মধ্যবিত্তদের অপভাষা এবং জনগণের লড়াই
সাধারণভাবে শিক্ষিত মধ্যবিত্ত অপভাষা বা অপশব্দ (ইংরেজি: Slang) পছন্দ করে না। বাংলাদেশের শিক্ষিত মধ্যবিত্ত অনেকটা রাবীন্দ্রিক শুদ্ধতাবাদী। সামন্তবাদ ক্ষয়িষ্ণু হলে এবং নিম্নবিত্ত অশিক্ষিত মানুষ শহুরে হলে মধ্যবিত্তের ক্ষমতার বদলে পপ কালচার বা জনসংস্কৃতির প্রভাব বাড়লে অপভাষা বা অপশব্দের ব্যবহার বাংলাদেশের সমাজে বেড়েছে। বিশেষভাবে ফেসবুকে অপভাষা যথেষ্ট ব্যবহৃত হয়। বাংলাদেশের এই টাকাপূজারি সমাজে টাকার নানা কিসিমের … Read more