পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি

পাশ্চাত্য সাহিত্যতত্ত্ব (ইংরেজি: Western literary theories) হচ্ছে পাশ্চাত্য তথা ইউরোপের দাস, সামন্ত, পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক সমাজে উদ্ভূত সাহিত্য বিশ্লেষণের বহুবিধ মতবাদ। পাশ্চাত্যে বা ইউরোপ-আমেরিকায় উনিশ শতকের মধ্যেই শিল্প ও সাহিত্যে বিভিন্ন তত্ত্ব, ভাব ও আন্দোলনের মাধ্যমে যুগান্তকারী পরিবর্তন ঘটেছে এবং নতুন নতুন তত্ত্বের উদ্ভব ও বিস্তার লাভ করেছে। অর্থনৈতিক ক্ষেত্রে সাম্রাজ্যবাদের উদ্ভবের সংগে সংগে পাশ্চাত্যে ফ্রয়েডবাদ, নারীবাদ, আধুনিকবাদ, ইমপ্রেসনিজম, পরাবাস্তববাদ, যথাস্থিতবাদ, দাদাবাদ, অস্তিত্ববাদ ইত্যাদি মতবাদগুলো প্রচারিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নয়া উপনিবেশবাদীকালে এসেছে সেসব মতবাদের উত্তরাধিকার।

দাস সমাজের গ্রিক ও রোমান সাহিত্যতত্ত্ব

  • প্লেটো
  • এরিস্টটল ও তার কাব্যতত্ত্ব
  • হোরেস
  • লঙ্গিনুস

সাহিত্যতত্ত্বের ধারা

রোমান্টিকতাবাদ

জন কিটস

রিয়ালিজম

ন্যাচারালিজম মার্কসবাদ ফ্রয়েডবাদ নারীবাদ আধুনিকবাদ উত্তরাধুনিকবাদ

সাহিত্য সমালোচনা পদ্ধতি

সাহিত্য সমালোচনা পদ্ধতি বা সাহিত্য সমালোচনা রীতি (ইংরেজি: Methods of literary criticism) হচ্ছে সাহিত্যতত্ত্ব বিচার করবার বহুমুখী উপায় বা ধরন। সামাজিক পরিবর্তনের সাথে সাথে সাহিত্য চিন্তার বিবর্তন বা রূপান্তরের ধরন অনুযায়ী এসব সাহিত্য সমালোচনা পদ্ধতির উদ্ভব ঘটেছে। নিম্নে পদ্ধতিসমূহ আলোচিত হলো।

  • ইতিহাসমূলক
  • তুলনামূলক
  • বিশ্লেষণমূলক
  • মূল্যবিচারমূলক
error: Content is protected !!