সামাজিক শ্রেণি হচ্ছে একই প্রণালীতে জীবন নির্বাহকারী সমাজের একটি অংশ

শ্রেণি বা সামাজিক শ্রেণি, ইংরেজিতে Social Class, হলো একই প্রণালীতে জীবনযাত্রা নির্বাহ করে সমাজের এরূপ এক একটি অংশ। সমাজ বিকাশের নিয়মগুলি বোঝা ও ব্যাখা করবার জন্য সমাজের বড় বড় দলের লোকগুলোকে বলা হয় সামাজিক শ্রেণি। এটি দেখা দিয়েছে সামাজিক শ্রম বিভাগ আর সেইসংগে উৎপাদনের উপায়ের উপর ব্যক্তিগত মালিকানা উদ্ভবের ফলে। ব্যক্তিগত মালিকানা দেখা দেবার কারণেই সমাজ ভাগ হয়ে যায় ধনী আর দরিদ্রে, শোষক আর শোষিতে।

এটা স্বীকৃত যে, প্রাচীন সমাজে শ্রেণি ছিলো না, মানুষের মধ্যে অধীনতা ও পীড়নের সম্পর্ক ছিলো না, ফলে শোষণও ছিলো না। আদিম গোষ্ঠীবদ্ধ সমাজব্যবস্থার ভাঙনের যুগে শ্রেণি দেখা দেয় এবং তার রূপ লাভ করে। শ্রেণি সমাজ উদ্ভবের সর্বাধিক সাধারণ পূর্বশর্ত ছিলো কৃষিব্যবস্থার বিকাশ তথা উৎপাদন শক্তির বিকাশ। এ প্রক্রিয়া শেষ পর্যন্ত এমন মাত্রায় বৃদ্ধি পায় যখন লোকে জীবনধারণের জন্য প্রয়োজনের চেয়েও বেশি উৎপাদন করে। ফলে দেখা দিলো বাড়তি উৎপন্ন, নিজস্ব প্রয়োজনের চেয়ে অতিরিক্ত, দেখা দিল সামাজিক অসাম্য। কিছু কিছু অতিরিক্ত উৎপাদন হওয়ার ফলে অর্থনীতির দিক থেকে কিছু লোকের সম্ভব হলো বাকিদের পরিশ্রমে বেঁচে থাকা, এই সম্ভাবনা কার্যক্ষেত্রে রূপায়িত হলও ব্যক্তিগত মালিকানায়। ব্যক্তিগত মালিকানার আবির্ভাব ও বিকাশের ফলে গোষ্ঠীবদ্ধ সমাজব্যবস্থায় ভাঙন ধরে, বৈরি শ্রেণিসমূহের আবির্ভাব ঘটে, মানুষ কর্তৃক মানুষের শোষণ শুরু এবং রাষ্ট্রের উদ্ভব ঘটে। মানুষকে শোষণ করা কথাটির অর্থ হলও অন্যের মেহনতের ফল তাকে ভোগ করতে না দিয়ে নিজে ভোগ বা অন্যে ভোগদখল করা। শোষণ মানে অন্যের শ্রমে উপার্জিত জিনিস নিজে বা কোনো তৃতীয় পক্ষে ভোগ করা। সমাজে একে অন্যকে যখন শোষণ শুরু করলো তখন সমাজে বিভিন্ন শ্রেণির উদ্ভব হলো। ফ্রিডরিখ এঙ্গেলস দেখিয়েছেন,

