অনুপ সাদি প্রদত্ত বক্তৃতার তালিকা হচ্ছে ভাষণ ও আলোচনা

অনুপ সাদি প্রদত্ত বক্তৃতার তালিকা বা বক্তৃতাপঞ্জি বা অনুপ সাদি প্রদত্ত বক্তৃতামালা (ইংরেজি: List of speeches given by Anup Sadi) হচ্ছে তিনি গত দুই দশকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে যেসব আলোচনা ও ভাষণ প্রদান করেছেন তার একটি রেকর্ডকৃত তালিকা। এসব রেকর্ডের বেশিরভাগ গ্রহণ করা হয়েছিল বিভিন্ন ধরনের সেলুলার বা মোবাইল ফোনের অডিও ও ভিডিও রেকর্ডারে। তার প্রদত্ত এমন ১০টি অডিও ও ভিডিও রেকর্ড ইউটিউবে দেয়া হয়েছে। আপনারা সবগুলো রেকর্ড অনুপ সাদির বক্তৃতা নামের এই ভিডিওতালিকা থেকে দেখতে পাবেন।

অনুপ সাদি (জন্ম ১৬ জুন ১৯৭৭) একজন লেখক, কবি, প্রাবন্ধিক ও রাজনীতি বিশ্লেষক। তিনি যেসব বক্তব্য প্রদান করেছেন সেগুলোর প্রধান অংশ জুড়ে আছে রাজনীতি। এছাড়াও তিনি সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস, অর্থনীতি এবং তার চারপাশের অনেক মানুষ সম্পর্কে অনেক কথা বলেছেন যা আমাদের জন্য নবজাগরণ সৃষ্টিতে কাজে লাগবে। তার এসব বক্তৃতা ও আলোচনা যত মানুষের কাছে ছড়াবে ততই আমরা আমাদের মুগ্ধতা ও অনুশীলনের জায়গাগুলোকে বিস্তৃত করতে পারব। নিম্নে তার প্রদত্ত সবগুলো বক্তৃতার একটি তালিকা প্রদান করা হলো।

  1. স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রদত্ত বক্তৃতা, নেত্রকোনা সদর উপজেলা, ২৬ মার্চ ২০২১, বাংলা ভাষায়, ৯ মিনিট ৪৮ সেকেন্ড।
  2. কমরেড জ্যোতিষ বসু’র ৪০তম মৃত্যুবার্ষিকী স্মরণ সভা, ময়মনসিংহের উদীচী কার্যালয়, ১৮ জুন ২০২১, বাংলা ভাষায়, ১২ মিনিট ১০ সেকেন্ড।
  3. মানুষ সম্পর্কে শিক্ষার্থীদের প্রতি, নেত্রকোনা সরকারি মহিলা কলেজ, ৮ মার্চ ২০২১, বাংলা ভাষায়, ৪ মিনিট ৪৬ সেকেন্ড।
  4. সরকার আজিজের ষাট বছর উদযাপন সভা, এশিয়ান মিউজিক মিউজিয়াম, ময়মনসিংহ, ৫ ফেব্রুয়ারি ২০২১, বাংলা ভাষায় ৯ মিনিট ৪৭ সেকেন্ড।
  5. সাহিত্য বিষয়ক আলোচনা, অনলাইনে অংশগ্রহণ, ময়মনসিংহ, ১০ ডিসেম্বর ২০২০, বাংলা ভাষায়, ১৬ মিনিট ৩৬ সেকেন্ড।
  6. শিক্ষা দিবসের আলোচনা, নেত্রকোনা উদীচী কার্যালয়, ১৭ সেপ্টেম্বর ২০২০, বাংলা ভাষায়, ১৩ মিনিট ৫৮ সেকেন্ড।
  7. কমরেড আনোয়ার হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা, নেত্রকোনা টিইউসি কার্যালয়, ৯ ফেব্রুয়ারি ২০২০, বাংলা ভাষায়, ৮ মিনিট ৩২ সেকেন্ড।
  8. বিজয় দিবসের আলোচনা, নেত্রকোনা সরকারি মহিলা কলেজ, ১৬ ডিসেম্বর ২০১৯, বাংলা ভাষায়, ৩ মিনিট ৩০ সেকেন্ড।
  9. পরিকল্পনা ও উন্নয়ন একাডেমীর প্রথম আন্তর্জাতিক কনফারেন্সে, নীলখেত, ঢাকা, ২৪ নভেম্বর ২০১৯, ইংরেজি ভাষায়, ৩ মিনিট।
  10. বাংলা উইকিপিডিয়ার চারটি প্রকল্পে অবদান রাখা সম্পর্কিত আলোচনা, নেত্রকোনা সরকারি কলেজ, ৩ সেপ্টেম্বর, ২০১৯, বাংলা ভাষায়, ১২ মিনিট ২৯ সেকেন্ড।
  11. কার্ল মার্কসের ১৩২তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা, সিপিবি কার্যালয়, মালগুদাম, ময়মনসিংহ, ১৪ মার্চ ২০১৫, বাংলা ভাষায়, ৩ মিনিট ৪৫ সেকেন্ড।  
  12. কমরেড বিকাশ ভৌমিকের শোকসভা, ময়মনসিংহ মুসলিম ইন্সটিটিউট অডিটোরিয়াম, ১৪ নভেম্বর, ২০১৪ বাংলা ভাষায়, চার মিনিট ১৭ সেকেন্ড।
  13. গ্রাম সাহিত্য কেন্দ্রের সেমিনারে বক্তৃতা, কুকসাইর, গফরগাঁও, ময়মনসিংহ, ১৪ এপ্রিল ২০১৪, বাংলা ভাষায়, ১ মিনিট ২০ সেকেন্ড।
  14. উত্থানের উদ্বোধনী অনুষ্ঠান, ময়মনসিংহ মুসলিম ইন্সটিটিউট অডিটোরিয়াম, ৯ মার্চ ২০১৪ বাংলা ভাষায়, চার মিনিট।
  15. এইডস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা, গফরগাঁও উপজেলা কার্যালয়, ৩০ এপ্রিল ২০০৭, বাংলা ভাষায়, ৫ মিনিট ৫৮ সেকেন্ড।

অনুপ সাদি প্রদত্ত ভাষণগুলো দেখুন ইউটিউব থেকে

অনুপ সাদির বক্তব্য ও ভাষণ

উপরের এই তালিকাটি একটি অপূর্ণাঙ্গ তালিকা। তার আরো কিছু আলোচনা ও বক্তব্য ছড়িয়ে আছে। সেসব দেবার সংগে সংগে আমরা পাতাটি আপডেট করে দেব।

Leave a Comment

error: Content is protected !!