যুক্তফ্রন্ট ও যুবসমাজ

জর্জি দিমিত্রভ
জর্জি দিমিত্রভ

যুবসমাজকে ফ্যাসিস্ট সংগঠনের মধ্যে নিয়ে আসা ফ্যাসিবাদের জয়লাভে কি ভূমিকা গ্রহণ করছে তা আমি আগেই দেখিয়েছি। যুবসমাজের কথা বলতে গিয়ে আমাদের খোলাখুলি বলা দরকার যে, আমরা পুঁজির আক্রমণের বিরুদ্ধে, ফ্যাসিবাদ এবং যুদ্ধের বিপদের বিরুদ্ধে সংগ্রামে মেহনতী যুবসমাজকে টেনে আনার কাজকে অবহেলা করেছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুবসমাজের অপরিসীম গুরুত্ব আমরা ছোট করে দেখেছি। আমরা সবসময়ে যুবকদেয় বিশেষ অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক আগ্রহ সম্বন্ধে সজাগ থাকিনি। একইভাবে, আমরা যুবসমাজের বিপ্লবী শিক্ষার প্রতি উপযুক্ত মনোযোগ দিইনি।

ফ্যাসিবাদ এই সবকিছুই চাতুর্যের সঙ্গে ব্যবহার করছে এবং অনেক দেশে, বিশেষ করে জার্মানিতে যুবসমাজের একটা বিরাট অংশকে প্রলেতারীয় বিরোধী পথে ভুলিয়ে নিয়ে গেছে। একথা মনে রাখা দরকার যে, ফ্যাসিবাদ যে প্রলোভন দিয়ে যুবকদের ধরছে তা শুধু সমরবাদের জাঁকজমকই নয়। তাদের কাউকে সে নিজের বাহিনীতে খাওয়ায় পরায়, অন্যদের কাজ দেয়, এমন কি যুবকদের জন্য তথাকথিত সাংস্কৃতিক প্রতিষ্ঠানও গড়ে তোলে, আর এইভাবে তাদের এই আদর্শে উদ্বুদ্ধ করে তোলার চেষ্টা করে সে সত্যিই মেহনতী যুবসমাজকে অন্ন বস্ত্র শিক্ষা এবং কাজ দিতে চায় এবং দিতে পারে।

অনেকগুলি পুজিবাদী দেশে আমাদের ইয়ং কমিউনিস্ট লীগ এখনও পর্যন্ত প্রধানত জনগণ থেকে বিচ্ছিন্ন সঙ্কীর্ণ সংগঠন। তাদের মূল দুর্বলতা এই যে, তারা এখনও পর্যন্ত কমিউনিস্ট পার্টিগুলিকে ও কমিউনিস্ট পার্টির কাজের ধরণ ও পদ্ধতিকে অনুকরণ করার চেষ্টা করছে, আর একথা ভুলে যাচ্ছে যে, ইয়ং কমিউনিস্ট লীগ তরুণদের কমিউনিস্ট পার্টি নয়। এই সংগঠনের যে নিজস্ব কতকগুলি বিশেষ কাজ আছে তার প্রতি তারা যথেষ্ট মনোযোগ দেয় না। এই সংগঠনের কাজের পদ্ধতি ও ধরণকে, শিক্ষা ও সংগ্রামকে যুবসমাজের বিশেষ স্তরের প্রয়োজনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।

আমাদের তরুণ কমিউনিস্টরা ফ্যাসিস্ট বর্বরতা এবং বুর্জোয়া প্রতিক্রিয়ার বিরুদ্ধে লড়াইয়ে বীরত্বের স্মরণীয় উদাহরণ রেখেছেন। কিন্তু এখনও পর্যন্ত সেই যোগ্যতা তাদের হয়নি যাতে নিরলস ও সুনির্দিষ্ট কাজের মাধ্যমে তারা যুবসমাজকে শত্রুদের প্রভাব থেকে মুক্ত করে আনতে পারে। তারা যো এখনও পর্যন্ত ফ্যাসিস্ট সংগঠনে কাজ করার ব্যাপারে বিরোধিতা কাটিয়ে উঠতে পারেনি এবং সোশ্যালিস্ট ও অন্যান্য অ-কমিউনিস্ট যুবসমাজের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি যে সব সময়ে সঠিক হয় না তা থেকেই একথা প্রমাণিত হয়।