“পশুপালন, কৃষি, গার্হস্থ শিল্প_ সমস্ত শাখায় উৎপাদনের বৃদ্ধিতে মানুষের শ্রমশক্তির পুনরুৎপাদনের জন্য যা প্রয়োজন তার চেয়ে বেশি জিনিস উৎপন্ন করা সম্ভব হলও। ঐ একই সময়ে এতে গোত্র অথবা গৃহস্থালি গোষ্ঠী অথবা একক পরিবারের সমস্ত সদস্যদের দৈনিক কাজের পরিমাণ বাড়ল। আরও শ্রমশক্তির যোগান বাঞ্ছনীয় হয়ে পড়ল। এটি যোগাল যুদ্ধ; যুদ্ধ বন্দিদের দাস করা হলও। ঐ বিশেষ ঐতিহাসিক অবস্থায় প্রথম বৃহৎ সামাজিক শ্রমবিভাগ শ্রমের উৎপাদিকা বাড়িয়ে অর্থাৎ সম্পদ বাড়িয়ে এবং উৎপাদনের ক্ষেত্রকে প্রসারিত করে তার পেছু অনিবার্যভাবেই দাসপ্রথাকে টেনে আনলো। প্রথম বৃহৎ সামাজিক শ্রমবিভাগ থেকে এলো শ্রেণিতে প্রথম বৃহৎ সামাজিক বিভাগ_ মালিক ও ক্রীতদাস, শোষক ও শোষিত।[১]

সমাজের একাংশের শ্রমকে অপরাংশ আত্মসাৎ করলেই শ্রেণি পাওয়া যায়। যেমন, ‘সমাজের একাংশ যদি সমস্ত ভূমি আত্মসাৎ করে থাকে তাহলে হয় জমিদার শ্রেণি ও কৃষক শ্রেণি। সমাজের একাংশের হাতে যদি থাকে কলকারখানা, শেয়ার এবং পুঁজি, আর অপর অংশ যদি কাজ করে ওইসব কলকারখানায়, তাহলে হয় পুঁজিপতি শ্রেণি এবং প্রলেতারিয়ান শ্রেণি’[২] বা বৃহত্তর অর্থে শ্রমিক শ্রেণি। উৎপাদনের উপকরণ আর উপায়ের অধিকারীরা নিজেদের জন্য একদল লোককে খাটাতে সক্ষম হয়। এই একদল লোকের উৎপাদনের উপকরণ ও উপায়ের উপর মালিকানা থাকে না, তাই তারা সেসবের ব্যক্তিমালিকদের কাছে মজুরি নিয়ে শ্রমশক্তি বিক্রয়ে বাধ্য হয়। এতে উৎপাদনের উপায়ের মালিকেরা তাদের জন্য যারা খাটছে তাদের শ্রম আত্মসাৎ করতে পারে। একদল লোক শোষিত হয় অন্য দলের মারফত। শ্রেণি বিষয়ে মার্কসীয় মতবাদের ব্যাখ্যা প্রসঙ্গে লেনিন একটা বিশদ সংজ্ঞা দেন। তিনি লেখেন;

“সামাজিক উৎপাদনের ইতিহাস-নির্দিষ্ট ব্যবস্থায় নিজেদের স্থান, উৎপাদনের উপায়ের সংগে তাদের সম্পর্ক (অধিকাংশ ক্ষেত্রে যা আইন রূপে বিধিবদ্ধ), শ্রমের সামাজিক সংগঠনে তাদের ভূমিকা, সুতরাং যে সামাজিক সম্পদ তাদের হাতে রয়েছে তার কতটা অংশ ও পাবার উপায় অনুসারে লোকেদের পৃথক বড়ো বড়ো দলকে বলা হয় শ্রেণি। শ্রেণি হলো লোকেদের তেমন সব গ্রুপ, সামাজিক অর্থনীতির নির্দিষ্ট ব্যবস্থায় তাদের বিভিন্ন স্থানের দরুন একদল অপর দলের শ্রম আত্মসাৎ করতে পারে।”[৩]

অর্থাৎ শ্রেণি হচ্ছে বিশাল সংখ্যার একদল লোক যারা উৎপাদনের উপায়ের সংগে সম্পর্ক, শ্রমের সামাজিক সংগঠন, সামাজিক সম্পদ প্রাপ্তির প্রণালী আর পরিমাণের দিক থেকে পৃথক। এক্ষেত্রে শোষক দলটা সংখ্যায় অল্প, শোষিতরা অধিকাংশ। এই যে একদল লোক শোষক, উৎপীড়ক এবং অন্যদল শোষিত ও উৎপীড়িতরূপে সৃষ্ট হয়, তাদের বলা হয় বৈরী শ্রেণি, কারণ তাদের স্বার্থ আপোষহীন।[৪]

