আমি ভাবি বৃষ্টি হচ্ছে
যে জিহ্বা শুকনো থেকে ঢিল হতে পারে
মুখের তালুতে
অবিচ্ছিন্ন, ঝুলে আছে
জ্ঞানের ভারে
আমি মেঘকে দাঁড়াতে দেখেছি
আচানক, ছাই থেকে।
প্রতিষ্ঠাপিত
তারা একটি ধূসর বলয়ে যোগদান
করল;
বৃত্তাকার আত্মার
মাঝখানে।
ওহো, অবশ্যই বৃষ্টি হবে
মনের উপর এই ঘনিষ্ঠতা, আমাদের অন্ধ করে
অদ্ভুত হতাশার মধ্যে, শিক্ষা
দুঃখের বিশুদ্ধতা।
এবং কিভাবে এটা হারিয়ে দেবে
আমাদের আকাঙ্ক্ষার ডানাগুলির
গুটিবদ্ধ স্বচ্ছতা, নিষ্ঠুর খেরেস্তানিকরণের মধ্যে
তমসাচ্ছন্ন আকাঙ্ক্ষারা পুড়ছে।
বৃষ্টির-নলবনে, সমর্পণের করুণায়
চর্চিত, তবুও দূর থেকে
বক্র নয়, এটা, আমার পৃথিবীর সাথে তোমার সংশ্লেষণ
ন্যাড়া শিলাগুলোও নুয়ে পড়ছে।
অনুবাদ: অনুপ সাদি
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক ও গবেষক। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা এগারটি। ২০০৪ সালে কবিতা গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি পাঠকের সামনে আবির্ভূত হন। ‘সমাজতন্ত্র’ ও ‘মার্কসবাদ’ তাঁর দুটি পাঠকপ্রিয় প্রবন্ধ গ্রন্থ। সাহিত্য ও রাজনীতি বিষয়ে চিন্তাশীল গবেষণামূলক লেখা তাঁর আগ্রহের বিষয়।