অনার্য শান্ত একজন কবি

অনার্য শান্ত একজন কবি। তিনি ১৪ই এপ্রিল ১৯৭৭ সালে বাংলাদেশের নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার বনগ্রামে জন্মগ্রহণ করেন। তার মাতার নাম অর্চনা অধিকারী, পিতার নাম সন্তোষ অধিকারী।

অনার্য শান্ত পড়াশুনা করেছেন অষ্টম শ্রেণি পর্যন্ত নাগেরগাতী নবারুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে। তারপর ময়মনসিংহের তালদিঘী হাইস্কুল থেকে এসএসসি, নাসিরাবাদ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং আনন্দমোহন কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগ থেকে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

আরো পড়ুন

অনার্য শান্ত ছোটবেলা থেকেই লেখালেখির সাথে জড়িত। তার একটি কবিতার বইয়ের নাম ‘ভিজুক না হয় প্রিয় কদম’। তার প্রকাশিত কাব্যগ্রন্থ তিনটি। ২০২৩ সালের জানুয়ারীতে নিজ গ্রামে প্রতিষ্ঠা করেছেন “সন্তোষ মাস্টার স্মৃতি পাঠাগার”। পাঠাগারকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ড। এ বছর বিতরন করেছেন দুই হাজার গাছের চারা।

তথ্যসূত্র

১. অনুপ সাদি, দোলন প্রভা, নেত্রকোণা জেলা চরিতকোষ, টাঙ্গন, ঢাকা, প্রথম প্রকাশ, জুন ২০২৪, পৃষ্ঠা ৩২১।

Leave a Comment

error: Content is protected !!