিয়ার বিশ্বাসযোগ্যতা বাড়ায়।

বাংলা উইকিপিডিয়া ছাড়াও ডেটলি উইপিডিয়াতে বেশ কিছু নিবন্ধ তৈরি করেছেন। এছাড়া হিন্দি ও নেপালী উইকিতে সম্পাদনা করেছেন। নিজের কাজকে অন্যদের মাঝে ছাড়ায় দেওয়ার জন্য অফলাইন কাজে যুক্ত থেকেছেন। তার এইসব ছোট ছোট অবদান অনলাইন জ্ঞানকোষকে কিছুটা হলেও সমৃদ্ধ করেছে।

আরো পড়ুন

বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিমিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: ANKAN

Leave a Comment

error: Content is protected !!