মানুষ শ্রম করে। এই শ্রমকে ঘিরে সমাজে বিভাজনের নানা রূপ সৃষ্টি হয়েছে। শ্রমবিভাজন ঘটেছে দৈহিক শ্রমের ক্ষেত্রে, মানসিক শ্রমের ক্ষেত্রেও। সম্পত্তির বিষয়টি আসলে শ্রেণি সম্পর্কেরই ফলশ্রুতি। কার্ল মার্কস লিখেছেন,

“শিল্প-কারখানার (Industry) উন্নতির বিভিন্ন স্তরে সম্পত্তির প্রশ্নটি সম্পর্কিত করেছে সর্বদাই যে কোনো শ্রেণির জন্য জীবন প্রশ্ন হিসেবে। আধিপত্য এবং বশ্যতার সম্পর্কের পূর্ববর্তী কোনো সম্পত্তি নেই এবং আধিপত্য এবং বশ্যতা হচ্ছে খুব বেশি স্পষ্ট সম্পর্ক।”[৫]

একমাত্র সম অবস্থানে থেকে ও উৎপাদন সম্পর্কের ক্ষেত্রে বৈরিমূলক দ্বন্দ্বকে ধারণ করে সংঘবদ্ধ চেতনায় এলেই শ্রেণি সৃষ্টি হয়। কার্ল মার্কস লিখেছেন,

“লক্ষ লক্ষ পরিবার যখন এমন আর্থিক অবস্থায় জীবনযাপন করে যার ফলে তাদের জীবনযাত্রার ধরন, তাদের স্বার্থ ও সংস্কৃতি অন্যান্য শ্রেণির থেকে স্বতন্ত্র হয় এবং শেষোক্তদের প্রতি তাদের বৈরিভাব জাগিয়ে তোলে, তখন সে দিক থেকে তারা একটি শ্রেণি বটে। এই ছোট ভূসম্পত্তির মালিক চাষিদের মধ্যে যোগাযোগ যে পরিমাণে স্থানীয় মাত্র, এবং স্বার্থের অভিন্নতা তাদের ভিতর যে পরিমাণে কোনো যৌথসত্ত্বা, জাতিগত বন্ধন অথবা রাজনৈতিক সংগঠন এনে দেয়নি, সেই পরিমাণে তারা আবার শ্রেণি নয়।”[৬]

পুঁজিবাদী উৎপাদন পদ্ধতির উপরে প্রতিষ্ঠিত পুঁজিবাদী সমাজের তিনটি শ্রেণি মজুরি শ্রমিক, বুর্জোয়া আর জমিদারেরা মিলে গঠিত হয়। কিন্তু এই শ্রেণি রূপটিও বিশুদ্ধ কোনো স্পষ্ট রূপে দেখা যায় না। এমনকি মধ্য ও অন্তর্বর্তী স্তরগুলি সর্বত্র লুপ্ত করে দেয় তাদের সীমারেখাগুলোকে। কার্ল মার্কস লিখেছেন,

“আমরা দেখেছি যে, পুঁজিবাদী উৎপাদন পদ্ধতির বিকাশের ক্রমাগত প্রবণতা ও বিকাশের নিয়মটি হচ্ছে শ্রম থেকে উৎপাদনের উপকরণকে বেশি বেশি করে বিচ্ছিন্ন করা, এবং বিরাট বিরাট গ্রুপগুলোতে উৎপাদনের বিক্ষিপ্ত উপকরণগুলিকে বেশি বেশি করে কেন্দ্রীভূত করা এবং এইভাবে শ্রমকে মজুরি-শ্রমে এবং উৎপাদনের উপকরণকে পুঁজিতে রূপান্তরিত করা। একইসাথে, এই প্রবণতার সংগে সহগামী হয় পুঁজি এবং শ্রম থেকে জমির মালিকানার স্বতন্ত্র পৃথকীভবন, কিংবা সমস্ত জমির মালিকানার পুঁজিবাদী উৎপাদন পদ্ধতি অনুযায়ী ভূমিগত সম্পত্তিতে রূপান্তরণ।”[৭]

