বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজসমূহের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ২০২০ সালের বোর্ড ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র এটি। প্রথম বর্ষের বিষয় কোড 211901-এর কোর্স রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন-এর অনুষ্ঠিত হওয়া প্রশ্নপত্র এটি। এই পরীক্ষাটি ২০২১ সালের নভেম্বরে অনুষ্ঠিত হয়েছিল। রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠনে যেসব বিষয় পড়ানো হয় তা এই প্রশ্নপত্র দেখে টের পাওয়া যাবে। প্রশ্নটি সম্পর্কে কোনো সমালোচনা থাকলে আমাদের জানাতে পারেন। আর উত্তরগুলি জানার চেষ্টা করলে আপনাদের জ্ঞান বাড়বে তা বলাই যায়।
রাষ্ট্রবিজ্ঞান
বিষয়কোড: 211901
রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন
সময় ৪ ঘণ্টা
পূর্ণমান ৮০
[দ্রষ্টব্য: প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে]
ক বিভাগ
(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)
মান — ১×১০=১০
১. (ক) রাষ্ট্রের উপাদান কয়টি?
(খ) সার্বভৌমত্বের একত্ববাদী মতবাদের প্রবক্তা কে?
(গ) আইনের দুটি উৎসের উল্লেখ কর।
(ঘ) জাতীয়তাবাদের জনক কে?
(ঙ) ‘Democracy is a government of the people, by the people and for the people’ — কে বলেছেন?
(চ) দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা চালু আছে এমন দুটি দেশের নাম লিখ।
(ছ) সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?
(জ) “The Spirit of Laws” গ্রন্থটির রচয়িতা কে?
(ঝ) সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কারা?
(ঞ) আমলাতন্ত্রের জনক কে?
(ট) জনমতের দুটো বাহনের নাম লিখ।
(ঠ) “The Ruling Class” গ্রন্থটির রচয়িতা কে?
খ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান — ৪×৫=২০
২. রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্য লিখ।
৩. যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কী?
৪. একটি উত্তম সংবিধানের দুটি বৈশিষ্ট্য আলোচনা কর।
৫. জনমতের সংজ্ঞা দাও।
৬. যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার চারটি পূর্বশর্ত উল্লেখ কর।
৭. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কী?
৮. রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য কী?
৯. অধ্যাদেশ বলতে কী বুঝ?
গ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান — ১০×৫=৫০
১০. অস্টিনের সার্বভৌম তত্ত্বটি মূল্যায়ন কর।
১১. রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদটি আলোচনা কর।
১২. সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিসমূহ আলোচনা কর।
১৩. আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের স্বাধীনতার রক্ষাকবচসমূহ আলোচনা কর।
১৪. তুমি কী মনে কর সংসদীয় প্রকৃতির সরকার অন্যান্য সরকার অপেক্ষা উত্তম? যুক্তি দেখাও।
১৫. বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উপায়সমূহ আলোচনা কর।
১৬. ‘অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের প্রতি হুমকিস্বরূপ’— ব্যাখ্যা কর।
১৭. উন্নয়নশীল দেশে গণতন্ত্রায়নে সুশীল সমাজের ভূমিকা আলোচনা কর।
আরো পড়ুন
- জাতীবি ইংরেজি তৃতীয় বর্ষ Introduction to Literary Criticism ২০২০ প্রশ্নপত্র
- জাতীবি ইংরেজি তৃতীয় বর্ষ Introduction to Literary Criticism ২০১৯ প্রশ্নপত্র
- জাতীবি ইংরেজি তৃতীয় বর্ষ Elizabethan and Jacobean Drama ২০১৯ প্রশ্নপত্র
- জাতীবি ইংরেজি তৃতীয় বর্ষ Elizabethan and Jacobean Drama ২০১৮ প্রশ্নপত্র
- জাতীবি ইংরেজি চতুর্থ বর্ষ Twentieth Century Poetry 2020 প্রশ্নপত্র
- জাতীবি ইংরেজি চতুর্থ বর্ষ Nineteenth Century Novel 2019 প্রশ্নপত্র
- জাতীবি ইংরেজি চতুর্থ বর্ষ Nineteenth Century Novel 2020 প্রশ্নপত্র
- জাতীবি রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্সের সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার ২০১৯ সালের প্রশ্নপত্র
- জাতীবি রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ বর্ষের আধুনিক রাষ্ট্রচিন্তার ২০২০ সালের প্রশ্নপত্র
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২০২০ প্রশ্নপত্র
- রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষের রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠনের ২০২০ ফাইনাল প্রশ্নপত্র
- জাতীবি রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্সের সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার ২০১৮ সালের প্রশ্নপত্র
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক ও গবেষক। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা এগারটি। ২০০৪ সালে কবিতা গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি পাঠকের সামনে আবির্ভূত হন। ‘সমাজতন্ত্র’ ও ‘মার্কসবাদ’ তাঁর দুটি পাঠকপ্রিয় প্রবন্ধ গ্রন্থ। সাহিত্য ও রাজনীতি বিষয়ে চিন্তাশীল গবেষণামূলক লেখা তাঁর আগ্রহের বিষয়।