বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজসমূহের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের ২০১৯ সালের বিশ্ববিদ্যালয় ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র এটি। মাস্টার্সের বিষয় কোড 311901-এর কোর্স সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা হতে অনুষ্ঠিত হওয়া প্রশ্নপত্র এটি। এই পরীক্ষাটি ২০২২ সালের ১০ মে তারিখে অনুষ্ঠিত হয়েছিল। সাম্প্রতিক বা সমকালীন রাষ্ট্রচিন্তায় যেসব বিষয় পড়ানো হয় তা ২০১৯ সালের এই প্রশ্নপত্র দেখে টের পাওয়া যাবে। প্রশ্নটি সম্পর্কে কোনো সমালোচনা থাকলে আমাদের জানাতে পারেন। আর উত্তরগুলি জানার চেষ্টা করলে আপনাদের জ্ঞান বাড়বে তা বলাই যায়।
রাষ্ট্রবিজ্ঞান
বিষয় কোড: 311901
(সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা)
সময়—৪ ঘণ্টা
পূর্ণমান ৮০
[দ্রষ্টব্য: প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]
ক বিভাগ
(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)
মান—১x১০=১০
১. (ক) আধুনিক ভাববাদী দর্শনের জনক কে?
(খ) ফরাসি বিপ্লবের ব্যাপ্তিকাল উল্লেখ কর।
(গ) “Representative Government” গ্রন্থটির রচয়িতা কে?
(ঘ) কাল্পনিক সমাজতন্ত্রের পথিকৃৎ বলা হয় কাকে?
(ঙ) সংশোধনবাদের উদ্ভব হয় কোন দেশে?
(চ) সর্বহারার বিপ্লবে কোন শ্রেণির মানুষ নেতৃত্ব দিবে?
(ছ) মার্কসবাদকে বাস্তবে প্রয়োগ করেন কে?
(জ) ফ্রিডরিখ হেগেল কোন দেশে জন্মগ্রহণ করেন?
(ঝ) সমাজতান্ত্রিক বিপ্লব প্রথম সফল হয় কোন দেশে?
(ঞ) চীনে গণ-বিপ্লব কার নেতৃত্বে সংঘটিত হয়?
(ট) ‘স্থায়ী বিপ্লব’ এর প্রবক্তা কে?
(ঠ) “আমার রাষ্ট্র আমার কর্তব্য” — উক্তিটি কার?
খ বিভাগ।
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)।
মান—৪x৫=২০
২. “সাম্প্রতিক কালের রাষ্ট্রচিন্তা” বলতে কি বুঝ?
৩. বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলতে কী বুঝায়?
৪. অস্তিত্ববাদ কী?
৫. বৈজ্ঞানিক সমাজতন্ত্র ও কাল্পনিক সমাজতন্ত্রের পার্থক্য দেখাও
৬. লেনিনের পার্টি তত্ত্ব কী?
৭. সাংস্কৃতিক বিপ্লব বলতে কী বুঝ?
৮. মাওবাদ বলতে কী বুঝ?
৯. উদারনৈতিক গণতন্ত্র কী?
গ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান—১০x৫=৫০
১০. সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা কর ।
১১. রাষ্ট্রদর্শনে হেগেলের অবদান আলোচনা কর।
১২. এডওয়ার্ড বার্নস্টাইনের রাজনৈতিক চিন্তাধারা আলাচনা কর ।
১৩. কার্ল মার্কসের রাষ্ট্র সম্পর্কিত ধারণাটি আলোচনা কর।
১৪. লেনিনের সাম্রাজ্যবাদ তত্ত্ব আলোচনা কর।
১৫. সেন্ট সাইমন ও রবার্ট ওয়েনের কাল্পনিক সমাজতন্ত্রের রূপরেখা আলোচনা কর ।
১৬. নারীমুক্তি সম্পর্কে সিমোন দ্য বুভুয়ার মতবাদ ব্যাখ্যা কর।
১৭. উত্তর আধুনিকতাবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ।
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক ও গবেষক। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা এগারটি। ২০০৪ সালে কবিতা গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি পাঠকের সামনে আবির্ভূত হন। ‘সমাজতন্ত্র’ ও ‘মার্কসবাদ’ তাঁর দুটি পাঠকপ্রিয় প্রবন্ধ গ্রন্থ। সাহিত্য ও রাজনীতি বিষয়ে চিন্তাশীল গবেষণামূলক লেখা তাঁর আগ্রহের বিষয়।