অন্তর্বর্তীকালীন সরকারকে ২০২৫ সালেই সংসদ নির্বাচন করতে হবে

বাংলাদেশ জাতীয় মুক্তি কাউন্সিল এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, অন্তর্বর্তীকালীন সরকারকে ২০২৫ সালেই জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম কর্তৃক ১১ জুন তারিখে প্রেরিত এক বিবৃতিতে গত ৬ জুন জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশের ছাত্র শ্রমিক জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকার উচ্ছেদ করে এক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন তা পূরণে ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্রমাগত শৈথিল্য প্রদর্শন করে চলেছে।

বিবৃতিতে তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার গঠনের প্রক্রিয়া শুরু করতে ও তা এগিয়ে নিতে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট পথরেখা ঘোষণা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস দীর্ঘ ১০ মাস পার করছেন। কিন্তু এই দীর্ঘ সময় তিনি কেন নিয়েছেন তা তাঁর ভাষণে ব্যাখ্যা করেননি। এটা জনগণের কাছে জবাবদিহি করতে তাঁর অনাগ্রহের একটি দৃষ্টান্ত।

আরো পড়ুন

বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত জনগণের ক্ষমতাকে সংহত করতে প্রয়োজনীয় সংস্কার করেই যেখানে জাতীয় নির্বাচন ডিসেম্বর ২০২৫ সালের মধ্যেই সম্পন্ন করা সম্ভব ছিল তা এখন ২০২৬ সালের এপ্রিলে নিয়ে যাওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে কেন এতদিন পিছিয়ে দেয়া হলো এর কোনো ব্যাখ্যাও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের ভাষণে নেই। এতে জনগণের মনে অনেক প্রশ্নের সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, জনগণ পুরাতন কায়দায় শাসিত হতে আর রাজি নয় – এটা অন্তর্বর্তীকালীন সরকারসহ ক্ষমতা প্রত্যাশী সকল রাজনৈতিক দলকে বুঝতে হবে। বিবৃতিতে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ২০২৫ সালেই জাতীয় সংসদ নির্বাচন করতে হবে।

Leave a Comment

error: Content is protected !!