মমতাময়ী বটবৃক্ষের মতো নানী
ভব মায়া ছেড়েচলে গেছো ওপারেমোরে একা করেআপনি ছিলে মোরমাতা পিতা আপন পরসর্ব থেকে অধিকতর। মোর হৃদয় ভিতরেতোমার বসবাস সর্ব জুড়েকি করে ভুলব তোমারেসুখে দুঃখে সর্ব ক্ষণেছিলে তুমি মোর সনেদৃঢ় আস্থার ছাতি বুনেযতই দুঃখ আসুক নেমেসুখ পায় আস্থার শিকড়ে গিয়েনানী নামের বটবৃক্ষ তলে। আজি মোরে নিঃস্ব করেনিষ্ঠুর ধরণী মাঝেচলে গেলে কোন না ফেরার দেশেএখন করিব কিদুঃখ … Read more