এসমস্ত কিছুর দায়িত্বের একটা বড় অংশ অবশ্যই কমিউনিস্ট পার্টিদেরও বহন করতে হবে, কারণ তাদের এই ইয়ং কমিউনিস্ট লীগকে তার কাজে নেতৃত্ব দেওয়া ও সমর্থন করা উচিত। কারণ যুবসমাজের সমস্যা শুধু ইয়ং কমিউনিস্ট লীগের সমস্যা নয়। এটি সমগ্র কমিউনিস্ট আন্দোলনের সমস্যা। যুবসমাজকে টেনে আনার সংগ্রামে কমিউনিস্ট পার্টি এবং ইয়ং কমিউনিস্ট লীগ সংগঠনগুলিকে অবশ্যই সত্যি সত্যি নিয়ামক পরিবর্তন আনতে হবে। পুঁজিবাদী দেশগুলিতে কমিউনিস্ট যুব আন্দোলনের প্রধান কাজ হবে মেহনতী তরুণ সমাজকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করার পথে একটি যুক্তফ্রন্ট গঠনের কাজে সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া। যুবসমাজের বিপ্লবী আন্দোলনের জন্য এই পথে প্রথম পদক্ষেপের অপরিসীম গুরুত্ব, তা ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘটনাবলী থেকে দেখা যায়। এইসব দেশে যুক্তফ্রন্টের কৌশল প্রয়োগ করার সঙ্গে সঙ্গেই যথেষ্ট সাফল্য পাওয়া গেছে। আন্তর্জাতিক যুক্তফ্রন্টের ক্ষেত্রে প্যারিসে ফ্যাসিবিরোধী এবং যুদ্ধবিরোধী কমিটির ফ্যাসী- বাদী নয় এমন সমস্ত যুবসংস্থার আন্তর্জাতিক সহযোগিতা প্রতিষ্ঠার কাজে সফল উদ্যোগ এই প্রসঙ্গে বিবেচনার যোগ্য।

আরো পড়ুন

যুবসমাজের যুক্তফ্রন্ট আন্দোলনে এইসব সাম্প্রতিক সফল পদক্ষেপ আরও দেখিয়ে দিচ্ছে যে, যুবসমাজের যুক্তফ্রন্ট যে রূপ নেবে তা’ বাঁধাধরা হবে না, কমিউনিস্ট পার্টির কাজে যা দেখা যায় তেমনই যে হওয়া দরকার তাও নয়। ইয়ং কমিউনিস্ট লীগ সর্বপ্রকারে চেষ্টা করবে বিভিন্ন ধরনের ‘বিভিন্ন সংস্থা গঠনসহ যুবকদের সমস্ত অ-ফ্যাসিষ্ট গণসংগঠনের শক্তিগুলিকে ঐক্যবদ্ধ করার। ফ্যাসিবাদের বিরুদ্ধে, যে অভূতপূর্বভাবে যুবসমাজ তার সমস্ত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তার বিরুদ্ধে, যুবসমাজের উপর সামরিক জীবন চাপিয়ে দেবার বিরুদ্ধে এবং তরুণ সমাজের অর্থনৈতিক, সাংস্কৃতিক অধিকার রক্ষার জন্য যুবকদের অ-ফ্যাসিস্ট সমস্ত শক্তিগুলিকে ঐক্যবদ্ধ করতে হবে যাতে এই তরুণ মেহনতী জনতাকে ফ্যাসিবিরোধী ফ্রন্টে টেনে আনা যায়, তা সে তার কারখানায়, বাধ্যতামূলক শ্রম শিবিরে, শ্রমবিনিময় সংস্থায়, সৈন্যব্যারাক এবং নৌবাহিনীতে, স্কুলে ও বিভিন্ন খেলাধূলা সাংস্কৃতিক ও সংস্থায়-যেখানেই থাকুক না কেন।

ইয়ং কমিউনিস্ট লীগ গড়ে তোলা এবং শক্তিশালী করার সঙ্গে সঙ্গে আমাদের ইয়ং কমিউনিস্ট লীগ সদস্যদের কাজ হলো শ্রেণীসংগ্রামের ভিত্তিতে কমিউনিস্ট ও সোশ্যালিস্ট যুব লীগগুলির ফ্যাসিবিরোধী সংঘ গড়ে তোলার চেষ্টা করা।

Leave a Comment

error: Content is protected !!