এটা কি স্পষ্ট নয় যে, তৃতীয় (কমিউনিস্ট) ও দ্বিতীয় আন্তর্জাতিক, এই দুটি আন্তর্জাতিকের সংশ্লিষ্ট পার্টির ও সংগঠনগুলির অনুগামীদের যুক্ত কর্মধারা ফ্যাসিবাদের আক্রমণ প্রতিহত করতে জনগণকে সাহায্য করবে এবং শ্রমিক শ্রেণির রাজনৈতিক গুরুত্ব বাড়াবে?
ফ্যাসিবাদের বিরুদ্ধে দুটি আন্তর্জাতিকের অন্তর্ভুক্ত পার্টিগুলির যুক্ত কর্মধারা শুধু যে তাদের বর্তমান অনুগামী, কমিউনিস্ট ও সোশ্যাল ডেমোক্র্যাটদের প্রভাবিত করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে তা নয়, এটি সাধারণ ক্যাথলিক নৈরাজ্যবাদী, সংগঠিত শ্রমিক, সাময়িকভাবে যারা ফ্যাসিবাদী বাকচাতুরীর শিকার হয়েছে তাদের ওপরও শক্তিশালী প্রভাব বিস্তার করবে।
উপরন্তু সর্বহারার একটি শক্তিশালী যুক্তফ্রন্ট মেহনতি মানুষের অন্য সকল স্তর—কৃষক, শহরের পেটি বুর্জোয়া ও বুদ্ধিজীবী শ্রেণির ওপরও প্রচণ্ড প্রভাব বিস্তার করবে। যুক্তফ্রণ্ট দ্বিধাগ্রস্ত গোষ্ঠিগুলিকে শ্রমিক শ্রেণির শক্তিতে আস্থা স্থাপনে অনুপ্রাণিত করবে।
কিন্তু তবুও এই-ই সব নয়। সাম্রাজ্যবাদী দেশগুলির সর্বহারা শ্রেণির যারা মিত্র হতে পারে তারা শুধু যে তার নিজের দেশের মেহনতি জনগণের মধ্যে আছে তাই নয়, উপনিবেশ ও আধা-উপনিবেশের নিপীড়িত জাতিগুলির মধ্যেও আছে ৷ জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বহারা শ্রেণি যদি বিভক্ত হয়, যদি আর একটি অংশ বুর্জোয়াদের সঙ্গে, বিশেষ করে উপনিবেশ ও আধা-উপনিবেশগুলিতে এর শোষণ ব্যবস্থার সঙ্গে সহযোগিতার নীতিকে সমর্থন করে তাহলে উপনিবেশ ও আধা-উপনিবেশগুলির নিপীড়িত জনগণ থেকে শ্রমিক শ্রেণি বিচ্ছিন্ন ও বিশ্বব্যপী সাম্রাজ্যবাদ বিরোধী মোর্চা দুর্বল হয়ে পড়ে। পুঁজিবাদী দেশগুলির সর্বহারাদের দ্বারা ঔপনিবেশিক জনগণের মুক্তি সংগ্রামকে সমর্থন এই ঐক্যবদ্ধ কর্মধারার পথেই পদক্ষেপ এবং এই পদক্ষেপ ঔপনিবেশিক ও আধা-ঔপনিবেশিক জনগণের বিশ্ব-সর্বহারার সবচেয়ে গুরুত্বপুর্ণ সংরক্ষিত শক্তিতে রূপান্তরই সূচিত করে ৷
পরিশেষে যদি আমরা মনে রাখি যে, সর্বহারার আন্তর্জাতিক ঐক্যবদ্ধ কর্মধারা সর্বহারার রাষ্ট্র সমাজতান্ত্রিক দেশ, সোভিয়েত ইউনিয়নের অবিচল শক্তি বৃদ্ধির ওপর ভরসা রাখে তাহলে আমরা জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বহারা শ্রেণির ঐক্যবদ্ধ কর্মধারার রূপায়ন কী ব্যাপক সুদূর-প্রসারী তার পরিচয় পাই।
আরো পড়ুন
- যুক্তফ্রন্ট ও যুবসমাজ
- ট্রেড ইউনিয়ন ঐক্যের জন্য সংগ্রাম
- ময়মনসিংহে সাম্প্রতিক বর্ণবাদচর্চা
- ফ্যাসিবাদ-বিরোধী গণফ্রন্ট
- যুক্তফ্রন্টের সারবস্তু ও রূপ
- যুক্তফ্রন্ট-বিরোধীদের প্রধান যুক্তি
- যুক্তফ্রন্টের গুরুত্ব
- ফ্যাসিবাদ একটি হিংস্র কিন্তু অস্থিতিশীল শক্তি
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের উৎস ও চরিত্র
- ফ্যাসিবাদের জয় কি অনিবার্য?
- বিজয়ী ফ্যাসিবাদ জনগণের জন্য কী বহন করে আনে?
- ফ্যাসিবাদের শ্রেণি চরিত্র
- সুভাষচন্দ্র বসুর জাতীয়তাবাদী চিন্তা হচ্ছে আগ্রাসনবিরোধী ও সাম্রাজ্যবাদবিরোধী
- সুভাষচন্দ্র বসুর রাষ্ট্রচিন্তা হচ্ছে স্বাধীনতা, সমাজতন্ত্র, ফ্যাসিবাদ ও জাতীয় মুক্তি
পুঁজিবাদের উৎখাত ও সর্বহারা বিপ্লবের সাফল্যের জন্য সংগ্রামে শ্রমিক শ্রেণির সংখ্যাগরিষ্ঠ অংশের ঐক্যবদ্ধ হওয়ার আগেই, শ্রমিক শ্রেণির সকল অংশের তাদের ভিন্ন ভিন্ন পার্টি ও সংস্থার প্রতি অনুগত্যের প্রশ্ন ব্যতিরেকেই, ঐক্যবদ্ধ কর্মধারা রূপায়নের প্রয়োজন রয়েছে। বিভিন্ন দেশে পৃথকভাবে এবং সমগ্র বিশ্বব্যাপী সর্বহারা জনগণের এই ঐক্যবদ্ধ কর্মধারার রূপায়ন কি সম্ভব? হ্যাঁ তাই, এবং এই মুহূর্তেই তা সম্ভব। ঐক্যবদ্ধ কর্মধারায় কমিউনিস্ট আন্তর্জাতিক একটি ছাড়া কোনো শর্ত আরোপ করে না, আর এই একটি শর্ত, যা প্রাথমিক ও সমস্ত শ্রমজীবী মানুষের কাছে গ্রহণযোগ্য তা হলো এই যে, এই ঐক্যবদ্ধ কর্মধারা ফ্যাসিবাদের বিরুদ্ধে, পুঁজির আক্রমণের বিরুদ্ধে, যুদ্ধের ভীতি প্রদর্শনের বিরুদ্ধে এবং শ্রেণিশত্রুর বিরুদ্ধে পরিচালিত হবে। এই হলো আমাদের শর্ত।
ফুলকিবাজ ডট কমে অতিথি লেখক হিসেবে রাজনৈতিক বিশ্লেষণ, কলাম, অনুবাদ, নিবন্ধ ও প্রবন্ধ লেখায় সম্মতি জ্ঞাপন করেছেন পূরবী সম্মানিত, ইভান অরক্ষিত, রনো সরকার, দিল আফরোজ, অনাবিলা অনা এবং রণজিৎ মল্লিক। এছাড়াও আরো অনেকের লেখা এখানে প্রকাশ করা হয়।