জাতীবি রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্সের সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার ২০১৮ সালের প্রশ্নপত্র

বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজসমূহের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের ২০১৮ সালের বোর্ড ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র এটি। মাস্টার্সের বিষয় কোড 311901-এর কোর্স সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা হতে অনুষ্ঠিত হওয়া প্রশ্নপত্র এটি। এই পরীক্ষাটি ২০২১ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল। সাম্প্রতিক বা সমকালীন রাষ্ট্রচিন্তায় যেসব বিষয় পড়ানো হয় তা এই প্রশ্নপত্র দেখে টের পাওয়া যাবে। প্রশ্নটি সম্পর্কে কোনো সমালোচনা থাকলে আমাদের জানাতে পারেন। আর উত্তরগুলি জানার চেষ্টা করলে আপনাদের জ্ঞান বাড়বে তা বলাই যায়।

রাষ্ট্রবিজ্ঞান
 বিষয় কোড: 311901 
(সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা)
সময়—৪ ঘণ্টা
পূর্ণমান ৮০ 
[দ্রষ্টব্য: প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]

ক বিভাগ
(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)
মান—১x১০=১০ 

১. (ক) “The Communist Manifesto” বইটির লেখক কে? উত্তর: কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলস
(খ) অস্তিত্ববাদের প্রথম প্রবক্তা কে?
(গ) জাতীয়তাবাদের জনক কে? উত্তর: নিকোলো ম্যাকিয়াভেলি
(ঘ) “Great Leap Forward” কার নীতি? উত্তর: মাও সেতুং-এর।
(ঙ) জার্মান ভাববাদের দুজন প্রবক্তার নাম লিখ ।
(চ) উত্তর আধুনিকতাবাদের বিকাশে নেতৃত্ব দেন কে?
(ছ) দুজন একনায়কতান্ত্রিক শাসকের নাম উল্লেখ কর।
(জ) “শক্তি বা বল নয়, ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি।” কার উক্তি?
(ঝ) “A History of Political Theory” কে লিখেছেন?
(ঞ) ‘Kratia’ এবং ‘Demos’ শব্দের অর্থ লিখ ।
(ট) ইম্যানুয়েল কান্ট এর দর্শনচিন্তার মূল বিষয়বস্তু কী?
(ঠ) “Democracy is a Government of the fools, for the fools and by the fools” কার উক্তি? 

খ বিভাগ। 
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)।
মান—৪x৫=২০ 

২. রাষ্ট্রচিন্তার সংজ্ঞা দাও।
৩. কাল্পনিক সমাজতন্ত্র বলতে কী বুঝায়?
৪. ‘উদ্বৃত্ত মূল্য তত্ত্বের প্রবক্তা কে?
৫. বিপ্লব কী?
৬. লেনিনবাদ কী?
৭. নয়াগণতন্ত্রের উদ্দেশ্য বর্ণনা কর।
৮. ধর্ম সম্পর্কে রাসেলের মতবাদ ব্যাখ্যা কর।
৯. গণভোট কী? 

গ বিভাগ 
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান—১০x৫=৫০ 

১০. আধুনিক ও সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা বিকাশে ফরাসি বিপ্লবের অবদান আলোচনা কর ।
১১. ইমানুয়েল কান্টের রাষ্ট্রদর্শন আলোচনা কর।
১২. সমালোচনাসহ কার্ল মার্কসের শ্রেণিসংগ্রাম তত্ত্বটি আলাচনা কর ।
১৩. লেনিনের পার্টিতত্ত্ব আলোচনা কর
১৪. স্ট্যালিনের ‘এক দেশে সমাজতন্ত্র’ তত্ত্বটি ব্যাখ্যা কর।
১৫. চীনের সমাজতন্ত্র বিকাশে মাও এর অবদান আলোচনা কর ।
১৬. অস্তিত্ববাদের বৈশিষ্ট্য আলোচনা কর।
১৭. গণতন্ত্রের সাফল্যের শর্তাবলি আলোচনা কর ।

আরো পড়ুন

Leave a Comment

error: Content is protected !!