আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে! সপ্ত-সিন্ধু কল্লোল রোল বেজেছে

আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে! হচ্ছে হীরেন বসুর লেখা একটি আধুনিক বাংলা গান। গানটি ক্ষুদ্র আকারের ৯ লাইনের একটি গান। গানটিতে সুরারোপ করেন গীতিকার নিজেই এবং সংগে ছিলেন ধীরেন্দ্রনাথ দাস। প্রথম রেকর্ডিংয়ে গানটি গেয়েছিলেন অনুপ ঘোষাল। গানটি অনুপ ঘোষালের সারেগামা লিমিটেডের বেঙ্গলী ডেভোশনাল সংস এ্যালবামে প্রকাশিত হয়।

গানটি মিশ্র আসোয়ারী-একতালে গাওয়া একটি শ্যামাসংগীত। হীরেন বসুর এই গানটিতে আধুনিক বাংলা গানের সাথে ভক্তিমূলক গানের অনুভবকে মিলিয়ে দেয়া হয়েছে। গানটি মূলত দুর্গার আগমনী গান। গানটি ভক্তি গদগদ ভক্তের আকাঙ্ক্ষাকে কাব্যিকভাবে ফুটিয়ে তুলেছে। আকাঙ্ক্ষার দেবীর প্রতীক্ষায় দিন বয়ে যাওয়ার কাব্যিক রূপ গানটির একটি দিক। গানটিতে যেসব উপমা আর রূপক ব্যবহার করা হয়েছে সেগুলো অনেকটাই নতুন।

আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও গানটির গানের কথা

আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে!
সপ্ত-সিন্ধু কল্লোল রোল বেজেছে সপ্ত তারে, জননী এসেছে দ্বারে।

সুর-সপ্তক তুলেছে তান-সপ্ত ঋষির গানে,
সপ্ত-স্বর্গে দুন্দুভি ঘোষে’- সপ্ত-গ্রহের টানে,
অন্তরে আজ সপ্ত-দলের, নবজাগরণ সাড়ে, জননী এসেছে দ্বারে।

আজ সাত রাঙা রবি রামধনু হাতে বরণের বাণ হানে,-
সপ্ত-কোটি সু-সন্তান বিজয় মাল্য আনে।

আজ সপ্ত-স্বর্গ একসাথ হযে হৃদিমন্দির দ্বারে
তুলে নাও বুকে তারে, জননী এসেছে দ্বারে।।

গানটি ইউটিউবে শুনুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

হীরেন বসুর গাওয়া গান

Leave a Comment

error: Content is protected !!