ছন্দ চিরকালই স্বীকৃত ও চর্চিত বিষয় কবিতার রূপ বিচারে
ছন্দ (ইংরেজি: Meter) চিরকালই স্বীকৃত ও চর্চিত বিষয় কবিতার রূপ বিচারের ক্ষেত্রে। কেননা, কবিতার সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ উপাদান হলো ছন্দ। কবিতার ছন্দ হয়ে উঠেছে বিধৃত চেতনার অনিবার্য রূপকলা। একমাত্র কাব্যধর্মী নাটক ছাড়া সাহিত্যের অন্যসব রূপ (Form) থেকে কবিতাকে পৃথক করে এই ছন্দ। ছন্দ সংস্কৃতে লঘু ও গুরু অক্ষরের নিয়মানুসারী বিন্যাস। আচ্ছাদন করে তাকেই ছন্দ বলা হয়, … Read more