জাগো বাহে, কোনঠে সবাই
যাদের আমরা পাগল হিসাবে ভাবি বা পাগল হিসাবে দেখি, তাদের মধ্যে কিছু পাগল আছেন, তারা অন্যের জীবন, সমাজ সংসার দেশপ্রেমে নিজেকে প্রহরী বানিয়ে চলছেন বসুন্ধরায়। নিজে অপুষ্টির শিকার হয়ে, অন্যদের পুষ্টি বিতরণে কাজ করছেন এক অন্ধকারের বিরুদ্ধে। নিজের সমস্যা সম্পর্কে সচেতন নয়, কিন্তু নিজের চেষ্টায় অন্যকে সমস্যামুক্ত করতে সক্ষম। দোষ-গুণ মিলিয়েই তো মানুষ। আমরা কেউই … Read more