জাতীবি রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ বর্ষের আধুনিক রাষ্ট্রচিন্তার ২০২০ সালের প্রশ্নপত্র

বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজসমূহের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের আধুনিক রাষ্ট্রচিন্তার ২০২০ সালের বোর্ড ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র এটি। চতুর্থ বর্ষের বিষয় কোড 241917-এর কোর্সে আধুনিক রাষ্ট্রচিন্তার এই বিষয়গুলো সাধারণত পড়ানো হয়। এই পরীক্ষাটি ২০২২ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছিল। আধুনিক রাষ্ট্রচিন্তায় যেসব বিষয় পড়ানো হয় তা এই প্রশ্নপত্র দেখে কিছুটা টের পাওয়া যাবে। প্রশ্নটি সম্পর্কে কোনো সমালোচনা থাকলে আমাদের জানাতে পারেন। আর উত্তরগুলি জানার চেষ্টা করলে আপনাদের জ্ঞান বাড়বে তা বলাই যায়।

রাষ্ট্রবিজ্ঞান
বিষয় কোড: 241917 
(আধুনিক রাষ্ট্রচিন্তা)
সময়—৪ ঘণ্টা
পূর্ণমান ৮০ 
[দ্রষ্টব্য: প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]

ক বিভাগ
(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)
মান—১x১০=১০ 

১. (ক) আধুনিক রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।  
(খ) সর্বাত্মকবাদের মূলকথা কী?
(গ) জাতীয়তাবাদের জনক কে?
(ঘ) “Leviathan” গ্রন্থটির রচয়িতা কে?  
(ঙ) ধর্মকে রাজনীতি থেকে পৃথক করেন প্রথম কোন চিন্তাবিদ?  
(চ) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কী?
(ছ) আধুনিক গণতন্ত্রের জনক কে?
(জ) “মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু সর্বত্রই তাকে শৃঙ্খলিত অবস্থায় দেখতে পাওয়া যায়” — উক্তিটি কার?
(ঝ) ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল?
(ঞ) হেগেল কোন দেশের দার্শনিক?
(ট) উপযোগবাদ কী?
(ঠ) “Das Capital” গ্রন্থটি কে লিখেছেন?  

খ বিভাগ 
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)।
মান—৪x৫=২০ 

২. আধুনিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য লিখ।
৩. বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলতে কী বুঝায়?
৪. উদারতাবাদের মূল নীতি আলোচনা কর।
৫ ম্যাকিয়াভেলী ‘নৈতিকতার দ্বৈত মানদণ্ড’ বলতে কী বুঝিয়েছেন?
৬. মানব প্রকৃতি সম্পর্কে লকের ধারণা ব্যাখ্যা কর।  
৭. ফেবিয়ানবাদ কী?
৮. শ্রেণিসংগ্রাম তত্ত্ব কী?  
৯. মাও সেতুং-এর নয়া গণতন্ত্রের অর্থ ব্যাখ্যা কর।  

গ বিভাগ 
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান—১০x৫=৫০ 

১০. আধুনিক রাষ্ট্রচিন্তার বিকাশে ফরাসি বিপ্লবের অবদান আলোচনা কর ।
১১. জন লককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কেন?
১২. মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি ব্যাখ্যা কর
১৩. জেরেমি বেন্থামের উপযোগবাদ তত্ত্বটি আলোচনা কর ।
১৪. গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় উদারতাবাদের প্রভাব বর্ণনা কর।
১৫. “শক্তি নয়, ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি” — টি. এইচ. গ্রিন। ব্যাখ্যা কর।
১৬. কার্ল মার্কসের শ্রেণিসংগ্রাম তত্ত্বটি আলোচনা কর।  
১৭. মাওবাদ কী? মাওবাদের বৈশিষ্ট্যসমূহ লিখ।

আরো পড়ুন

Leave a Comment

error: Content is protected !!