বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজসমূহের বিভিন্ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ২০২০ সালের বোর্ড ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র এটি। প্রথম বর্ষের বিষয় কোড 211501-এর কোর্স স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস-এর অনুষ্ঠিত হওয়া প্রশ্নপত্র এটি। এই পরীক্ষাটি ২০২১ সালের নভেম্বরে অনুষ্ঠিত হয়েছিল। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে যেসব বিষয় পড়ানো হয় তা এই প্রশ্নপত্র দেখে টের পাওয়া যাবে। প্রশ্নটি সম্পর্কে কোনো সমালোচনা থাকলে আমাদের জানাতে পারেন। আর উত্তরগুলি জানার চেষ্টা করলে আপনাদের জ্ঞান বাড়বে তা বলাই যায়।
সকল বিষয়
বিষয়কোড: 2115901
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
সময়—৪ ঘণ্টা
পূর্ণমান— ৮০
[দ্রষ্টব্য: প্রতিটি বিভাগ হতে ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তর লিখতে হবে]
ক বিভাগ
(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)
মান — ১×১০=১০
১. (ক) বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?
খ. দ্বি-জাতি তত্ত্বের প্রবর্তক কে?
গ. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন?
ঘ. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ঙ. আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?
চ. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে?
ছ. মৌলিক গণতন্ত্রে কতজনের ভোটাধিকার ছিল?
জ. L. F. O এর পূর্ণ রূপ কী?
ঝ. ২৫শে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কী ছিল?
ঞ. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
ট. বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকরী হয়?
ঠ. কত সালে শেখ মুজিব জাতি সংঘে বাংলায় ভাষণ দেন?
খ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান — ৪×৫=২০
২. বাঙালী সংকর জাতি—ব্যাখা কর।
৩. অখণ্ড বাংলা গঠনের প্রচেষ্টা কেন ব্যর্থ হয়েছিল?
৪. আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা কর।
৫. যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল?
৬. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য ব্যাখ্যা কর।
৭. আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ কী ছিল?
৮. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের যে কোনো দুটি সেক্টর সম্বন্ধে লিখ।
৯. মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের একটি চিত্র তুলে ধর।
গ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান — ১০×৫=৫০
১০. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বাংলা ভাষার অবদান আলোচনা কর।
১১. ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
১২. লাহোর প্রস্তাব কী? এর বৈশিষ্ট্যসমূহ লিখ।
১৩. ১৯৬৬ সালের ছয় দফা কর্মসূচি ব্যাখ্যা কর।
১৪. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কারণ ও তাৎপর্য ব্যাখ্যা কর।
১৫. মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা বর্ণনা কর।
১৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাশক্তিবর্গের ভূমিকা নিরূপণ কর।
১৭. ১৯৭২ সালের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
আরো পড়ুন
- জাতীবি ইংরেজি তৃতীয় বর্ষ Introduction to Literary Criticism ২০২০ প্রশ্নপত্র
- জাতীবি ইংরেজি তৃতীয় বর্ষ Introduction to Literary Criticism ২০১৯ প্রশ্নপত্র
- জাতীবি ইংরেজি তৃতীয় বর্ষ Elizabethan and Jacobean Drama ২০১৯ প্রশ্নপত্র
- জাতীবি ইংরেজি তৃতীয় বর্ষ Elizabethan and Jacobean Drama ২০১৮ প্রশ্নপত্র
- জাতীবি ইংরেজি চতুর্থ বর্ষ Twentieth Century Poetry 2020 প্রশ্নপত্র
- জাতীবি ইংরেজি চতুর্থ বর্ষ Nineteenth Century Novel 2019 প্রশ্নপত্র
- জাতীবি ইংরেজি চতুর্থ বর্ষ Nineteenth Century Novel 2020 প্রশ্নপত্র
- জাতীবি রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্সের সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার ২০১৯ সালের প্রশ্নপত্র
- জাতীবি রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ বর্ষের আধুনিক রাষ্ট্রচিন্তার ২০২০ সালের প্রশ্নপত্র
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২০২০ প্রশ্নপত্র
- রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষের রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠনের ২০২০ ফাইনাল প্রশ্নপত্র
- জাতীবি রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্সের সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার ২০১৮ সালের প্রশ্নপত্র
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক ও গবেষক। তাঁর লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা এগারটি। ২০০৪ সালে কবিতা গ্রন্থ প্রকাশের মাধ্যমে তিনি পাঠকের সামনে আবির্ভূত হন। ‘সমাজতন্ত্র’ ও ‘মার্কসবাদ’ তাঁর দুটি পাঠকপ্রিয় প্রবন্ধ গ্রন্থ। সাহিত্য ও রাজনীতি বিষয়ে চিন্তাশীল গবেষণামূলক লেখা তাঁর আগ্রহের বিষয়।