উইকি সম্মেলন ভারত ২০২৩ দুই শতাধিক ব্যক্তির অংশগ্রহণের মাধ্যমে শেষ হয়েছে

উইকি সম্মেলন ভারত ২০২৩ (WCI 2023), হচ্ছে উইকিপিডিয়া এবং এর অন্যান্য প্রকল্পগুলিতে ভারতীয় এবং দক্ষিণ এশীয় অবদানকারীদের নিয়ে চালিত একটি সম্মেলন, যেটি এ বছর ২৮ থেকে ৩০ এপ্রিল হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ এশীয় স্বেচ্ছাসেবকরা হচ্ছে ওয়েবসাইটটির অবিচ্ছেদ্য এবং মূল্যবান অবদানকারী। কেবল ভারত জুড়ে কথা বলা হয় এমন ২৪টি ভাষায় উইকিপিডিয়া উপলব্ধ। এছাড়াও, দক্ষিণ এশীয় স্বেচ্ছাসেবকরা যেসব উইকিমিডিয়া প্রকল্পগুলির বৃহত্তর কর্ম প্রক্রিয়ায় অবদান রাখে সেগুলোর কয়েকটি হচ্ছে উইকিমিডিয়া কমন্স, উইকিউৎস এবং উইকিডাটা। এছাড়াও এসব অবদানকারীরা উইকিমিডিয়া ওয়েবসাইটগুলিতে প্রযুক্তি উন্নয়ন এবং বৈশিষ্ট্যগুলি উন্নত করতে সহায়তা করে।

ভারতে ধাবাহিকভাবে স্বেচ্ছাসেবক অবদানকারীর সংখ্যা বাড়ছে এবং সেদেশে উইকিপিডিয়ার পাঠক প্রসারিত হবার বিপুল সম্ভাবনা আছে। এই অঞ্চলে উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পের জ্ঞান সম্প্রসারণের গুরুত্বপূর্ণ হতে চলেছে। উইকি সম্মেলন ভারত হচ্ছে আমাদের স্থানীয় সম্প্রদায়গুলির বহু ভাষাকে কেন্দ্র করে বিনামূল্যে জ্ঞানের অভিগমন বাড়ানোর ক্ষেত্রে তাদের কৃতিত্বগুলি উদযাপন করার একটি সুযোগ।

উইকি সম্মেলন ভারতের সমন্বয়কারী নিভাস রামিসেট্টি বলেন, “উইকি সম্মেলন ভারত ২০২৩-এ উইকিমিডিয়ানদের নিখুঁত উদ্যম এবং অংশগ্রহণ দেখে অনেক উৎসাহ হচ্ছে, এবং আমি শুধু ভারতেই নয়, বৃহত্তর দক্ষিণ এশিয়া অঞ্চলে উন্মুক্ত জ্ঞানের বিকাশে এর প্রভাব দেখার অপেক্ষায় রয়েছি। আমি আশা করি এই সম্মেলনটি বিভিন্ন সম্প্রদায়ের সমৃদ্ধি এবং সম্পৃক্ততার জন্য প্রয়োজনীয় কাঠামো প্রদান করবে,”।

অনুষ্ঠানটিকে স্থানীয় অংশীদার আইআইআইটি হায়দ্রাবাদের সাথে মিলে আয়োজন করা হয়েছিল এবং তেলেঙ্গানার সরকারি ভাষা ও সংস্কৃতি বিভাগ সহযোগিতা করেছিল। অংশগ্রহণকারীদের জন্য তেলেঙ্গানার ভাষা ও সংস্কৃতি বিভাগ একটি সাংস্কৃতিক নৃত্য উপহার দিয়েছিল এবং একদিন বিকেলে আনন্দ ভ্রমণের ব্যবস্থা করেছিল।

দুই শতাধিক লোকের অংশগ্রহণে তিন দিনব্যাপী সম্মেলন রোববার ৩০ এপ্রিল সন্ধ্যায় শেষ হয়। সম্মেলনে দক্ষিণ এশিয়ার ইতিহাস, সংস্কৃতি এবং অভিজ্ঞতার দ্বার উন্মোচন এবং ভাগ করে নেওয়ার উপায়গুলি কীভাবে উইকিপিডিয়ায় কাজে লাগানো যায় তার পথ অন্বেষণ করা হয়েছিল। ভারত, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কার অংশগ্রহণকারীরা ২০১৬ সালের পর প্রথমবারের মতো মিলিত হয়েছিল। বাংলাদেশ থেকে আমি এবং দোলন প্রভা একটি সমন্বিত আলোচনায় অংশগ্রহণ করে সকলের সাথে আমাদের ছবি তোলার অভিজ্ঞতা ও কার্যক্রম ভাগ করেছিলাম।

সম্মেলনটি দক্ষিণ এশিয়ার স্বেচ্ছাসেবক অবদানকারী এবং উইকিমিডিয়া ফাউন্ডেশনের কর্মী সদস্যদের একত্রে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেয়। এছাড়াও এই সম্মেলনটি ভারতীয় বিভিন্ন ভাষার উইকিমিডিয়া প্রকল্প এবং ভারত ও দক্ষিণ এশিয়ার আন্দোলনের অন্যান্য দিকগুলিতে আগ্রহী উইকিমিডিয়ান ও অংশীদারদের জন্য একটি সাধারণ আলোচনামঞ্চ প্রদান করেছে।

আরো পড়ুন

উইকি সম্মেলন ভারত ২০২৩-এর মূল বিষয়বস্তু ছিল “বন্ধন শক্তিশালীকরণ”। এই বিষয়বস্তুকে কেন্দ্র করে উইকিমিডিয়ার উন্মুক্ত উৎস ব্যবহারকারী সম্প্রদায়গুলোর মধ্যে শক্তিশালী সংযোগ তৈরি এবং বজায় রাখার কাজকে মোটাদাগে বেছে নেওয়া হয়। এবারের মূল বিষয়বস্তু বেছে নেয়া হয় এই বিশ্বাসের ভিত্তি থেকে যে যৌথ সাফল্য অর্জনের জন্য একটি শক্তিশালী সমর্থন ব্যবস্থা এবং পারস্পরিক আন্তঃ-শিক্ষার সুযোগগুলি অপরিহার্য।

অনুপ সাদি ও দোলন প্রভার অংশগ্রহণে প্যানেল আলোচনা দেখুন

Leave a Comment

error: Content is protected !!