১৬ ডিসেম্বর ২০২২ তারিখ ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়ের উদ্যোগে রোয়াইলবাড়ি দূর্গে একটি ফটোওয়াক অনুষ্ঠিত হয়েছে। এটি ছিলো ময়মনসিংহ শহরের বাহিরে প্রথম অফলাইন কার্যক্রম। ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়ের এই ফটোওয়াক কেন্দুয়া উপজেলা, নেত্রকোনা জেলায় অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় কার্যক্রম শুরু করেন।
উইকিপিডিয়ার এই ফটোওয়াকে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়ের সমন্বয়ক এবং উইকিমিডিয়া বাংলাদেশের সদস্য দোলন প্রভা, লেখক ও উইকিপিডিয়ান অনুপ সাদি, কবি এনামুল হক পলাশ, অন্তরাশ্রম পত্রিকার প্রকাশক মাহবুবা এনাম সোমা, ব্যবহারকারী সম্পাদক গালিব হাসান ও আহনাফ হক ।
ময়মনসিংহ ও নেত্রকোনার উইকিপিডিয়ানরা সবাই নেত্রকোনা শহরে মিলিত হন। প্রত্যেকে বাংলা উইকিপিডিয়াতে সম্পাদনা করেন। সাক্ষাতের প্রথম পর্যায়ে নিজেদের কাজ ও করণীয় সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলেন। এরপরে ব্যটারি চালিত ইজিবাইকের মাধ্যমে রোয়াইলবাড়ির উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার পথে বিভিন্ন উদ্ভিদ, ব্রিজ, নদী ও গুরুত্বপূর্ণ স্থান এবং অফিসের ছবি তোলেন। এরপরে রোয়ালবাড়িতে গিয়ে প্রত্নত্তাত্বিক স্থানগুলো ছবি তোলেন।
ছোট একটি ভিডিও দেখুন
এই উইকি ফটোওয়াকটি ছিলো সবার জন্য উন্মুক্ত, তাই কবি, সম্পাদক অংশ নিয়েছেন। এজন্য বাংলা উইকিপিডিয়া বা উইকিমিডিয়া কমন্স সম্পর্কে স্বচ্ছ ধারনা না রাখলেও, তারাও জানার আগ্রহ থেকে অংশ নিয়েছিলেন। ছবি তোলার সাথে সাথে নিজেদের কাজের অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। ফটোওয়াকের সময় গ্রামবাসীদের সাথে কথা হয়। স্থাপনাগুলো রক্ষা করার গুরুত্ব সম্পর্কে তাদের সচেতন করা হয়।
এছাড়াও রোয়াইলবাড়ি দূর্গে ফটোওয়াক চলাকালে ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়ের আগামী কর্ম পরিকল্পনা নিয়ে কথা হয়। নেত্রকোনা জেলার আশেপাশে অন্যান্য স্থাপনার ছবি তোলা ও অন্যান্য কার্যক্রম কীভাবে করা যায় সেই বিষয়ে কথা হয়। ছবিগুলো বাংলা উইকিপিডিয়ায় যুক্ত করে নিবন্ধকে সুন্দর করার বিষয়ে আলোচনা করা হয়। সন্ধ্যার মধ্যে প্রাণবন্ত ফটোওয়াকের কার্যক্রম সমাপ্ত হয়।
আরো পড়ুন
- উইকিমিডিয়া কমন্সে দোলন প্রভার কাজের অভিজ্ঞতা
- উইকিমিডিয়া কমন্স ফটোগ্রাফিতে অনুপ সাদির কাজ
- উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে দোলন প্রভার কাজের তালিকা
- ময়মনসিংহ সম্প্রদায়ের রোয়াইলবাড়ি দূর্গে ফটোওয়াক
- ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায় গঠনের কার্যক্রমের বিবরণ
- দোলন প্রভার বাংলা উইকিপিডিয়া সম্পাদনা ও অন্যান্য কাজের অভিজ্ঞতা
- বাংলা উইকিপিডিয়ায় জেন্ডার গ্যাপ সম্পর্কিত উপস্থাপনা
- উইকিমিডিয়া শিক্ষা সার্ক সম্মেলন ২০১৯-এ অংশগ্রহণকারী দোলনপ্রভার অভিজ্ঞতা
- উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম হচ্ছে উইকিমিডিয়ার একটি প্রকল্প
- উইকিসম্মেলন ভারত ২০১৬-এ অংশগ্রহণ নিয়ে দোলন প্রভার অভিজ্ঞতা
- ময়মনসিংহে উইকিপিডিয়া সম্প্রদায়ের প্রথম অফলাইন মিটআপ অনুষ্ঠিত
- বাংলা উইকিপিডিয়ার দশম বর্ষপূর্তিতে পুরস্কৃত হলেন ১৩ উকিপিডিয়ান
- নেত্রকোনায় উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রমের আয়োজনে আড্ডা ও মতবিনিময়
- নেত্রকোনা সরকারি কলেজে উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত
- অনুপ সাদির বাংলা উইকিপিডিয়া সম্পাদনা, অভিজ্ঞতা ও অন্যান্য কার্যক্রম
বিশেষ প্রতিবেদক হিসেবে ফুলকিবাজের সঙ্গে রয়েছেন ফুলকিবাজ সংশ্লিষ্ট বিভিন্ন অঞ্চলের শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ। তারা দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আমাদেরকে প্রতিবেদন ও সংবাদ প্রদান করলে আমরা সেগুলোকে প্রকাশ করে থাকি।