শ্রেণিসমাজের অবলুপ্তির জন্য প্রলেতারিয়েতের প্রয়োজন হয় শ্রেণিচেতনা। এই শ্রেণিচেতনা তৈরি হবার পূর্বেই দেখা দিয়েছে শ্রেণি হিসেবে প্রলেতারিয়েতের উদ্ভব। যেমন কার্ল মার্কস ১৮৪৭ সালের জুলাইতে প্রকাশিত দর্শনের দারিদ্র গ্রন্থে যা লিখেছেন সেসবের সমর্থন পাবো তাঁর পুঁজি গ্রন্থেও,

“অর্থনৈতিক অবস্থা প্রথমে দেশের সাধারণ মানুষকে শ্রমিকে রূপান্তরিত করেছিল। পুঁজির ঐক্যজোট এই সব সাধারণ মানুষের জন্য একটি সাধারণ পরিস্থিতি, একটি সাধারণ স্বার্থের জন্ম দিয়েছে। এই জনতা, এইভাবে, পুঁজির বিরুদ্ধে একটি শ্রেণি হিসেবে পরিগণিত, কিন্তু তখনও নিজেদের জন্য একটি শ্রেণি হিসেবে নয়। সংগ্রামের ক্ষেত্রে, যে সংগ্রাম সম্পর্কে আমরা কয়েকটি স্তরের কথা উল্লেখ করেছি মাত্র, এই জনতা ঐক্যবদ্ধ হয় এবং নিজেদেরকে নিজেদের জন্যই শ্রেণি হিসেবে সংগঠিত করে।”[৮]

কার্ল মার্কসের পুঁজি গ্রন্থের ১ম খণ্ডের ৮ম অধ্যায়টি আদি সঞ্চয়ের ভয়াবহ ইতিহাসকে তুলে ধরে। আদি সঞ্চয়ের সাথে সাথে বাড়তে থাকে শহুরে প্রলেতারিয়েতের সংখ্যা। এই বিপুল সংখ্যক প্রলেতারিয়েতকে গ্রাম থেকে উৎখাত করে শহরে নিক্ষেপ করা হয়। কার্ল মার্কস লিখেছেন যে, পুঁজিবাদী শ্রেণি গঠনের ক্ষেত্রে যেসব বিপ্লব হাতলের কাজ করে সেগুলোর ভেতরে,

“সর্বোপরি যুগান্তকারী হলও সেইসব সন্ধিক্ষণ যখন বিপুলসংখ্যক লোককে সহসা ও সবলে তাদের জীবনধারণের উপায় থেকে ছিন্ন করে এনে শ্রমবাজারে নিক্ষেপ করা হয় মুক্ত ও ‘অনাবদ্ধ’ প্রলেতারিয় হিসেবে। ভূমি থেকে কৃষি-উৎপাদকদের, কৃষকের উচ্ছেদই হলও গোটা প্রক্রিয়াটার মূলকথা।”[৯]

কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলস শ্রেণি বিষয়টিকে প্রধানত ও প্রথমত অর্থনৈতিক বিষয় হিসেবে নির্ধারণ করেন। তাঁরা উৎপাদন প্রণালীতে বিভক্ত হয়ে পড়া বড় জনসমষ্টিকে শ্রেণি হিসেবে চিহ্নিত করেন। তাঁদের মতে শ্রেণি হলো সমাজের মৌলিক কাঠামো এবং উৎপাদন প্রণালীতে তাদের স্থান দ্বারা বিভাজিত শ্রমের ফলশ্রুতি।[১০]

