প্লেটোর শিক্ষাতত্ত্ব হচ্ছে তাঁর ন্যায় সংক্রান্ত তত্ত্বের অভীষ্ট লক্ষ্যে পৌঁছার শিক্ষাব্যবস্থা
প্লেটোর শিক্ষাতত্ত্ব বা প্লেটোর শিক্ষাব্যবস্থা (ইংরেজি: Plato’s Theory of Education) হচ্ছে তাঁর ন্যায়তত্ত্বের অভীষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য একটি পরিকল্পিত শিক্ষাব্যবস্থার রূপরেখা। এই শিক্ষাব্যবস্থা মানুষকে এক একটি বিশেষ কাজের জন্য যোগ্য করে গড়ে তুলবে, আর সেই কাজে নিঃস্বার্থভাবে আত্মনিয়োগ করতে শেখাবে। দার্শনিক প্লেটোর মতে এভাবেই ‘ন্যায়’ অর্জিত হবে। এই শিক্ষা পদ্ধতির মাধ্যমে ব্যক্তি পরিশুদ্ধ হবে, কাঙ্ক্ষিত রাষ্ট্রের … Read more