বিভিন্ন দার্শনিকের দেয়া দর্শনের বিভিন্ন সংজ্ঞা বিষয়ক আলোচনা
দর্শনের সংজ্ঞা বা দর্শন কী বা কাকে বলে (ইংরেজি: Definitions of Philosophy) সংক্রান্ত আলোচনায় দার্শনিকগণ সম্পূর্ণভাবে একমত হতে পারেননি। তাই বিভিন্ন দার্শনিক দর্শনের ভিন্ন ভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। এই সংজ্ঞাগুলো থেকে আমরা দর্শনের একটি সামগ্রিক রূপ লাভ করতে পারি। নিচে দার্শনিকদের বিভিন্ন সংজ্ঞা তুলে ধরা হলো। বিভিন্ন দার্শনিকের দেয়া দর্শনের বিভিন্ন সংজ্ঞা দর্শন অধিবিদ্যার সাথে … Read more