প্যারাডাইস লস্ট হচ্ছে ইংরেজ কবি জন মিল্টনের অমিত্রাক্ষর ছন্দে লেখা মহাকাব্য
প্যারাডাইস লস্ট বা প্যারাডাইজ লস্ট (ইংরেজি: Paradise Lost) হচ্ছে সপ্তদশ শতাব্দীর ইংরেজ কবি জন মিলটনের অমিত্রাক্ষর ছন্দে লেখা একটি মহাকাব্য। ১৬৬৭ খ্রিস্টাব্দে প্রকাশিত প্রথম সংস্করণে দশ হাজার লাইনের শ্লোকযুক্ত দশটি খণ্ড ছিল। ১৬৭৪ খ্রিস্টাব্দের পরে দ্বিতীয় সংস্করণটি ছোট ছোট সংশোধনসহ বারটি খণ্ডে সাজিয়ে প্রকাশিত হয়। এই মহাকাব্যের কাহিনী অংশ বাইবেল থেকে গৃহীত। এরূপ একটি ঘটনা … Read more