অনিন্দ্য জসীম একজন কবি ও সম্পাদক

অনিন্দ্য জসীম একজন কবি ও সম্পাদক। তিনি বাংলাদেশের নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার বন্দ সাংসা গ্রামে ১৯৭২ সালের মে মাস জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মো. ফজর উদ্দিন সরকার, মায়ের নাম জহুরা বেগম।

অনিন্দ্য জসীম পেশায় শিক্ষকতা করেন। তিনি গণিতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থ: মাতালের রাত্রি যাপন (২০০১), নদী মাতা যার (২০০৮), দুপুর ও ছায়ার জ্যামিতি (২০১৯)।

আরো পড়ুন

তার যৌথ সংকলন চন্দ্রাবতীর কয়েকজন সন্তান- এর একজন তিনিও। তার সম্পাদনায় অনিয়মিতভাবে প্রকাশিত হয় কবিতার ছোটকাগজ একা ও যৌথ সম্পাদনায় গল্পের ছোটকাগজ দ্রাঘিমা।

তথ্যসূত্র

১. অনুপ সাদি, দোলন প্রভা, নেত্রকোণা জেলা চরিতকোষ, টাঙ্গন, ঢাকা, প্রথম প্রকাশ, জুন ২০২৪, পৃষ্ঠা ৩২১।

Leave a Comment

error: Content is protected !!