তাঁদের মতে, যে-শ্রেণি সমাজের শাসনে থাকে তাদের দৃষ্টিভঙ্গিই পরিচালক ভূমিকায় থাকে। মার্কস এবং এঙ্গেলস জার্মান ভাবাদর্শ গ্রন্থে শ্রেণি স্বার্থ রক্ষায় ভাবাদর্শের (Ideology) ব্যবহারিক দিকটি তুলে ধরেন এবং এই মত ব্যক্ত করেন যে, কল্পনাশক্তিসম্পন্ন ভাবাদর্শবিদেরা নিজ শ্রেণিস্বার্থটিকে সমাজের সমস্ত মানুষের সাধারণ স্বার্থ হিসেবে হাজির করে। মার্কস এই গ্রন্থে, বুর্জোয়া ভাবাদর্শবিদরা যে ভাবনাকে (Ideas) শাসক শ্রেণির স্বার্থে ব্যবহার করে নিজ শ্রেণির স্বার্থকে আড়াল করে এবং শাসক শ্রেণির স্বার্থকে শাশ্বত, সর্বজনীন ও স্বাধীন বিষয় হিসেবে হাজির করার মধ্য দিয়ে ভাবাদর্শকে শ্রেণি হিসেবে টিকে থাকার কাজে ব্যবহার করে, তা তুলে ধরেন। এ থেকে ভাবাদর্শ, ভাবনা ও ভাববাদের (Idealism) ব্যবহারিক ও সামাজিক তাৎপর্যটি বেরিয়ে আসে। মার্কস মনে করেন, শ্রেণি সমাজে বস্তুগত উৎপাদনের উপর নিয়ন্ত্রণের মাধ্যমে সেই সমাজের কর্তৃত্বশালী শাসক শ্রেণি ভাবনাজগতের উপর নিয়ন্ত্রণের পরিবেশ সৃষ্টি করে। তিনি লিখেছেন,

“প্রত্যেকটা যুগে শাসক শ্রেণির ভাবনাই কর্তৃত্বশালী ভাবনা, অর্থাৎ কিনা, যে শ্রেণিটা সমাজে শাসনকারী বৈষয়িক শক্তি, সেটা একই সংগে কর্তৃত্বকর বুদ্ধিবৃত্তিগত শক্তিও বটে। বৈষয়িক উৎপাদনের উপকরণ যে শ্রেণির আয়ত্ত্বে থাকে সে শ্রেণিটাই একই সংগে নিয়ন্ত্রণ করে মানসিক উৎপাদনের উপায়-উপকরণ। মোটামুটি বলা যায়, এইভাবে, মানসিক উৎপাদনের উপায়-উপকরণ যাদের নেই তাদের ভাবনা ঐ শ্রেণির নিয়ন্ত্রণাধীন। কর্তৃত্বশীল ভাবনা প্রাধান্যশালী বৈষয়িক সম্পর্কসমূহের ভাবগত অভিব্যক্তির চেয়ে, ভাবনা হিসেবে উপলব্ধ প্রাধান্যশালী বৈষয়িক সম্পর্কসমূহের চেয়ে, আর তার থেকে, যেসব সম্পর্ক একটা শ্রেণিকে করে তোলে শাসক সেগুলোর চেয়ে বেশি কিছু নয়, কাজেই এই শ্রেণির প্রাধান্যের ভাবনা।[১১]

কার্ল মার্কস উল্লেখ করেছেন যে ভাবাদর্শ সমাজের বিদ্যমান বাস্তব সম্পর্ককে বিকৃত ও উলটোভাবে (twisting and inversion) হাজির করে। এর ফলে ভাবাদর্শ বাস্তব বিরোধকে গোপন করে শাসক শ্রেণির স্বার্থ রক্ষা করে। এভাবে তারা বাস্তব বিরোধকে কাজে লাগিয়ে সামাজিক বিপ্লবের পক্ষে পৃথিবীকে পালটে দেবার কাজে অগ্রণী থাকেন।[১২]

তথ্যসূত্র:

