হৃদমাঝারে প্রাণভোমরা

হৃদমাঝারে প্রাণভোমরা হচ্ছে অনুপ সাদি রচিত ও প্রস্তাবিত একটি বইয়ের নাম। বইটিতে অনুপ সাদির ঘনিষ্ঠ বিভিন্ন ব্যক্তির জীবনী রচিত হয়েছে। এসব ব্যক্তির ভেতরে রয়েছেন শ্রমিক ও কৃষক, বিভিন্ন বিপ্লবী ও ত্যাগী রাজনীতিবিদ, পরিবেশবিদ এবং তার ঘনিষ্ঠ অন্যান্য ব্যক্তি। এইসব ব্যক্তি সম্পর্কে এক কথায় কিছু বলতে গেলে বলতে হয়, তারা মানুষের মাঝখানে ছিলেন অথবা মানুষের মাঝখানে আছেন। বিভিন্ন পরিচয়ে পরিচিত সেসব ব্যক্তি সম্পর্কে অন্তত তিন-চারশ শব্দ হলেও অনুপ সাদি লিখেছেন। এসব ব্যক্তির কেউই সমাজে উচ্চ প্রতিষ্ঠিত নয়, বা তাদের বড় বড় পদ পদবী ছিল না। নিজ কর্মে এবং বেঁচে থাকায় তাদের আনন্দ ছিল, মানুষের জন্য কাজ করে আনন্দ পেতেন।

অনুপ সাদি তাঁর পরিচিত বিভিন্ন ব্যক্তিকে নিয়ে অল্প অল্প করে কিছু কথা সাধারণত ফেসবুকে লিখে প্রকাশ করতেন। সেগুলো কিছুটা বড় হলে ব্লগে বা রোদ্দুরেফুলকিবাজ ওয়েবসাইটে প্রকাশ করতেন। সেভাবেই প্রায় বিশ জন ব্যক্তি সম্পর্কে এসব লেখা তৈরি হয়েছিল। লেখাগুলো যেমন ছোট তেমনি এসব লেখায় কিছুটা স্মৃতিচারণ আছে। তিনি সেই সময়টিকে ধরতে চেয়েছেন এসব লেখায়। কিন্তু কোনো লেখাই খুব মনোযোগ দিয়ে পরিকল্পনা করে লেখা হয়নি। পরিকল্পিত লেখায় যে সৌন্দর্য ও নান্দনিকতা ফুটে ওঠে এসব লেখায় তেমন কিছু নেই। তার চেয়েও বড় কথা এসব লেখা একেবারেই সাধারণ মানুষকে নিয়ে রচিত, যাদেরকে বিখ্যাত বলা যাবে না।

শ্রমিক ও কৃষকের রাজনীতি, অর্থাৎ সাম্যবাদী রাজনীতি বিকশিত হবার ফলে যেসব মানুষের জীবন আমাদের নজরে এসেছে, যাদেরকে আমরা কর্মজীবী হিসেবে চিনি, যারা পরজীবীতাকে ঘৃণা করেছেন এবং লড়েছেন গণমানুষের জন্য; এমন মানুষ হাজারে হাজারে সমাজে বিরাজমান, তেমন কিছু মানুষের জীবন এসব লেখায় ফুটে উঠেছে। এই লেখাগুলো পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নয়, এখানে আছে চলচ্চিত্রের টুকরো ছবি বা একজন মানুষের জীবনের মাত্র দুচারটি পাতা। হাজার হাজার পাতার যে মহাকাব্যিক জীবন হতে পারত, সেই জীবনের পাঁচ-সাতটি টুকরো পাতা পড়ারও আনন্দ থাকতে পারে ভেবেই এসব লেখা লেখা হয়েছে।

হৃদমাঝারে প্রাণভোমরা হিসেবে আমরা সেসব মানুষকে নির্দ্বিধায় আমরা রাখতে পারি। তারা আমাদেরকে শত শত বছর বাঁচার এবং কাজ করবার প্রেরণা দেবেন। নিম্নে সেসব ব্যক্তির নাম দুই কলামে উল্লেখ করা হয়েছে। আপনারা সেসব নামে ক্লিক করে লেখাগুলো পড়তে পারবেন।

error: Content is protected !!