অনার্য শান্ত একজন কবি। তিনি ১৪ই এপ্রিল ১৯৭৭ সালে বাংলাদেশের নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার বনগ্রামে জন্মগ্রহণ করেন। তার মাতার নাম অর্চনা অধিকারী, পিতার নাম সন্তোষ অধিকারী।
অনার্য শান্ত পড়াশুনা করেছেন অষ্টম শ্রেণি পর্যন্ত নাগেরগাতী নবারুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে। তারপর ময়মনসিংহের তালদিঘী হাইস্কুল থেকে এসএসসি, নাসিরাবাদ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং আনন্দমোহন কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগ থেকে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
আরো পড়ুন
- অনিল চন্দ্র তালুকদার ছিলেন সংগীত শিল্পী এবং সংগীত শিক্ষক
- অঞ্জনা রায় একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব
- অছিম উদ্দিন আহম্মদ ছিলেন একজন ভাষা সৈনিক
- অখিলানন্দ স্বামী ছিলেন ধর্মপ্রচারক, সুবক্তা ও সুপণ্ডিত
- অখিল পাল একজন ভাস্কর শিল্পী
- অখিল চন্দ্র সেন রাজনীতি-সচেতন ও সংস্কৃতিমান আইনজীবী
অনার্য শান্ত ছোটবেলা থেকেই লেখালেখির সাথে জড়িত। তার একটি কবিতার বইয়ের নাম ‘ভিজুক না হয় প্রিয় কদম’। তার প্রকাশিত কাব্যগ্রন্থ তিনটি। ২০২৩ সালের জানুয়ারীতে নিজ গ্রামে প্রতিষ্ঠা করেছেন “সন্তোষ মাস্টার স্মৃতি পাঠাগার”। পাঠাগারকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ড। এ বছর বিতরন করেছেন দুই হাজার গাছের চারা।
তথ্যসূত্র
১. অনুপ সাদি, দোলন প্রভা, নেত্রকোণা জেলা চরিতকোষ, টাঙ্গন, ঢাকা, প্রথম প্রকাশ, জুন ২০২৪, পৃষ্ঠা ৩২১।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক ও গবেষক। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা এগারটি। ২০০৪ সালে কবিতা গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি পাঠকের সামনে আবির্ভূত হন। ‘সমাজতন্ত্র’ ও ‘মার্কসবাদ’ তাঁর দুটি পাঠকপ্রিয় প্রবন্ধ গ্রন্থ। সাহিত্য ও রাজনীতি বিষয়ে চিন্তাশীল গবেষণামূলক লেখা তাঁর আগ্রহের বিষয়।