পূর্বকথা
ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন বা ভি. আই. লেনিন ছিলেন বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক লোকতন্ত্রের মহান নেতা। সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এই বিপ্লবী নেতার রচিত মোট দশটি নিবন্ধ, প্রবন্ধ ও পত্রের সমগ্র অংশ বা অংশবিশেষ ধর্ম প্রসঙ্গে শিরোনামে আমরা এই গ্রন্থে সংকলিত করেছি। ‘যুব লীগের কর্তব্য’ এবং ‘লেভ তলস্তয় — রুশ বিপ্লবের দর্পণ’ ছাড়া বাকি লেখাগুলো নেয়া হয়েছে ন্যাশনাল বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড কর্তৃক সেপ্টেম্বর ২০০৬ সময়ে কলকাতা থেকে পুনঃমুদ্রিত ও প্রকাশিত ধর্ম প্রসঙ্গে গ্রন্থ থেকে। ‘যুব লীগের কর্তব্য’ এবং ‘লেভ তলস্তয় — রুশ বিপ্লবের দর্পণ’ প্রবন্ধটি নেওয়া হয়েছে ঢাকা থেকে টাঙ্গন কর্তৃক ফেব্রুয়ারি ২০২০-এ প্রকাশিত সাহিত্য প্রসঙ্গে গ্রন্থ থেকে।
বর্তমান গ্রন্থে সংকলিত করবার সময়ে আমরা বাংলা অনুবাদকে ইংরেজি অনুবাদের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করেছি। মিলিয়ে দেখতে গিয়ে অনুবাদে একান্ত প্রয়োজনীয় কিছু পরিবর্তন যুক্ত করা হয়েছে, কিছু শব্দ বদলে ফেলা হয়েছে এবং কিছু ক্ষেত্রে অনুবাদের সহজীকরণ করা হয়েছে।
ন্যাশনাল বুক এজেন্সির অনুবাদটিতে ‘সামন্ততন্ত্র’, ‘পুঁজিতন্ত্র’, ‘ভগবান’, ‘স্বপ্নরাজ্য’ ইত্যাদি তৎকালে প্রচলিত কিছু শব্দ ব্যবহৃত হয়েছিল যেগুলোকে আমরা সামন্তবাদ, পুঁজিবাদ, ঈশ্বর, কল্পলোক ইত্যাদি ইদানিংকালের প্রচলিত শব্দ দ্বারা পুনঃস্থাপন করেছি। ফলে এই অনুবাদটিতে কিছুটা উন্নতি পরিলক্ষিত হবে বলেই আমরা মনে করি। ন্যাশনাল বুক এজেন্সির বইটিতে টিকা ও নামের সূচি সবশেষে সংযোজিত হয়েছিল। বর্তমান বইয়ে পাঠকের সুবিধার্থে প্রতিটি প্রবন্ধের শেষে টিকা ও নামের সূচি এবং দু’একটি ক্ষেত্রে তথ্যসূত্র প্রদান করা হয়েছে এবং এসব টিকা ও নামের সূচিকে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা বিস্তৃত করা হয়েছে।
বাংলাদেশের মতো সাম্রাজ্যবাদ দ্বারা নিপীড়িত প্রতিটি দেশেই ধর্ম একটি আলোচিত বিষয়। এদেশের সমাজে ক্রিয়াশীল উপরিকাঠামোর একটি উপাদান হিসেবে ধর্মকে বুঝতে এই গ্রন্থ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা মনে করি। রাজনীতিবিদ, সাহিত্যিক, লেখক, মনীষীদের দৃষ্টিভঙ্গি হতে প্রতিক্রিয়াশীল ও পশ্চাৎপদ উপাদানগুলো মুছে ফেলতে এই বই সহায়ক ভূমিকা রাখবে বলে দৃঢ়ভাবে বোঝা যায়।
এই বইটি সম্পাদনা করতে আমাকে উৎসাহ প্রদান করেছেন সাহিত্যিক হান্নান কল্লোল, লেখক সরকার আজিজ এবং কবি দোলন প্রভা। তাদের তিনজনের সাথেই আমি বিভিন্ন সময়ে কথা বলে উপকৃত হয়েছি এবং তারা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহায়তা করেছেন। এছাড়াও টাঙ্গন-এর প্রকাশক অজয় কুমার রায় বারংবার তাগাদা দিয়ে কাজটি করিয়ে নিলেন, সেজন্য তিনি ধন্যবাদ পেতেই পারেন।
লেনিনের সকল রচনা বাংলাভাষী অঞ্চলে জনপ্রিয় ও প্রভাব সঞ্চারী। এই বইটিও বাংলা অঞ্চলের জনগণের প্রগতির ধারায় তার অমোচনীয় চিহ্ন রাখবে তা আমরা নির্দ্বিধায় বলতে পারি।
সূচিপত্র
আপনারা নীল লিংকগুলোতে ক্লিক করে সবগুলো লেখা পড়তে পারবেন।
- পূর্বকথা
- টাঙ্গন সংস্করণের ভূমিকা
- রুশ সংস্করণের ভূমিকা
- সমাজতন্ত্র ও ধর্ম
- লেভ তলস্তয় – রুশ বিপ্লবের দর্পণ
- ধর্ম প্রসঙ্গে শ্রমিক পার্টির মনোভাব
- ধর্ম এবং যাজনতন্ত্রের প্রতি মনোভাব অনুসারে বিভিন্ন শ্রেণি আর পার্টি
- মাক্সিম গোর্কি-র কাছে পত্র
- মাক্সিম গোর্কি-র কাছে পত্র
- নারী-শ্রমিকদের প্রথম সারা রুশ কংগ্রেসে বক্তৃতা। ১৯ নভেম্বর, ১৯১৮
- রাশিয়ার কমিউনিস্ট পার্টি (বলশেভিক)-এর খসড়া কর্মসচি থেকে
- যুব লীগের কর্তব্য। রাশিয়ার যুব কমিউনিস্ট লীগের তৃতীয় সারা-রাশিয়া কংগ্রেসে বক্তৃতা। ২ অক্টোবর, ১৯২০
- সংগ্রামী বস্তুবাদের তাৎপর্য
একটি সাক্ষাতকার দেখুন

ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন (২২ এপ্রিল, ১৮৭০ – ২১ জানুয়ারি, ১৯২৪) ছিলেন লেনিনবাদের প্রতিষ্ঠাতা, একজন মার্কসবাদী রুশ বিপ্লবী এবং সাম্যবাদী রাজনীতিবিদ। লেনিন ১৯১৭ সালে সংঘটিত মহান অক্টোবর বিপ্লবে বলশেভিকদের প্রধান নেতা ছিলেন। তিনি সোভিয়েত ইউনিয়নের প্রথম রাষ্ট্রপ্রধান।