১. ফ্রিডরিখ এঙ্গেলস, পরিবার ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রের উৎপত্তি, মার্চ জুন, ১৮৮৪, মার্কস এঙ্গেলস রচনা সংকলন, দ্বিতীয় খণ্ড, প্রথম অংশ, প্রগতি প্রকাশন, মস্কো, ১৯৭২, পৃষ্ঠা ৩০৯
২. দেখুন, ভি. আই. লেনিন, জনশিক্ষা; প্রগতি প্রকাশন, মস্কো, তারিখহীন; পৃষ্ঠা ১০৭।
৩. V. I. Lenin, ‘A Great Beginning’, Collected Works, Vol. 29, Progress Publishers, Moscow, 1977, P. 421
৪. আ. ইয়ার্মাকোভা ও ভ. রাত্নিকভ; শ্রেণি ও শ্রেণিসংগ্রাম, প্রগতি প্রকাশন, মস্কো;১৯৮৮; পৃষ্ঠা- ২১।
৫. কার্ল মার্কস, রাজনৈতিক ও অর্থনৈতিক সমালোচনা, ইংরেজি বাক্যগুলো এরকম: The property question relating to the different stages of development of industry has always been the life question of any class. There is no property anterior to the relation of domination and subjection which are far more concrete relation.
৬. কার্ল মার্কস; লুই বোনাপার্টের আঠারোই ব্রুমেয়ার, মার্কস এঙ্গেলস রচনা সংকলন, প্রথম খণ্ড প্রথম অংশ, প্রগতি প্রকাশন মস্কো, ১৯৭২, পৃষ্ঠা ৩২৯।
৭. কার্ল মার্কস, পুঁজি, তৃতীয় খণ্ড, পীযূষ দাশগুপ্ত অনূদিত, ষষ্ঠ খণ্ড, বাণীপ্রকাশ কলকাতা, জুন ২০০৯, পৃষ্ঠা ৪১১
৮. কার্ল মার্কস, দর্শনের দারিদ্র, আলাউদ্দিন আহমদ অনূদিত, স্বপন স্মৃতি পরিষদ, ঢাকা, ফেব্রুয়ারি ২০০৫, পৃষ্ঠা ১৫৭-১৫৮।
৯. কার্ল মার্কস, পুঁজি, প্রথম খণ্ড, অষ্টম অধ্যায়।
১০. সমীরণ মজুমদার, সামাজিক বিভাজনের রূপ ও রূপান্তর; নান্দীমুখ সংসদ; কলকাতা, ২০০৩; পৃষ্ঠা- শেষাংশ-৩১।
১১. কার্ল মার্কস, জার্মান ভাবাদর্শ; মার্কস-এঙ্গেলস নির্বাচিত রচনাবলী, বার খণ্ডের প্রথম খণ্ড; প্রগতি প্রকাশন, মস্কো; ১৯৭৯; পৃষ্ঠা- ৫৮।
১২. প্রবন্ধটি আমার [অনুপ সাদি] লিখিত ভাষাপ্রকাশ থেকে ২০১৬ সালে প্রকাশিত মার্কসবাদ গ্রন্থের ৭৬-৮১ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং ১৩ আগস্ট ২০১৭ তারিখে রোদ্দুরে ডট কমে প্রকাশ করা হয়। সেখান থেকে লেখাটি ২৫ জুন ২০২২ তারিখে ফুলকিবাজ ডট কমে পুনরায় প্রকাশ করা হলো। প্রবন্ধটির রচনাকাল ২০ এপ্রিল, ২০১৪; ময়মনসিংহ।

1 thought on “সামাজিক শ্রেণি হচ্ছে একই প্রণালীতে জীবন নির্বাহকারী সমাজের একটি অংশ”

  1. লেখাগুলো ভালো হয়েছে। এভাবে অনেক লেখা দিন। বাংলা ভাষায় রাজনৈতিক বিশ্লেষণ দরকার।

    Reply

Leave a Comment

error: Content is protected !!