হাসান ফকরীর পাঁচটি কবিতা
পিলসুজ শাহেরা খাতুন স্মরণে দীপ দেখেছো আলো দেখেছোদেখোনি কী দীপাধারআঁধার তাড়িয়ে আঁধারেই রয়পিলসুজ সভ্যতার। কাঁটা মাড়িয়ে রক্ত ঝরিয়েবানালো যাহারা পথভুলেও কি তাঁদের মনে করে কেউসে পথে চালিয়ে রথ? রাজসিক কত সভা সমাবেশপ্রাণ প্রকৃতির ওপরসিঁধু ও কানুর অনুসারীদেরবলো কে রাখে খবর! নৃত্য গীতের লোকশিল্পেরজনক জননী ভুলেকাক হয়ে কেউ দিচ্ছি উড়ালময়ূর পেখম মেলে! ঘাম ঝরিয়ে কাজ করে … Read more