বাংলাদেশ জাতীয় মুক্তি কাউন্সিল এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, অন্তর্বর্তীকালীন সরকারকে ২০২৫ সালেই জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম কর্তৃক ১১ জুন তারিখে প্রেরিত এক বিবৃতিতে গত ৬ জুন জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশের ছাত্র শ্রমিক জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকার উচ্ছেদ করে এক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন তা পূরণে ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্রমাগত শৈথিল্য প্রদর্শন করে চলেছে।
বিবৃতিতে তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে ও তা এগিয়ে নিতে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট পথরেখা ঘোষণা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস দীর্ঘ ১০ মাস পার করছেন। কিন্তু এই দীর্ঘ সময় তিনি কেন নিয়েছেন তা তাঁর ভাষণে ব্যাখ্যা করেননি। এটা জনগণের কাছে জবাবদিহি করতে তাঁর অনাগ্রহের একটি দৃষ্টান্ত।
আরো পড়ুন
- অন্তর্বর্তীকালীন সরকারকে ২০২৫ সালেই সংসদ নির্বাচন করতে হবে
- সাম্যবাদী দলসমূহের বিবৃতিতে হাসিনা সরকারের পদত্যাগ দাবি
- জনগণতান্ত্রিক ছাত্র সঙ্ঘ স্বৈরাচারী আওয়ামী সরকারের পদত্যাগ দাবি করেছে
- ছাত্র-জনতার খুনী হাসিনা সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি
- ফুলবাড়ি উন্মুক্ত কয়লাখনি বিরোধী আন্দোলন হচ্ছে এক মহান কৃষক সংগ্রাম
- আলতাব আলী ছিলেন প্রগতিশীল রাজনীতিক ও শ্রমিক-কৃষক আন্দোলনের নেতা
- বাংলাদেশের গণযুদ্ধ বা মুক্তিযুদ্ধ হচ্ছে স্বাধীনতার জন্য চালিত সশস্ত্র সংগ্রাম
- আবু তাহের ছিলেন সাম্রাজ্যবাদের যুগের বামপন্থী সমাজগণতন্ত্রী বিপ্লবী
- বাঙালির আত্মপরিচয় ও নবজাগরণ সম্পর্কে আবুল কাসেম ফজলুল হক
- রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিতে ঘরে বাইরে একটি গোষ্ঠী অপেক্ষায় আছে
- মধ্যবিত্ত কেন রাজনীতিবিমুখ?
বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত জনগণের ক্ষমতাকে সংহত করতে প্রয়োজনীয় সংস্কার করেই যেখানে জাতীয় নির্বাচন ডিসেম্বর ২০২৫ সালের মধ্যেই সম্পন্ন করা সম্ভব ছিল তা এখন ২০২৬ সালের এপ্রিলে নিয়ে যাওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে কেন এতদিন পিছিয়ে দেয়া হলো এর কোনো ব্যাখ্যাও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের ভাষণে নেই। এতে জনগণের মনে অনেক প্রশ্নের সৃষ্টি হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, জনগণ পুরাতন কায়দায় শাসিত হতে আর রাজি নয় – এটা অন্তর্বর্তীকালীন সরকারসহ ক্ষমতা প্রত্যাশী সকল রাজনৈতিক দলকে বুঝতে হবে। বিবৃতিতে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ২০২৫ সালেই জাতীয় সংসদ নির্বাচন করতে হবে।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক ও গবেষক। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা উনিশটি। ২০০৪ সালে কবিতা গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি পাঠকের সামনে আবির্ভূত হন। ‘সমাজতন্ত্র’ ও ‘মার্কসবাদ’ তাঁর দুটি পাঠকপ্রিয় প্রবন্ধ গ্রন্থ। সাহিত্য ও রাজনীতি বিষয়ে চিন্তাশীল গবেষণামূলক লেখা তাঁর আগ্রহের বিষয়।